নারী ও মা

নারী সে তো মা – স্বর্গ যে তার পদতলে,
সে কথা আজি ভুলিয়া নারী কোন সে পথে চলে?
যে নারী রহিবে গৃহে সে আজি চলিছে বিশ্বময়,
দেহ দিয়ে সে আজি করিবে দুর্বার বিশ্ব জয়।
নারী যদি কভু গৃহ ছাড়া হয় কে তার ধারিবে ধার?
নারীর পদাঘাতে কাঁপিছে আজি বিশ্বমায়ের ঘর।
নারী যদি রহে মা হয়ে কে তারে বলিবে অসতি-
কার আছে জোড়া শিরঃ? যে মায়েরে করিবে ভ্রতি।
নারীর তরে এত অত্যাচার করে কোন সে অত্যাচারী?
কে তার আবরণ ফেলিয়া করিল সেচ্চাচারী?
নারী কেন আজি লাঞ্চিত হয়ে ফিরিছে হাতে হাত?
কে তারে করিল ভ্রষ্ঠা কার এত বড় হিম্মৎ?
নারী যদি রহে মা হয়ে, স্বর্গ পাবে যে ধরায়,
তারি জয়গান গাহিবে মানব সর্ব বিশ্বময়।
নারী সে তো মা – স্বর্গ তার পদতলে,
কেন সে আসেনা ফিরে ইসলামের ছায়াতলে?

(১৪ চৈত্র ১৪০৬/পিয়ার পুর)

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস