সমস্যা ও সমাধান

এখানে আমরা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরবো এবং সমাধানের চেষ্টা করবো। অনেকটা প্রশ্ন উত্তর পর্বের মত। যে কেউ প্রশ্ন করতে পারবেন এবং যে কেউ তার উত্তরও দিতে পারবেন।

১,৪৯৯ Comments on "সমস্যা ও সমাধান"

  1. মেহদি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাধ । আসলে মেহদি ভাই
    সি.ডি ডিসক প্রবেশ করানোর পর তা শো ই করেনা। অথ্যাৎ ড্রাইব হচেছনা। দয়া করে আর একবার জানালে খুবই উপকার হতাম।আমি কি কোন dvd ড্রাইবার ইনসটল করতে পারি?

  2. মেহদি ভাই,
    সালাম নিবেন।আশা আললাহ আপনাকে ভাল রেখেছেন।adobe photoshop এর ফ্রি সফটওয়ার এর ফুল ভাসন কোথায় পাব।

  3. মেহেদী আকরাম ভাই, সালাম নিবেন।
    আমি আমার c ড্রাইভের ইমেজ করতে গেলে সব গুলো ধাপ পার হবার পর সর্ব শেষে ডাটা কপি হওয়ার সময়
    Error #1608
    File record marked used, file 15944.
    এই মেসেজটি আসছে, দয়া করে বলবেন কোথায় সমস্যা হচ্ছে? আমি Hirens.BootCD.7.2 দিয়ে চেষ্টা করেছিলাম।

  4. মেহদি ভাই সালাম নিবেন।
    আমাদের কমিপউটারে আমরা অেনকে ইউজ করি।এজন্য ব্যওিগত কিছু ফাইল পাসওয়াড দিয়ে রাখতে চাই। আমি কিভাবে সফল হতে পারি অনুগ্রহ করে জানাবেন কি?

  5. I have a Compaq laptop. But when i bought the windows xp service pack 2 was installed . But later my laptop was seriously affected by virus. Then i try to reinstall by xp service pack 3 & 2 also . But it was not installed.Now only windows vista take the boot.What can i do now?

    1. Mr. Haris,
      আপনি XP Dark Lit edition ব্যবহার করে দেথতে পারেন । এতে মনে হয় আপনার Compaq laptop সমস্যা সমাধান হবে এবং মেহেদী ভাই যে Avast antivirus ব্যবহার করতে বলেছেন তাতে আমি একমত।

  6. মেহেদী ভাই,
    আপনি ভাল আছেন? কম্পিউটারের কোন সমস্যার ব্যাপারে আপনিই আমার একমাত্র ভরসা। আশা করি আপনার সারা জীবন আমাদের মত অদক্ষদের সাহায্য করবেন। মেহেদী ভাই My Computer এর Properties এ কিভাবে ছবি এবং কিছু লেখা যুক্ত করা যায়? দয়া করে বলবেন! কোন Software থাকলে অনুগ্রহ করে লিংকটা দিবেন।

    1. আপনি এটা দেখুন…
      http://www.shamokaldarpon.com/?p=316
      অথবা
      এছাড়াও C:\WINDOWS\system32\drivers\etc এর hosts ফাইলটা নোটপ্যাডে চালু করে
      127.0.0.1 localhost এর পরে এন্টার করে

      127.0.0.1 http://www.facebook.com
      127.0.0.1 http://www.yahoo.com
      লিখুন, তাহলে ফেসবুক এবং ইয়াহু আর খুলবে না।
      এভাবে আরো ওয়েবসাইট বন্ধ করে রাখতে পারবেন।

  7. মেহেদী ভাই,
    সালাম নিবেন, আমার পিসিতে ইন্টার নেট লাইন আছে। আমি চাই administrator user হিসাবে শুধুই আমি ইন্টারনেট ব্যবহার করবো। অন্য সকলের জন্য Guest User Account করে দিতে চাই। এখন আমি চাই অন্য কেউ Guest User Account হিসাবে লগইন করে সব কাজ করবে কিন্তু ইন্টারনেট ব্যবহার করতে পারবেনা। এখানে উল্লেখ্য যে আমার কম্পিউটার আরো কতগুলি কম্পিউটারের সাথে লোকাল নেটওয়ার্কের সাথে যুক্ত এবং আমার কম্পিউটারের সাথেই প্রিন্টার সংযুক্ত। আমাকে একটু জানাবেন আমার কম্পিউটার কিভাবে সেটিং করলে কারো প্রিন্টিং এ সমস্যা হবেনা এবং Guest User Account হিসাবে কেউ লগ ইন করে ঢুকেও যাতে কেউ ইন্টার নেট ব্যবহার না করতে পারে।
    আপনার জন্য শুভ কামনা রইল।

    1. সম্ভবত আপনি ব্রডব্যানন্ড ইন্টারনেট ব্যবহার করেন।
      সেক্ষেত্রে আপনি ব্যবহার শেষে আইপি, গেটওয়ে পরিবর্তন করতে পারেন । লিমিটেড ইউজাররা চাইলেও আইপি, গেটওয়ে পরিবর্তন করতে পারবে না।
      এছাড়াও অন্য কোন ভাল পথ জানলে জানাবো।

      1. মেহিদী ভাই,
        সালাম নিবেন। আপনি ঠিক ধরেছেন। আমি ব্রডব্যন্ড ইন্টারনেট ব্যবহার করি।আমি আইপি পরিবর্তন করে দেখেছিলাম তাতে একটা সমস্যা হয় তা হলো নেটওয়ার্কের অন্য কেউ তখন প্রিন্ট করতে পারেনা।আমি যে কোন সেটিং পরিবর্তনে একটু অজ্ঞ তাই সহজে বুঝিনা। আমার মত অজ্ঞদের কাছে আপনার মত লোকরাই তো ভরসা। তাই যদি একটু ডিটেল লিখেন তাহলে আমার বুঝতে একটু সহজ হবে।

        ধন্যবাদ

  8. Last day I asked you How to block the website.
    But I want to know details about blocking. Like, If the website contains any word “sex”, then the website will be automatically restricted. What I need to do in that case?
    Plz help me Viya.

  9. Mehdi Bhai,
    Amar Salam Niben asa kori valo asen. amar mail ta pore 1 ta mail korben pls. Amar 1 Ta DVD VEDIO Camcoder ase. DVD te aktu problem hoyese bidhai ami memory card a personal recording koresi and Computer a download kore DVD te Burn koresi but Regular DVD Player a Dekte parsi na Ami Nero Software theke korsi . Aponar akta mail pore DVD VEDIO SOFT FREE STUDIO Manager Download koresi akhon kon formate a Burn korle Raguler DVD Player a dekha jabe bolben ki. aponi mail korle se anujai Burn kore ami ata Bangladesh a amar fameli ar kase pathabo.

    Mollik
    New York
    USA

  10. মেহেদি ভাই আমি উবুন্তু ইনষ্টল করতে পারনিা। ইনষ্টল দিলে হার্ডডিস্কের পার্টিশন ভেঙে যায়। এর সমাধান কি? দয়া করে বলবেন কি? খুব উপকার হবে ।

  11. মেহেদী ভাই,
    কেমন আছেন? আমার কম্প্উটারে একটা বিরাট সমস্যা হচ্চে, উইন্ডজ জেনুয়িন, কিভাবে আমি এইটা বন্ধ করব।
    পারবেজ।

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস