সমস্যা ও সমাধান

এখানে আমরা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরবো এবং সমাধানের চেষ্টা করবো। অনেকটা প্রশ্ন উত্তর পর্বের মত। যে কেউ প্রশ্ন করতে পারবেন এবং যে কেউ তার উত্তরও দিতে পারবেন।

১,৪৯৯ Comments on "সমস্যা ও সমাধান"

  1. মেহেদি ভাই, আশা করি ভালো আছেন। আমি কি (জি মেইল) থেকে বাংলাই মেইল করতে পারি। যদি পারা যায় তাহলে কিভাবে লিখতে হই যদি আমাকে মেইল করে জানাতেন তাহলে খুবই উপকৃত হতাম।

  2. মেহেদি ভাই
    আপনি আপনার ওয়ার্ডপ্রেসে এটি -ব্যবহাকারী জন্য কিছু তথ্য- কিভাবে লাগালেন।
    আর আমি নতুন পৃস্টা তেরি করে সেটিতে কোন পোষ্ট দিতে পারছি না।
    পোষ্ট দিতে গেলে ফ্রন্ট পেজে চলে যাচ্ছে ।
    এখন কি করব।

  3. আর সামাজিক সাইট লিখে তার নিচে কিভাবে লিংক গুলো দিলেন।
    আমি ওয়াইড গেট দিয়ে চেষ্টা করেছি হয় নি।
    এখন কি করব বলেন।

  4. মেহেদী ভাই,
    আস্সালামুআলাইকুম।
    আমি আসলে এক্সপি কাস্টমাইজার নামে একটি প্রোগাম খুজছি। আমি এটা কয়েক মাস আগে এখানে কোথাও পেয়েছিলাম। কিন্তু এখন এটা আমি খুজে পাচ্ছি না। আর এই ধরনের সমস্যার কারনে আমি সার্চ করার চেষ্টা করেছি। কিন্তু এটা কোন খানে ই পাচ্ছি না। এই সমস্যার কোন সমাধান করা যায় কি?

    জানাবেন
    শাখাওয়াত হোসেন

  5. মেহেদী ভাইয়া আমার ছালাম নিবেন,আমাকে সাহায্য করুন এই সাইট টা একটু দেখুন
    http://www.bangla.it/live_tv4.asp ওরা কি ভাবে মিডিয়া প্লেয়ারটা করেছে,
    ভাইয়া আমি শুধু এটাই জানতে চাই ওদের টিভির চ্যানেল শুরু হওয়ার আগে
    কিভাবে ওদের লোগটা বা ছবি বা ভিডিও টা দিয়াছে, ভাইয়া একটু সহজ ভাবে
    বলবেন কি ভাইয়া আমার খুবই দরকার একটু তাড়াতড়ি উত্তরটা দিবেন ধন্যবাদ।

  6. আসসালামু আলাইকুম ভাইয়া
    কেমন অাছেন ? আমি আজ যেটা জানতে চাচ্চি সে টা হল যে আমরা রাইট বাটম ক্লিক করে রিফ্রেশ করি ? সেটা কি রিনেম করে অন্য কো নাম করা যায় কি না ? জানালে উপকৃত হব

  7. মেহেদী ভাই কিভাবে php ইনসটল ও কোডিং করা যায় তার উপর সম্পূর্ন টিউটোরিয়াল ভিডিও করে আপলোড করলে খুব ভাল লগত ।
    মানে ইনসটল থেকে শুরু করে সম্পুর্ন একটি hello world প্রিন্ট করা…সবটুকু….কোথায় কোডং করব এউ আর কি

  8. ভাই আমার সালাম নিবেন, আপারেটিং সিস্টেম সেটাপ নেয়ার পর কম্পিউটার কাজ করে, কিন্ত রিসার্ট দিলে আর কাজ করে না ।
    মেসেজ দেয় Reboot and select proper Boot device or Insert Boot Media in selection Boot device. ভাই সমাধান জানালে উপকৃত হব।

  9. প্রিয় মেহেদী ভাই,
    সালাম নিবেন। আশা করি ভাল আছেন। আমি ছবির কোয়ালিটি ঠিক রেখে ছবির ফাইল সাইজ কমাতে চাই, মানে পিক্সেল ঠিক রেখে ফাইল সাইস কমাতে চাই। এরকম কোন সফট্ওয়ার এর নাম জানা আছে কি আপনার কাছে?

  10. আসসালামু আলাইকুম ভাইয়া
    কেমন অাছেন ? আমি আজ যেটা জানতে চাচ্চি সে টা হল যে আমরা রাইট বাটম ক্লিক করে রিফ্রেশ করি ? সেটা কি রিনেম করে অন্য কো নাম করা যায় কি না ? জানালে উপকৃত হব

  11. মেহেদী ভাইয়া, আমার উত্তরটা এখন পাই নাই,নিচে লিখা আছে-
    মেহেদী ভাইয়া আমার ছালাম নিবেন,আমাকে সাহায্য করুন এই সাইট টা একটু দেখুন
    http://www.bangla.it/live_tv4.asp ওরা কি ভাবে মিডিয়া প্লেয়ারটা করেছে,
    ভাইয়া আমি শুধু এটাই জানতে চাই ওদের টিভির চ্যানেল শুরু হওয়ার আগে
    কিভাবে ওদের লোগটা বা ছবি বা ভিডিও টা দিয়াছে, ভাইয়া একটু সহজ ভাবে
    বলবেন কি ভাইয়া আমার খুবই দরকার একটু তাড়াতড়ি উত্তরটা দিবেন ধন্যবাদ।

  12. সালাম মেহেদী ভাই,
    ভাই আমি Google Adsense সাইন আপ করার পর Gmail এ একটি মেইল পেয়েছি যার মধ্যে অনেকগুলো লিংক সংযুক্ত সেই লিংকে Click করে Google Adsense এ ঢুকেছি কিন্তু Get Ads এর Sub Menu Apparels খুজে পাচ্ছিনা। এখন আমার প্রশ্ন হলো আমাকে কি Google Activation mail পাঠানো পর্যন্ত অপেক্ষা করতে হবে ? অন্যথায় কি করবো জানাবেন। For your kind information WordPress এ আমি একটা blog Create করেছি। Google Adsense থেকে একটা mail পেয়েছি।

    ধন্যবাদ

  13. মেহেদী ভাই,
    আমি উইন্ডোজের multi-boot dvd তৈরি করতে চাই। আর উক্ত DVD থেকে Windows xp সহ এক বা একাধিক সফটওয়ার/ অপারেটিরং সিস্টেমকে আলাদা আলাদা ভাবে ইচ্ছামত boot করতে চাই। এমন হতে পারে একটি multi-boot dvd হতে Windows xp ও Vista বা hiren boot, norton ghost সফটওয়ার দিয়ে ইউজারের ইচ্ছামত যেকোন একটি একটি করে boot করতে পারবো। এবং দুই বা ততোধিক অপারেটিং সিস্টেমের সাথে hiren boot ও norton ghost সফটওয়ার কিভাবে multi-boot করবো, তা জানিয়ে পরামর্শ দিলে অনেক উপকার হবে। উল্লেখ্য boot ফাইল সম্পর্কে বিস্তারিত জানতে চাই। আর কোন বুটাবুল সিডি থেকে boot ফাইল কিভাবে বের করবো? এই dvd তে আরো কোন সফটওয়্যার কে (boot করা ছাড়া) ব্যাকআপ হিসেবে রাখা সম্ভব কিনা? কোন সফটওয়ারের মাধ্যমে multi-boot dvd ও এর Startup menu তৈরী করা সহজ ও বেশি কার্যকর হবে? দয়া করে পরামর্শ দিবেন।

    ধন্যবাদ।
    ফারুক

  14. মেহেদী ভাই,
    সালাম নিবেন। আশা করি পরম করুনাময় আল্লাহর রহমতে ভালই আছেন।মেহেদী ভাই আমি wimax সম্পর্কে কিছুটা ধারনা চাই আপনার কাছ থেকে। ১। আমার লেপটপে যদি অয়ারল্যাস ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করতে চাই তাহলে আমাকে কি আলাদা কোন এক্সেসরিজ কিনতে হবে কিনা, হলে তার নাম কি? ২। তার মাধ্যেমে যে কোন মেসেঞ্জার দিয়ে ভিডিও এবং বয়েজ চ্যাট করা যাবে কিন? যতটুকু সম্ভব বিস্তারিত জানালে উপকৃত হব। দোয়া করি আপনার ব্লগ সাইট দিন দিন আরো তথ্য সমৃদ্ধ হয়ে উঠুক।

  15. মেহেদী ভাই সালাম নিবেন, আমার ল্যাপটপে Wireless Network connection আছে। তাতে কি কাজ হবে না অন্য কোন ইউএসবি ডিভাইসি লাগবে দয়া করে জানাবেন।

  16. আমার কমিপউটারে সি.ডি ডিসক পবেশ করালে তা ওপেন হচেছনা এখন আমি করতে পারি? একটু দয়া করে জানালে খুবই উপকৃত হবো। আাম কমপিউটার বিষয়ে একেবারে নতুন কিছু টিপস দিলে উপকৃত হতাম। মজিলা ফায়ার ফক্র কি?

  17. আমি আমার কম্পিউটার এ regedit করতে চাইলে মেসেজ আসে registry is disabled by your administrator . আমি কিভাবে regedit এনেবল করতে পারি ।

Leave a Reply to jasim rayhanCancel reply

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস