বক্স ডট কমে ২-স্টেপ ভেরিফিকেশন সেট করা

বক্স ডট কম হচ্ছে অনলাইনে তথ্য সংরক্ষণ করার অন্যতম ক্লাউড সাইট। নিরাপত্তার জন্য বক্স ডট কম ২-স্টেপ ভেরিফিকেশন করার সুবিধা দিয়েছে। এটা অনেকটা ড্রপবক্স বা গুগলের মত।
> ২-স্টেপ ভেরিফিকেশন সেট করতে প্রথমে লগইনের পরে ডানের সেটিংস বাটেন ক্লিক করে Account Settings এ যান।
> Security ট্যাবে যান এবং Login verification: Require 2-step verification for unrecognized logins এ চেক বক্স চেক করুন।
box
> Country: লিস্টে বাংলাদেশ নির্বাচন করে Mobile phone number এ মোবাইল নম্বর লিখে (৮৮০ বাদে) Continue বাটনে ক্লিক করুন এবং পপআপ উইন্ডো থেকে Okay বাটনে ক্লিক করুন।
box
> মোবাইলে এসএমএস কোড আসবে। Confirmation code: অংশে কোড লিখে Confirm বাটনে ক্লিক করুন।
box
ব্যাস এখন থেকে প্রতিবার লগইন করার পরে মোবাইলে আসা Security code: দিয়ে লগইন সম্পূর্ণ করতে হবে।
box
২-স্টেপ ভেরিফিকেশন বন্ধ করতে চাইলে Account Settings এর Security ট্যাবে গিয়ে Login verification: Require 2-step verification for unrecognized logins এ আনচেক করলেই হবে।
সাধারণত ফ্রি অ্যাকাউন্টে ৫ গিগাবাইট যায়গা পাওয় যায়, তবে থান্ডারবার্ডের জন্য ২৫ গিগাবাইটের একটি অফার আছে।

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস