সমস্যা ও সমাধান

এখানে আমরা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরবো এবং সমাধানের চেষ্টা করবো। অনেকটা প্রশ্ন উত্তর পর্বের মত। যে কেউ প্রশ্ন করতে পারবেন এবং যে কেউ তার উত্তরও দিতে পারবেন।

১,৪৯৯ Comments on "সমস্যা ও সমাধান"

  1. মেহেদী ভাই, কেমন আছেন, আশা করি ভাল।
    আমি ইন্টারনেট থেকে কোন ফাইল দ্রুত ডাউনলোড করতে কি সফওয়্যার ব্যবহার করতে পারি। টিপসটি দিলে খুবই উপকৃত হব।

  2. আস্সালামুআলাইকুম ভাই,
    ভাই আমি আমার পিসিতে এম.এস ওয়ার্ড-এ কিছু ফাইল ৫ওয়ার্ড দিয়ে রেখেছিলাম।কিন্তু এখন আমি আমার ৫ওয়ার্ড ভুলে গেছি।দয়া কেরে আমাকে বলবেন কি, কিভাবে আমি এই সমস্যার সমাধান করবো।উল্লেখ আমার ৫ওয়ার্ড কত ডিজিটের তাও আমি ভুলে গেছি। এই ৫ওয়ার্ড দেওয়া ফাইল গুলো আমার ২দিনের মধ্যে খুবই প্রয়োজন।

    1. http://www.elcomsoft.com/aopr.html এই সফটওয়্যার দ্বারা চেষ্টা করে দেখুন। ট্রাইল এই সফটওয়্যার দ্বারা ৪ডিজিট পর্যন্ত পাসওয়ার্ড উদ্ধার করা যাবে।
      পাসওয়ার্ড ৪ ডিজিটের বেশি হলে সফটওয়্যার কিনে ব্যবহার করতে হবে।

  3. মেহেদী ভাই,
    সালাম নিবেন, আশা করি ভাল আছেন । আমার Computer a নতুন করে আবার Antivirus system pro এসেছ কম্পিউটারে কোন ফাইল অপেন করতে পারছি না Remove Fake antivirus দিয়ে Scan করেছি কিন্তূ কোন কাজ হচ্ছে না।এবং All time this message আসছে Security Warning (Application cannot be executed. The file ytbb.exe infected. Do you want to activate your antiviruse software now?)

    Antivirus system Pro Demo কোথায় গিয়ে Delete করবো জানাবেন ভাই এবং অনেক Web site Automatic open হতেছে যার কারনে কোন কিছু পড়তে বা লিখতে পারছি না ।

    See my attached File.

    Mollik
    USA

    1. স্টার্টআপের প্রোগ্রামগুলোর থেকে (যে যে ম্যাসেজ আসছে সেগুলো থাকলে) বাদ দিয়ে দিন।

      Run>msconfig>Startup ট্যাব> যা যা চেক করা আছে সেগুলো কম্পিউটার চালু হবার সময় চালু হয়।

  4. মেহেদি ভাই, আসসালামুআলাইকুম, বায়োসের পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে তা ফেরত পাওয়া যাবে? মাদারবোর্ডের ব্যাটারি খুলে নাকি পাসওয়ার্ড রিমুভ করা যায় কিন্তু আমি হার্ডওয়্যারে দক্ষ নই বলে অন্য কোন উপায় থাকলে বলবেন কি? ধন্যবাদ।

  5. মেহেদী ভাই,
    আমার কম্পিউটারের একটি সমস্যা দেখা দিয়েছে। তা হলো আমার কম্পিউটার অল্প লোড পরলে হ্যাং হয়ে যায়। তারপর আমাকে রিস্টার বাটন চেয়ে ওপেন করতে হয়। কি কারনে হ্যাং করে তা জানালে খুবই উপকৃত হতাম। আমার মাদার বোর্ড- আসুস-৯৪৫, ড়্যাম-১ গিগা, প্রসেসর- ২.০০ ডুয়েলকোর।

      1. খলিলুর রহমান ভাইকে বলছি,
        আপনি সম্ভবত আমার প্রশ্নটি বুঝতে পারেননি। আমি মেহেদী ভাইয়ের কাছে যে প্রশ্নটি করেছিলাম তা দেখলে হয়ত বুঝতে পারবেন। আপনি মেহেদী ভাইকে করা আমার ২৯৩নং প্রশ্নটি দেখুন । ধন্যবাদ উত্তর দেওয়ার জন্য ।

  6. মেহেদী ভাই,
    সালাম নিবেন, আশা করি ভাল আছেন । আমার Computer a Desktop Property তে গিয়ে ডেক্সটপ সেট করতে পারছি না । Desktop এর কোন ফাইলে ক্লিক করলে সিলেক্ট হয় না বা কোন ম্যাসেছ শো করেনা । কোন সমাধান থাকলে জানাবেন ভাই।

    See my attached File

    ধন্যবান্তে,
    মল্লিক ।

  7. মেহেদী ভাই
    আমি পাওয়ার ডিভিডি V7 ট্রয়াল ভারশন ব্যবহার করছি কিন্তু আমার কাছে কোন CD Key নাই তাই ব্যবহার করার সময় বার বার ঝামেলা করছে যদি এটির কোন সমাধান দেন তাহলে উপকৃত হব।

  8. মেহেদী আকরাম ভাই, ঈদ মোবারক। আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন। আমি নেট থেকে Heron boot cd টি ডাউনলোড করেছি। এখন আমি সিডিতে কিভাবে রাইট করব। Data cd হিসাবে না অন্য ফরমেটে। জানাবেন কি?

  9. মেহেদী ভাই,
    সালাম নিবেন, আশা করি ভাল আছেন । Message টা আবার লিখলাম আমার Computer a Desktop Property তে গিয়ে ডেক্সটপ সেট করতে পারছি না । Desktop এর কোন ফাইলে ক্লিক করলে সিলেক্ট হয় না বা কোন ম্যাসেছ শো করেনা । অন্য কোন সমাধান থাকলে জানাবেন ভাই।
    পদ্ধতি ১: নিচের কোড নোটপ্যাডে লিখে ChangingWallPaper.reg নামে সেভ করেছি এবং সেভ করা ফাইলটি কোথায় গিয়ে চালু করবো । আমি বুঝতে পারছি না ।
    Windows Registry Editor Version 5.00
    [HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows\CurrentVersion\policies\ActiveDesktop]
    “NoChangingWallPaper”=dword:00000000
    পদ্ধতি ২: রানে গিয়ে gpedit.msc লিখে এন্টার করলে ম্যাসেজ আসে Windows cann’t find gpedit.msc

    Mollik

  10. মেহেদী ভাই, ঈদ মোবারক। আমি সিডি কিভাবে রাইট করলে বুথ হিসাবে পাবে। বুথ সিডি রাইট করার জন্য কি কোন Softwere আছে থাকলে জানাবেন। ধন্যবাদ।

  11. আমি একটা সদস্যার মধ্যে আছি যেদি কেউ সমাধান করে দেন তবে খুব উপকৃত হব
    সমস্যাটা হচ্ছে ব্লুটেথ এর মাধ্যমে মোবাইল থেকে কম্পিউটারে ছবি পাঠান।

    1. আপনি ব্লুটেথ এর মাধ্যম ছাড়া ক্যাবল দ্বারা ছবি কম্পিউটারের প্রেরণ করতে পারনে। তাছাড়া আপনি ব্লুটেথ ক্যাবল কিনে তার সফটওয়্যার কম্পিউটার লোড করে ছবি প্রেরণ করতে পারেন।

Leave a Reply to jasim rayhanCancel reply

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস