গুগল+ এর মধ্যে ফেসবুকের স্ট্যাটাস

জনপ্রিয় সার্চ ইঞ্জিন জয়ান্ট গুগল এর সামাজিক নেটওয়ার্কের সাইট গুগল+ এর মধ্যে ফেসবুকের স্ট্যাটাস দেখা গেলে কেমন হয়! একটি প্লাগইন দ্বারা এই সুবিধা পাওয়া যাবে। এজন্য http://crossrider.com/install/519-google-facebook সাইটে গিয়ে Get Google+Facebook বাটনে ক্লিক করে প্লাগইনটি ইনস্টল করে ব্রাউজারটি রিস্টার্ট করুন। এই প্লাগইনটি ফায়ারফক্স, এক্সপ্লোরার এবং গুগল ক্রোম ব্রাউজারে সমর্থন করে।
এবার গুগল+ এ গিয়ে দেখুন হোম বাটনের বামে ফেসবুকের একটি বাটন এসেছে। উক্ত বাটনে ক্লিক করার পরে You will need to connect with Facebook to activate Google+Facebook এর Connect with Facebook বাটনে ক্লিক করুন তাহলে নতুন একটি উইন্ডো আসবে। এবার ফেসবুকে লগইন না করা থাকলে লগইন করে Allow বাটনে ক্লিক করুন। এবার দেখুন গুগল+ এর মধ্যে থেকেই ফেসবুকের স্ট্যাটাস দেখা যাচ্ছে। চাইলে নতুন স্ট্যটাসও পোষ্ট করা যাবে।

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস