সমস্যা ও সমাধান

এখানে আমরা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরবো এবং সমাধানের চেষ্টা করবো। অনেকটা প্রশ্ন উত্তর পর্বের মত। যে কেউ প্রশ্ন করতে পারবেন এবং যে কেউ তার উত্তরও দিতে পারবেন।

১,৪৯৯ Comments on "সমস্যা ও সমাধান"

  1. Dear vaiya,
    When i start my PC then showing before bootmenu XP logo,there show

    invalid boot ini.file,
    boot from windows/32.

    What is the solution for that problem,

    PLS vaiya, its very urgent because everyday need to officework by my PC.

    Best Regds,
    Nazmul

  2. ভাইয়া,
    আমি একটা ভিডিও ফাইল ডাউনলোড করেছে। ফাইল ফরমেটটি হলো FLV, আমি চাচ্ছি এটাকে MP3 কনভার্ট করতে । কোন সফওয়্যার দ্বারা আমি এটাকে MP3 কনভার্ট করতে পারব।

  3. মেহেদী ভাই আমি দুটি কম্পিউটারে নেট শিয়ার করতে পারছিনা। আমি নেট শেয়ার করতে গেলে সেন্ট টাইম দেখায় কিন্তু রিসিভ টাইম দেখায় না। আমাকে কিছু তথ্য দিলে আমার উপকার হত। দয়া করে যদি আমাকে কিছু তথ্য দেন।

  4. মেহেদী ভাই আমার একটি পুরাতন কম্পিউটার আছে যাতে ল্যান্ড কার্ড ছিল না। কিন্তু আমি একটা নতুন ল্যান্ড কার্ড ক্রয় করে তাতে লোড করেছি। কিন্তু তাতে আমি উক্ত কম্পিউটারে লোকাল এরিয়া কানেট না যে অপশন থাকে তা পাচ্ছিনা। তাই আমি কম্পিউটার শেয়ার করতে পারছি না। অনুগ্রহ করে যদি উপায় বলে দিতেন। তা হলে উপকার হত।

  5. মেহেদী ভাই,
    সালাম নিবেন, আশা করি ভাল আছেন,
    আমি কম্পিউটারের কাজ প্রায় ৩ বৎসর যাবৎ, কিন্তু আমি ইন্টারনেট use করি প্রায় ৩ মাস ধরে।
    আমার একটি ইচ্ছা হলো আমার নিজে একটি ওয়েব সাইট খোলা। সেটি আজ পেরেছি। কিন্তু সেখানে কোন পোস্ট ব্যবহার করতে পাচ্ছি না। যদি বলে দিতেন কিভাবে পোস্ট এ্যাড করব।

  6. মেহেদী ভাই,
    আমার মেইলে কিছু সাইট থেকে প্রায় প্রতি দিন মেইল আসতে থাকে, যার জন্য আমার প্রয়োজনিয় মেইল খুজে পেতে কস্ট হয়ে যায়। এই অপ্রয়োজনিয় মেইল আসাটা কিভাবে বন্ধ করা যায় জানালে উপকার হয়।

  7. মেহেদী ভাই আমার একটি প্রশ্নের উত্তর কিন্তু আপনি দেননি? আমার প্রশ্ন ছিল= আমার একটি পুরাতন কম্পিউটার আছে যাতে ল্যান্ড কার্ড ছিল না। কিন্তু আমি একটা নতুন ল্যান্ড কার্ড ক্রয় করে তাতে লোড করেছি। কিন্তু তাতে আমি উক্ত কম্পিউটারে লোকাল এরিয়া কানেট না যে অপশন থাকে তা পাচ্ছিনা। তাই আমি কম্পিউটার শেয়ার করতে পারছি না। অনুগ্রহ করে যদি উপায় বলে দিতেন। তা হলে উপকার হত। প্লিস ভাই দয়া করে বলবেন।

  8. প্রিয় মেহেদী ভাই,

    আশা করি ভাল আছেন। আমি কম্পিউটারের কিছু সমস্যার কথা বা প্রশ্ন করতে চাই কিভাবে আপনার কাছে লিখব তা জানাবেন।

    ধন্যবাদ-
    ইমন

  9. আমার প্রথম প্রশ্ন :
    ১. আমার কম্পিউটারের সে সব ফোলডার হিডেন করে ছিলাম তা এখন আর Show hidden files and folders a click করে Apply তে ক্লিক করলে তা আর ফোনডার আনহিডেন হয় না। বার বার করে দেখেছি তার পর ও আনহিজেন হয় না। এমনকি কম্পিউটার রিষ্টার করে দেখেছি তারপর ও হয় না। এনটিভাইরাস ইনস্টল করে ভাইরাস ক্লিন করে দেখেছি তার পর ও সমস্যা সমাধান হয় না।
    এটা কি কারনে হচ্ছে আর কি করলে এটার সমস্যা সমাধান হবে তা লিখে জানালে বেশ উপকৃত হব।

    ধন্যবাদ
    ইমন

      1. আমি জানতাম আপনি এরকম উত্তর দিবেন। কিন্তু আপনাকে আমি একটি টিপস দেই সেটা হল নতুন করে উইন্ডোর ইন্টল না করেও এর সমাধান করা যায় আপনি ইচ্ছে করলে ইন্টারনেট থেকে ফ্রি হিডেন সো ফাইল এন্ড ফোল্ডার Sowftware টি ইন্টল করলে আপনার সমাধান হবেই হবে।

        ধন্যবাদ
        ইমন-

        নোট: আপনার সমস্যা সমাধানে আমি প্রতেক্যের সমস্যা সমাধান লেখা পড়েছি আপনি অনেকে অনেক সঠিক সমাধান দিয়েছেন কিছু ক্ষেত্রে সমাধান দেন নি ওগুলো আরো সহজে সমাধান দেয়া যেত। যাই হোক যদি কোন উপকারে আসতে পারি তা হলে সরন করবেন।

  10. মেহদী ভাই, সালাম নিবেন,
    আমি md.moklasur rahman (mack)
    আমার ইউজার পাচওয়ার্ড ভুলের কারনে একাউন্ট ওপেন হচ্ছে না। তাই ই-মেইল আইডি নতুন করে খুলে ছবি যোগকরলাম ।
    আমার md.moklasur rahman (mack) নাম যার ই-মেইল আইডি [email protected]
    Gravatar এ একাউন্ট আছে কিন্তু পাঁচ ওয়ার্ড ভুলে গেছি Gravatar আমি এখন কিভাবে লগইন করবো ভাই , এই ই-মেইলের মাধ্যমে উত্তর দয়া করে একটা সমাধান দিবেন।

  11. ছবি লোড করেছি G, PG, R, X সবকটিতেই ছবি যোগ করেছি, এবং G ok করে দিয়েছি তাওতো ছবি দেখা যাচ্ছে না , ও মে…..হে…..দী……….ভা…..ই………… আপনারা কি আমার ছবি দেখতে পাচ্ছেন?

  12. মেহেদী ভাই,
    সালাম নিবেন আশা করি ভাল আছেন? সবাই দেখি word press এ বাংলা লেখে। কিন্তু আমি লিখতে পারি না কেন? কি ভাবে আমি Website এ বাংলা লিখব?

    1. এখানে যেভাবে লিখেছেন।
      কোন ওয়েবসাইটে বাংলা লেখার ব্যবস্থা না থাকলে http://unicodehelpcenter.blogspot.com/ এখান থেকে লিখে কপি পেস্ট করুন। অথবা অভ্র কীবোর্ড ইনস্টল করেও লিখতে পারেন।

  13. মেহেদী ভাই,আমি http://hadithshareef.org/ সাইটটি থেকে হাদীসগুলো কপি করে এম এস ওয়ার্ডে (২০০০)কপি করেছি।কিন্তু ফন্টগুলো বদলে গেছে পড়তে পারছিনা।অথচ সাইটটিতে ঠিকই পড়া যায়।দয়া করে সমাধান দেবেন।

    1. এটা আসলে বৈশাখি ফন্ট। আপনি http://bnwebtools.sourceforge.net/ সাইটে গিয়ে পুরানো বাংলার ঘরে সাইটটির লেখা পেস্ট করে ‘ইউনিকোড বদলে উপরে নাও’ বাটনে ক্লিক করলে ইউনিকোডে রূপান্তর হবে। এরপরে কপি পেস্ট করুন ওর্য়াডে এবং সেভ করে রাখুন।

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস