সমস্যা ও সমাধান

এখানে আমরা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরবো এবং সমাধানের চেষ্টা করবো। অনেকটা প্রশ্ন উত্তর পর্বের মত। যে কেউ প্রশ্ন করতে পারবেন এবং যে কেউ তার উত্তরও দিতে পারবেন।

১,৪৯৯ Comments on "সমস্যা ও সমাধান"

  1. মেহেদী ভাই,আপনার কথামত কাজ করেছি।তবে অনেক্ষণ অপেক্ষা করার পরও পেজটি কোন ধরনের রেসপন্স করেনা।এটা পেজের সমস্যা না অন্য কিছু?আর আমার লেখার একটা লাইন আপনার সুবিধার জন্য দিলাম।দয়া করে বিরক্ত হবেন না।
    pwbyËo KÖbzoy gw kwoÔlÖÁwp (ow:) Gk RgwËd AwÁwpk gwYy

    1. আমি এটি দেখে মন্তব্য করেছিলাম। যাইহোক আমি আপনি বর্ণনামত করে দেখেন। উক্ত সাইটটি খুলতে আমার কোন সমস্যা হচ্ছে না।

      হাদীসে কুদ্সী বা রাসূলুল্লাহ (সা:) এর জবানে আল্লাহর বাণী

  2. মেহেদী ভাই , ছালাম নিবেন,
    ভাই আমার কম্পিউটারে MD. Shamim ar Style Edition Service Pack3 ইনিষ্টল করেছি, এবং এভিরা এন্টিভাইরাস ইনিষ্টল করে আপডেট দেওয়ার পর C ড্রাইভে কয়েকটা ভাইরাস ধরে এবং আমি তা ভূল বসত ভাইরাসটি ডিলিট করে ফেলি, সমস্যা হলো- তার পর থেকে আমার সবগুলি ড্রাইভ Open হচ্ছে না Explore হচ্ছে, ড্রাবল ক্লিক করলে Open with এর একটি চার্ট আসে, এই সমস্য xp না দিয়ে কিভাবে দুর করা যাবে । আমার কাছে পিই বিল্ডার এর CD তৈরি করা আছে, C ড্রাইভে কোন ফাইল দেওয়ার প্রয়োজন হলে তা দয়া করে জানাবেন।
    আল্লাহ হাফেজ ভাইয়া

    1. আপনি নোটপ্যাড খুলে কিছু না লেখে autorun.inf নামে সেভ করুন। এবার এই ফাইলটি সমস্যাকৃত ড্রাইভে পেস্ট করে (রিপ্লেস) করে কম্পিউটার রিস্টার্ট করুন।
      কাজ হবে ইনশাল্লাহ।

  3. আসসালামু আলাইকুম।
    আমি একটা বিষয় জানতে চাচ্ছি।
    আমি একটি সফটওয়্যার ইনস্টল করার সময় কিছু তথ্য দিয়েছিলাম। সেখানে আমি কিছু তথ্য ভুল দিয়েছিলাম। যা এখন আমি সেই সফটওয়্যারটি ব্যবহারের সময় ভুল দেখতে পায়। আমি এখন সেই সফটওয়ারের সেই ফাইলটি ইডিট করতে চাই।
    ফাইল গুলির ফরমাট হচ্ছে DBF এবং আরো কিছু ফাইল আছে যা MDX । এই দুই ফরমাটের ফাইল ওপেনের জন্য আমি কি করতে পারি?

    ধন্যবাদ।

  4. মেহিদী ভাই, সালাম নিবেন। আমার এক বন্ধু ভুল করে সি ও ডি ড্রাইভ থেকে কিছু ফাইল ডিলিট করে যখন রিস্টার্ট দিয়েছে তখন NTLDR file is missing. তখন আমি আপনার পদ্ধতি অনুসরন করি। কিন্তু এখন উইন্ডোজ বুট করার পর যখন সেটআপ ফাইল লোড শুরু হয় তার কিছুক্ষন পর এই মেসেজ টা দেয়। The file usbohci.sys is corrupted, press any key to continue. যখনই কোন কি প্রেস করা হয় তখন আবার মেসেজ দেয় ইন্সটল করা সম্ভব না আবার রিস্টার্ট দাও। মেহেদি ভাই এখন এই বিপদ থেকে কি করে মুক্তি পাওয়া যাবে। একটু সাহায্য করুন।

  5. মেহেদী ভাই,
    আমি C ড্রাইভে ubuntu Install করেছিলাম,পরে ubuntu বাদ দিয়ে Heard disk নুতন করে পাêরটিশন করে C ড্রাইভে Xp Install করি, Computer off করে আবার চালু করলে Xp রান করে না। Restart করতে বলে, বারবার Restart করেও কোন লাভ হইতেছে না। অন্য আর একটি Heard disk লাগিইয়ে কাজ চালিয়ে জ়ায়িতেছি। আমি করে ফরমেট করলে আমার আগের Heard disk টি আবার xp load করতে পারব। যদি সমাধান দেন তবে অনেক উপকার হবে। ধন্যবাদ…..

      1. মেহেদী ভাই,
        আমি মনে হয় আপনাকে আমার সমস্যাটা বুঝাতে পারি নাই। আমার C ড্রাইভে নতুন করে এক্সপি ইনস্টল করলেইতো হয়ই না, এমন কি এই Heard disk এর কোন ড্রাইভেই Xp Install করার পর computer off করে আবার চালু করেল Xp রান করে না। Heard diskটিতে ubuntu Install করে,পরে ubuntu uninstall করার পরই এই সমস্যাটা শুরু হয়েছে। এই Heard disk এ এক্স পি operation soft ware ছাড়া অন্য সব ধরেনর ফাইল save করে চালানো যায়। এই Heard disk টা ছাড়া অন্য Heard disk এ Xp Install করেল কোন সমস্যাটা হয় না। অনেক চে‍স্টা করার পর আপনার সহযোগিতা চেয়েছি , আমি কিকরে ফরমেট / পারটিশন করলে আমি আবার আমার Heard disk টিতে xp load করে চালাতে পারব। যদি সমাধান দেন তবে অনেক উপকার হবে। ধন্যবাদ

  6. মেহেদী ভাই,
    আমি C ড্রাইভে ubuntu Install করেছিলাম,পরে ubuntu বাদ দিয়ে Heard disk নুতন করে পারটিশন করে C ড্রাইভে Xp Install করি, Computer off করে আবার চালু করলে Xp রান করে না। Restart করতে বলে, বারবার Restart করেও কোন লাভ হইতেছে না। পরে আবার D ড্রাইভে Xp Install করি, তাতেও কোন কাজ হইতেছে না । পরে অন্য আর একটি Heard disk লাগিইয়ে কাজ চালিয়ে যাইতেছি। আমি কি করে ফরমেট বা পারটিশন করলে আমি আবার আমার আগের Heard disk টিতে আবার xp load করে চালাতে পারব? যদি সমাধান দেন তবে অনেক উপকার হবে। ধন্যবাদ।

  7. মেহেদী ভাই,
    ঈদের শুভেচ্ছা রইেলা।
    ভাইয়া, ফেইস বুকে আমি Avro keyboard দিয়ে বাংলা লিখি কিন্তু সমস্যা হচ্ছে ফন্ট গুলো খুবই ছোট আসে, ফন্ট সাইজ বড় করার কোন আপশন খুজে পাই নি । ফন্ট সাইজ বড় করার কি কোন আপশন আছে ?

  8. মেহেদী ভাই,
    ঈদের শুভেচ্ছা রইেলা।
    ভাইয়া, আমি চাচ্ছিলাম আমার পেন ড্রাইভ ডাটা যেন কেউ কপি করতে না পারে । কোন উপায় কি আছে ? (আপনার দেওয়া USB Write Protect সফটয়্যার মাধ্যমে শুধু কম্পিউটারের ডাটা কপি রোধ করা যায় )

  9. মেহেদী ভাই , আমার সব ব্যাকআপ কম্পিউটার এর D ড্রাইভ এ রাখা । এখন D ড্রাইভ খুলতে চাইলে মেসেজ আসতেছে d: drive is not formated . Format it now . আমি কিভাবে ফরমেট না করে ড্রাইভ এর ডাটা গুলো পুনরুদ্ধার করতে পারি ।

    1. ডজের মাধ্যমে বা অন্য কম্পিউটারে লাগিয়ে খোলার চেস্টা করুন।
      বেশী গুরুত্বপূর্ণ ডাটা থাকলে প্রফেশনাল ডাটা রিকভার যারা করে তাদের সাথে যোগাযোগ করতে পারেন।

  10. ঈদ মোবারক মেহেদী ভাই, আপনার ঈদের ছুটি কবে শেষ হবে। আমরা তো আপনার অপেক্ষায় অস্থির হয়ে আছি। ছুটি সংক্ষিপ্ত করুন। আর একটা কথা ভাই আপনার এই পেজটি লোড হতে এত সময় নেয় কেন? অন্য যেকোন পেজ খুব দ্রুত ওপেন হয়। ভাল থাকেন। আল্লাহ হাফেজ

  11. মেহেদী ভাই, ঈদ মোবারক। আপনার পূর্ববর্তী কোন পোষ্টে এ পড়েছিলাম যে, উইন্ডোজের কোন ফাইল যদি মিসিং হয় তাহলে উইন্ডোজের লাইভ সিডি তৈরি করে তা সমাধান করা যায়। কিন্তু আমি একই সমস্যার কারনে উইন্ডোজ লাইভ সিডি দিয়ে বুট করে কম্পিউটার রান করানের পর অন্যকোন হার্ডডিস্ক সো করেনা, উল্লেখ্য আমি শুধু স্টার্ট মেনুর জন্য প্লাগইন ব্যবহার করেছি।অন্যকোন প্লাগইন ব্যবহার করিনি। আমার প্রক্রিয়াতে কি কোন সমস্যা আছে? আমি কিভাবে লাইভ সিডি তৈরী করলে, লাইভ সিডি দিয়ে কম্পিউটার রান করানোর পরও হার্ডডিস্ক ব্যবহার করা যাবে। দয়া করে জানালে উপকৃত হব।

  12. মেহেদী ভাইয়া,
    আমি চাচ্ছিলাম আমার কম্পিউটারে কেউ যেন সিডি রাইট করতে না পারে। এটা আমি কি ভাবে করতে পারি ?বার্নিং সফটওয়্যার ডিলেট না করে এটা কি সম্বব?সম্বব হলে জানাবেন।

  13. মেহেদী ভাই, আপনার পূর্ববর্তী কোন পোষ্টে এ পড়েছিলাম যে, উইন্ডোজের কোন ফাইল যদি মিসিং হয় তাহলে উইন্ডোজের লাইভ সিডি তৈরি করে তা সমাধান করা যায়। কিন্তু আমি একই সমস্যার কারনে উইন্ডোজ লাইভ সিডি দিয়ে বুট করে কম্পিউটার রান করানের পর অন্যকোন হার্ডডিস্ক সো করেনা, উল্লেখ্য আমি শুধু স্টার্ট মেনুর জন্য প্লাগইন ব্যবহার করেছি।অন্যকোন প্লাগইন ব্যবহার করিনি। আমার প্রক্রিয়াতে কি কোন সমস্যা আছে? আমি কিভাবে লাইভ সিডি তৈরী করলে, লাইভ সিডি দিয়ে কম্পিউটার রান করানোর পরও হার্ডডিস্ক ব্যবহার করা যাবে। দয়া করে জানালে উপকৃত হব।

  14. মেহেদী ভাই,

    আমি ‍আমার নোকিয়া ফোনকে নকিয়া পিসি সুইট দ্বারা সংযুক্ত করে মডেম হিসেবে ব্যাবহার করে পিসিতে ইন্টারনেট ব্যাবহার করি। এক্ষেত্রে পিসি সুইট পিসির টুলবারে একটি আইকনের মাধ্যমে ডেটা আদান-প্রদানের হারকে বাইট হিসেবে প্রদর্শন করে যা বুঝা বেশ কঠিন এবং বিরক্তিকর। আমি চাই ডেটা আদান-প্রদানের এই হার ‍কিলোবাইট বা মেগাবাইট হিসেবে প্রদর্শিত হোক। কিভাবে এট‍া পরিবর্তন করা যেতে পারে?

  15. প্রথমে আপনাকে জানাই আন্তরিক ধন্যবাদ।
    ভাইয়া,
    যখনি আমার কম্পিউটার চালু করি তখনি তারিখ ও দিন ঠিক করতে হয়,কষ্ট করে এটার সমাধান জানাবেন।খুবই ঝামেলায় আছি।

    নাজমুল

          1. ভাইয়া,
            আমি নতুন তা আপনি বেশ বুঝতে পেরেছেন।আমি একা ঘরে বসে করতে চাই,আপনার কাছ থেকে শিখতে চাই,প্লিজ,কেসিং খোলার পর কোথায়,কি রকম বিস্তারিত জানাবেন একটু!!!!!!!

            নাজমুল

  16. ভাইয়া,
    আমি যখনই কম্পিউটার চালু করি তখনি দেখা যায় executing-c:/windows/system32/wgalogon.dll—–এটার কেন হচ্ছে ও এর সমাধানটা প্লিজ বাংলায় দিলে খুবই উপকৃত হবো।এটা নিয়ে খুব অস্থির হয়ে আছি।

    শুভেচ্ছায়-

    নাজমুল

          1. ভাইয়া সালাম নিবেন,

            রেজিস্ট্রি এডিটর—-সম্মন্ধে ,নতুন হিসেবে বলছি,একটু বিস্তারিত জানালে খুব উপকার হবে।

            HKEY_LOCAL_MACHINE\Software\Microsoft\Windows\Run——-কোথায় পাবো একটু জানাবেন,ভাইয়া।

            নাজমুল।

Leave a Reply to Tony SahaCancel reply

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস