অতীত বা ভবিষ্যতের নির্দিষ্ট সময়ে স্ট্যটাস করা যাবে ফেসবুক পেজে

সাধারণত ফেসবুক পেজে কোন স্ট্যাটাস পোষ্ট করলে তা তাৎক্ষনাৎ দেখা যায়। তবে নির্দিষ্ট সময়ে অর্থাৎ অতীতে বা ভবিষ্যতের কোন তারিখের নির্দিষ্ট সময়ে স্ট্যাটাস পোষ্ট করা যাবে।এজন্য ফেসবুকে লগইন করে উক্ত পেজে গিয়ে স্ট্যাটাস লিখুন এবং নিচের ঘড়িতে ক্লিক করে বছর, মাস, তারিখ এবং সময় দিন এবং Schedule বাটনে ক্লিক করুন তাহলে স্ট্যাটাসটি কখন পোষ্ট হবে তার পপআপে দেখাবে এবং উক্ত নির্দিষ্ট সময়ে স্ট্যটাসটি আপডেট হবে।
FB Schedule Status
FB Schedule Status
কোন কারণে পোষ্টটি ডিলিট বা সিডিউল পরিবর্তন করতে চাইলে অ্যাকটিভিটি লগ (www.facebook.com/mehdiakram/allactivity) থেকে করা যাবে।

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস