সমস্যা ও সমাধান

এখানে আমরা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরবো এবং সমাধানের চেষ্টা করবো। অনেকটা প্রশ্ন উত্তর পর্বের মত। যে কেউ প্রশ্ন করতে পারবেন এবং যে কেউ তার উত্তরও দিতে পারবেন।

১,৪৯৯ Comments on "সমস্যা ও সমাধান"

  1. মেহেদী ভাই,
    সালাম নিবেন আশা ক্্রি ভালই আছেন, My computer এ AVG 8.5 anti virus ase at diye scean korsi but kaj hoi na nuton kore abar security tool warning ase automaic scan start hoitese akhon sound and desktop set korte parsi na ki korte pari janaben vai.

    Mollik

  2. মেহেদী ভাই সালাম নিবেন আশা করি ভাল আছেন।
    মেহেদী ভাই আমার কম্পিউটারে এক দিন আমার পেন ড্রাইভ ভাইরাস আক্রমন করে আমি সেই পেন ড্রাইভটি আমার কম্পিউটারে লাগাই। সেই ভাইরাস আমার পুরো কম্পিউটারে ছড়িয়ে পরে। তখন আমি ভাইরাস রিমুভ করার জন্য এন্টি ভাইরাস স্ক্যান দেই। তার পর হইতে আমার কম্পিউটার আর পেন ড্রাইভ নেয় না। পেন ড্রাইভ দিলে কম্পিউটার হ্যাং করে। এ অবস্থায় পেন ড্রাইভ কম্পিউটারে চালু করার আর কি কোন উপায় আছে। থাকলে বলনে দয়া করে। পেন ড্রাইভ ছাড়া আমার কাজে অনেক অসুবিধা হচ্ছে।

  3. মেহেদী ভাই,
    সালাম নিবেন আশা করি ভাল আছেন আমার কম্পিউটার ৯০% ঠিক হয়েছে, তবে Sound and Backgraound ঠিক করতে পারছি না। control panel থেকে sound and audio device property গিয়ে Volume icon in the taskbar a click korle this messege আসিতেছে Windows cannot display the volume control on the taskbar because the volume control program has not been installed. To installed it, use add/Remove programs in control Panel .
    আমি USB te Headest ব্যবহার করলে Sound আসে এখন আমি কি করতে পারি জানাবেন pls ভাই .

    My Computer a NAVIDA(R)nForce(TM)Audio

    See my attached file.

    Mollik

    1. সম্ভবত Sndvol32.exe ফাইল নষ্ট হবার ফলে এমনটি হয়েছে।
      এজন্য সিডি রমে (e:) উইন্ডোজের সিডি প্রবেশ করান এবং কমান্ড প্রোম্পট হতে e: ড্রাইভের i386 ফোল্ডারে ঢুকে নিচের কমান্ড দিন।
      expand sndvol32.ex_ c:\windows\system32\sndvol32.exe
      এরপরে দেখুন কাজ হয় কি না।

  4. মেহেদী ভাই আমার কম্পিউটার নতুন করে লোড করেছি। কিন্তু sound লোড দেবার পরও sound আসছে না। সমস্যাটা বুঝতে পারছি না।

  5. মেহেদি ভাই কেমন আছেন ভালো তো । ভাই আমি এক সমস্যাই পড়েছি ,আমি আমার এক আইডি থেকে ইয়াহু চ্যাট রুসে ঢুকতে পারছিনা।

  6. মেহেদী ভাই,
    সালাম নিবেন, আশা করি ভাল আছেন । আমি সিডি রমে (e:) উইন্ডোজের সিডি প্রবেশ করানোর পর কমান্ড প্রোম্পট হতে e: ড্রাইভের i386 ফোল্ডারে ঢুকে নিচের কমান্ড দিয়েছি। এই কমান্ড়টিই দিয়েছি sndvol32.ex_ c:\windows\system32\sndvol32.exe কিন্ত কাজ হচ্ছে না ।
    অন্য কোন উপায় আছে কিনা একটু জানাবেন ভাই । অথবা নতুন করে Windows XP ইনস্টল করতে হবে কিনা জানাবেন ভাই ।

    মল্লিক

  7. ভাই আমি ২০০০ সার্ভার ব্যবহার করছি। আমার সমস্যা হলো আমি একটা কম্পিউটারের এইছ পি লেজার জেট ২০১৫ ইনষ্টল করে অন্যান্য কম্পিটারে প্রিন্টিং শেয়ার করছি। কিন্তু আমি যখন (যেই কম্পিউটারের প্রিন্টার ইনষ্টল করা) তারিখ পরিবর্তন করি তখন অন্য কম্পিউটারর থেকে প্রিন্ট দিলে প্রিন্ট হয়না।

    সমাধান দিলে উপকৃত হব।
    ধন্যবাদ

    মাসুম

  8. মেহেদী ভাই এমন কি কোন সাইট আছে যার সাহায্যে আমি বিনামুলে ফোন/এস,এম,এস করতে পারব। যদি থাকে তাহলে আমাকে অনুগ্রহ করে বলবেন।
    ইতি
    লাজু

  9. মেহেদী ভাই মেইলে এমন কি কোন সিস্টেম আছে যে, আমার মেইলে নতুন কোন মেইল আসলে আমার মোবাইলে এস,এম,এস করে জানাবে। যদি এমন কোন সিস্টেম থাকে তাহলে আবশ্যই জানাবে। যা এমন কোন উপায় আছে যে, আমার কম্পিউটার অন করে আমি ডিসটপ থেকে জানতে পারব যে, আমার মেইলে নতুন মেইল আসছে। দয়া করে এমন কোন উপায় থাকলে আমাকে অবশ্যই মেইল করবে। ইতি লাজু।

  10. মেহেদী ভাই আপনি আমার একটি প্রশ্নের উত্তর দিলেন না।
    আমার প্রশ্ন হচ্ছে।
    মেহেদী ভাই মেইলে এমন কি কোন সিস্টেম আছে যে, আমার মেইলে নতুন কোন মেইল আসলে আমার মোবাইলে এস,এম,এস করে জানাবে। যদি এমন কোন সিস্টেম থাকে তাহলে আবশ্যই জানাবে। বা এমন কোন উপায় আছে যে, আমার কম্পিউটার অন করে আমি ডিসটপ থেকে জানতে পারব যে, আমার মেইলে নতুন মেইল আসছে। দয়া করে এমন কোন উপায় থাকলে আমাকে অবশ্যই মেইল করবে। ইতি লাজু।

      1. মেহেদী ভাই গুগল নটিফিকেশনার বা গুগল টক কোথায পাব। দয়া করে লিংটি যদি দিতেন আমি চেষ্ট করে দেখি।
        ইতি লাজু

  11. মেহেদী ভাই আমার একটি gmail একাউন্ট-এ send হচ্ছে কিন্তু recevid হচ্ছে না। আমি সমস্যাটা বুঝতে পারছি না। দয়া করে সমস্যাটা দেখবেন। আমার মেইল নাম্বার [email protected]

  12. মেহেদী আকরাম ভাই, সালাম নিবেন, আপনি কেমন আছেন। আমার কম্পিউটারে সিডি Rom নষ্ট। আমি কি সিডি Rom ছাড়া C ড্রাইভ ফরমেট করে নতুন করে ‌উইন্ডোজ সেটআপ দিতে পারব? আমি বায়োস এ গিয়ে রিমোভএবল ডিস্ক ফাষ্ট বুথ করে পেনড্রাইভের মাধ্যমে উইন্ডোজ দেওয়ার চেষ্টা করেছি কিন্তু পারিনি? এখন আমি কি করতে পারি? জানালে কৃতার্থ থাকব।

  13. Firefox-এ ব্রাউজ করার সময়– The connection to the server was reset while the page was loading.– এই Alert Message-টি দেখায়। এই বিরক্তিকর Message থেকে পরিত্রাণের উপায় জানালে উপকৃত হব।

  14. মেহেদী আকরাম ভাই,
    আসসালামু আলাইকুম’ আশা করি ভাল আছেন। ইংরেজি টাইপিং মাষ্টারের মত বাংলা টাইপিং মাষ্টার আছে কি? আর থাকলে কোথায় পাব?

  15. আমার চায়না মোবাইল। নাম সিমফোনী মডেল টি৬০আই। আমার সমস্যা হল বাংলা ভাষার ই বুক এই মোবাইলে পড়া যাচ্ছে না। অক্ষরগুলো প্রশ্নবোধক অথবা বক্স আকৃতির দেখা যায়। এই সমস্যার সমাধান যদি যানা থাকে তবে আশা করি নিশ্চয় জানাবেন।

  16. মেহেদী ভাই ছালাম নিবেন আশা করি ভাল আছে। আমার একটা কথা জানার খুব ইচ্ছা। সেটা হচ্ছে আমি কি বিনামুল্যে আমার yahoo মেইলে আসা মেইল gmail এ ট্যান্সেফার করতে পারি। মানে আমার yahoo মেইলে আসা মেইল অটোম্যাটিক ভাবে আমার gmail একাউন্ট এ ট্যান্সেফার হবে। আমি gmail একাউন্ট খুলে yahoo মেইল দেখতে পারি। যদি থাকে অবশ্যই জানাবেন।
    ইতি
    লাজু (লিটু আনাম)

Leave a Reply to Tony SahaCancel reply

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস