স্প্লিটুইট দ্বারা একাধিক টুইটার নিয়ন্ত্রণ করা

দিনে দিনে আরো জনপ্রিয় হয়ে উঠছে মাইক্রো ব্লগিং টুইটার। অনেকেরই বিভিন্ন দরকারে একাধিক টুইটার একাউন্ট নিয়ে কাজ করতে হয়। তবে একটি ওয়েবসাইট থেকেই যদি একাধিক টুইটারে স্ট্যাটাস আপডেট করা বা নিয়ন্ত্রণ করা যেত তাহলে কেমন হতো! একাধিক টুইটার একাউন্ট নিয়ন্ত্রণ করার এমনই একটি ওয়েবসাইট হচ্ছে স্প্লিটুইট ডট কম। এই সাইট থেকে একইসাথে একই টুইট (স্ট্যাটাস) এক বা একাধিক টুইটারে আপডেট করা, স্ট্যাটাস দেখা, সরাসরি ম্যাসেজ দেখা বা পাঠানো যাবে। এজন্য www.splitweet.com সাইটে গিয়ে রেজিষ্ট্রেশন করে লগইন করতে হবে। লগইনের পরে টুইটার একাউন্ট যুক্ত করতে ডানে twitter accounts লিংকে ক্লিক করে Manage your Twitter accounts এর Authenticate বাটনে ক্লিক করতে হবে। এবার যে টুইটার একাউন্ট যুক্ত করতে চান সেই টুইটারের ইউজার-পাসওয়ার্ড দিয়ে Sign in করে Allow বাটনে ক্লিক করুন, তাহলে উক্ত টুইটার একাউন্টটি যুক্ত হবে। এভাবে ইচ্ছামত আরো টুইটার একাউন্ট যুক্ত করা যাবে। পরবর্তী টুইটার একাউন্ট যুক্ত করতে হলে এ logout from Twitter এ ক্লিক করে আগের লগইন করা টুইটার থেকে লগ আউট করতে হবে।
এবার মূল পেজে ফিরে এসে টুইট টেক্স বক্সে টুইট (স্ট্যাটাস) লিখে ডানের টুইটার একাউন্টগুলো নির্বাচন করে Tweet it! বাটনে ক্লিক করেলে নির্বাচিত টুইটার একাউন্টগুলো টুইটটি আপডেট হবে। এছাড়াও Dashboard, Replies, Direct messages, Favorites, Brand mentions ট্যাবগুলোতে বিভিন্ন তথ্য পাওয়া যাবে।

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস