টুইটারে যুক্ত হলো রি-টুইট সুবিধা

জনপ্রিয় মাইক্রো ব্লগিং টুইটারে (www.twitter.com) অন্যের স্ট্যাটাসকে পুনরায় টুইট করা বা রি-টুইট করার সুবিধা যুক্ত করেছে। ফলে স্ট্যাটাসে রিপ্লে বাটনের ডানে (সর্বডানে) Retweet বাটন পাবেন। পছন্দের কোন স্ট্যাটাস রি-টুইট করতে Retweet বাটনে ক্লিক করলে Retweet to your followers? ম্যাসেজ আসবে, এখানে Yes করলে রি-টুইট হবে। ফলে আপনার স্ট্যাটাস লিস্টে তা প্রকাশিত হবে সেই সাথে উক্ত স্ট্যাটাসের নিচে মোট রি-টুইটের সংখ্যা দেখাবে। চাইলে রি-টুইট আনডু করা যাবে।

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস