সমস্যা ও সমাধান

এখানে আমরা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরবো এবং সমাধানের চেষ্টা করবো। অনেকটা প্রশ্ন উত্তর পর্বের মত। যে কেউ প্রশ্ন করতে পারবেন এবং যে কেউ তার উত্তরও দিতে পারবেন।

১,৪৯৯ Comments on "সমস্যা ও সমাধান"

  1. ভাইয়া,
    কেমন আছেন।অনেক দিন হলো অফিস এর বাস্ততার কারনে লেখা লেখি করতে পারছি না।আপনি ভাল আছেন তো?

    ভাইয়া আমি একটা drivercure নামের এক টা software এর সাহায্য নিয়ে scane করার পর দেখায়

    outdated the version under as follows:

    1. Realtek High Definition Audio Driver 6.0.1.5789 (Installed version-5.10.0.5324)

    &

    2. REALTEK GbE & FE Ethernet PCI NIC Driver 1.23 (Installed version-1.05).

    ভাইয়া এখন কি আমি উপরের সফটওয়্যার গুলো download করবো?
    যদি করি তবে আগের গুলো কি uninstall করে normally যেভাবে করি সেভাবে latest version install করলে,এতে কোন সমস্যা হবে না কি?

    আমার কম্পিউটার ভারসন – Windows XP (service pac 3),processor Genuine Intel(R) CPU [email protected] GHz.

    pls ভাইয়া কষ্ট করে একটু বিস্তারিত জানাবেন, তাড়াতাড়ি ভাইয়া।

    নাজমুল

  2. মেহেদী ভাই,
    সালাম নিবেন। ভাই আমার সমস্যা হলো আমি আমি ২০০০ সার্ভার এর মিরর সার্ভার বানাতে চাই। যাতে কোন কারনে আমার সার্ভার বন্ধ হলে যেন মিরর সার্ভার দিয়ে কাজ চালাতে পারি for the certain time.

    Hopefully you will help me to create server mirror.

    Thank you.

    Masum

  3. আসসলামু আলাইকুম
    মেহেদী ভাইয়া কেমন আছেন।
    আশা রাখি আপনী থাকেন।
    ভাইয়া আমি জানতে একটি কম্পিউটার গুরুত্বপূর্ণ ডিভাইস হইল হার্ডডিস্ক। আর একটি হার্ডডিস্কের মধ্যে কি কি নষ্ট হতে পারে এবং কিকি রয়েছে এর ভিতরে। সাধারণত ভাবে হার্ডডিস্কের মধ্যে কি সমস্যা দেখা দেয়। ভাইয়া জানাবেন পিলিস। যেহেতু আমি একজন কম্পিউটার হার্ডওয়ার ইজ্ঞিনিয়ার হতে চাই। আল্রাহ হাফেজ মেহেদী ভাইয়া।

  4. মেহেদী সালাম নিবেন আমার কম্পিউটারে একের অধিক মাইক্রোসফট ফাইল নিয়ে কাজ করলে নিচের ম্যাসেস টি দেখায়
    Microsoft Word has encountered a problem and needs to close. We are sorry for the inconvenience.

    Please tell Microsoft about this problem.

    sent Error Report Don’t Sent এই ম্যাসেস এসে মাইক্রোসফট ফাইলটি চলে যায়। এবং যত বার আমি ওপেন করি ততবার এই একই ম্যাসেস আসে। এর থেকে মুক্তি পাওয়ার কোন পথ থাকলে দয়া করে জানিয়ে ধন্য করবেন। আল্লাহ আপনার দীর্ঘ জীবি করুন।

    1. Run>msconfig>Startup ট্যাব> যা যা চেক করা আছে সেগুলো কম্পিউটার চালু হবার সময় চালু হয়।
      স্টার্ট আপে অপ্রয়োজনীয় কিছু থাকলে তা বাদ দিন। আর ভাল একটা এন্টিভাইরাস ইনস্টল করে সম্পূর্ণ কম্পিউটার স্ক্যান করুন।

  5. ভাইয়া কেমন আছেন ? আশা করি ভাল আছেন। আমরা অনেক ৪ গিগ‍া ডিভিডি তে এক সাথে ৬ট‍া ছবি দেখি। আপনি কি জানাবেন ‍তারা এটা কোন সফটওয়ার দ্বারা করে?

  6. মেহেদী ভাই,
    ঈদ মোবারক,
    সালাম নিবেন, আশা করি আল্লাহর রহমতে ভালই আছেন । আমার Computer এ বর্তমানে বন্ধ হতে অনেক সময় নিতেছে।
    আপনার দেয়া সমকালর্দপন থেকে Quick turn off & Reboot 3 time download করেছি কিন্তূ প্রতিবার Quick reboot download হয় । কিভাবে অতি তাড়াতড়ি কম্পিউটার বন্ধ করতে পারবো কোন System থাকলে জানাবেন ভাই।

    ধন্যবান্তে,
    মল্লিক।

    1. প্রথমে স্টার্ট মেনু থেকে রানে যান। তারপর সেখানে regedit টাইপ করুন। একটি নতুন উইন্ডো ওপেন হবে।
      এরপর সেখান থেকে HKEL_LOCAL_MACHINE/ SYSTEM/ CurrentControlSet/ Control/ Session Manager/ Memory Management এ যান। এরপর PrefetchParamenters সিলেক্ট করুন। পাশে বেশ কিছু ফাইলের মতো দেখতে পাবেন। এখন সেখান থেকে EnablePrefetch এ ডাবল কিক করুন। এরপর BASE থেকে Decimal সিলেক্ট করুন। এরপর Value Date তে ০ টাইপ করুন। এবার Registry Editor Close করুন। এবার আপনার কম্পিউটার রিস্টার্ট করুন। এবার দেখুন আপনার কম্পিউটার অনেক দ্রুত বুট হচ্ছে।
      পরিশেষ: আশা করি এটা করার পর আপনার কম্পিউটার আগের তুলনায় যেমন অনেক দ্রুত বুট হবে। তেমনি, আপনার কম্পিউটারটি অনেক দ্রুততরও হবে।

    1. আমি আপনার সমস্যা বুঝতে পেরেছি। আপনার ডাউনলোড স্পিড খুব স্লো। আপনি যদি এই http://www.speedbit.com/ ঠিকানা থেকে Download Accelerator softwer টি ডাউনলোড করেন তা হলে আপনার সমস্যার সমাধান হবে বলে মনে করি। Email- [email protected]

  7. আসসলামু আলাইকুম, আমার কম্পিউটার ১ঘন্টার মতো চলার পরে মনিটরে রেক রেক সাদা কালো দাগ হয়ে কালো হয়ে যায়। কিন্তু পিসি ঠিকই চলে, এবং টিমভীউয়ার দিয়ে অন্য কম্পিউটারে আমার কম্পিউটারের ডিস্কটপ শো হয় এবং আমার কম্পিউটারে কাজ করা যায়। কম্পিউটার বন্ধ করে চালালেও মনিটরে কিছু আসেনা। যদি ৫/৬ ঘন্টা পরে চালাই আবার ১ঘন্টার কাছাকাছি চলে। এই সমস্যা থেকে কিভাবে মুক্তি পেতে পারি?

    1. আপনি আপনার মনিটরটি অন্য আর একটি কম্পিউটারে লাগাইয়া দেখেন। যদি মনিটরে একই সমস্যা করে তাহলে বুঝা যাবে যে, আপনার মনিটরের সমস্যা আছে। আর যদি ভাল চলে তাহলে বুঝা যাবে যে, আপনার সিস্টেম এ সমস্যা আছে।

      1. এই সমস্যাটা সিস্টেম থেকে মনিটরের ভিডিও ক্যাবল এর জন্যে হতে পারে কি? আমার আগের ক্যাবলের মাথা গুলো আটা আটা হয়ে নষ্ট হয়ে গেছিলো। তাই নতুন ক্যাবল লাগিয়েছি। এবং সিস্টেমের বিতরটা পরিস্কার করিয়েছিলাম , হয়তো বিজিএ কার্ড এ কোন সমস্যা হতে পারে নাকি? আসলে হাতের কাছে আর একটি কম্পিউটার নেই।

  8. মেহেদী ভাই,
    আমি কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে ভিডিও, এমপি৩ গান বাজাবো।
    অনুগ্রহক পূর্বক করে জানাবেন…………………………………..

  9. মেহেদী ভাই
    সালাম নিবেন।
    কেমন আছেন? আমি তুরান, আপনার কাছ থেকে পূর্বে উপকৃত হয়েছি বিভিন্নভাবে। যাহোক ভাইয়া আমি একটি সাব-ডোমেইন ওয়েবসাইট এ্যাকাউন্ট খুলেছি কিন্তু সেখানে সিপ্যাণেল এর মাধ্যমে কাজ করতে হবে এবং এফটিপি সফটওয়্যার দ্বারা সাইট আপডেট করতে হবে যা আমার মোটেই জানা নেই। তাই আপনার স্বরনাপন্ন হলাম। আশাকরি আপনি পূর্বের মতই আমাকে সাহায্য করবেন্।
    আপনি যদি সিপ্যাণেল ব্যবহারবিধি বিষয়ক কোন তথ্য লিখেণ এবং কিভাবে এফটিপি এর সাহায্যে ওয়েবসাইট আপডেট করবো তা জানান তবে বিশেষভাবে উপকৃত হবো।
    আশাকরি ছোট ভাইয়ের এই বিষয়টিতে আপনার সাহায্যর হাত প্রসারিত হবে।
    সবসময় আপনার মঙ্গল কামনায়
    তুরান
    সাতক্ষীরা।
    [email protected]

  10. মেহেদী আকরাম ভাই, আসসলামু আলাইকুম, যখন নতুন নতুন নেট ব্যবহার করি তখন অনেক ওয়েব সাইটে রেজিষ্ট্রেশন করে পেলতাম এবং ওইসব ওয়েব থেকে মেইল আসা শুরু করে। আমার ইয়াহু একাউন্ট এই ভাবে অনেক ওয়েব সাইট থেকে মেইল এসে ইনবক্স পুরে যায়। আমি এই আজে বাজে মেইল গুলো আসা কি ভাবে বন্ধ করতে পারি। যদি দয়াকরে বলেন খুব উপকার হয়।

    1. যেগুলো বন্ধ করতে চান সেগুলোর নিচে unsubscribe now লিংকে ক্লিক করে unsubscribe করতে পারেন।
      এছাড়াও যেসব সাইট থেকে মেইল আসে সেগুলোতে লগইন করে মেইল যাতে না আসে সে ব্যবস্থা করতে পারেন।
      এছাড়াও মেইল ঠিকানাগুলো ব্লক করতেও পারেন।

  11. ভাউইয়া, আমি Nokia 6288 মোবাইল ফোন ব্যবহার করি। কিন্তু সমস্যা হল Internet Connection দরকার হয় এমন কোন এপ্লিকেসন ব্যবহার করতে গেলে বলে Allow network access? তখন Yes করলে বলে Error. Subscribe to packet data fast. কোন ভাবেই আমি ব্যবহার করতে পারলাম না। অপেরা মিনিও ব্যবহার করতে গেলে ্ওকই কথা বলে। অথচ একই Application আমি অন্য আরেকটি নোকিয়াতে ব্যবহার করে দেখেছি সেখানে কোন সমস্য নেই। সমাধান বললে খুব উপকৃত হব।

  12. মেহেদী ভাই,
    সালাম নিবেন, আশা করি আল্লাহর রহমতে ভালই আছেন । আমার Computer on করলে একটা ম্যাসেজ সো করিতেছে ম্যাসেজ টা হলো

    RUNDLL
    Error loading c:\windows\system32\fogiguzu.dll
    The specified module could not be found.

    এইটার জন্য কি করতে পারি জানালে উপকৃত হতাম ভাই।

    ধন্যবান্তে,
    মল্লিক।

  13. মেহেদী ভাই,
    সালাম নিবেন, আশা করি আল্লাহর রহমতে ভালই আছেন । রানে গিয়ে msconfig লিখলে এই ম্যাসেজ আসে,
    (রানে গিয়ে যত কমন্ড লিখি একই ম্যাসেজ আসে,এই জন্য কোন কাজ করতে পারছি না)
    Windows cannot find msconfig, Make sure you typed the name correctly,and then try again. To search for a file,click the start button, and then search.

    অন্য কোথায় গিয়ে মুছার কোন ব্যবস্থা আছে কিনা থাকলে জানাবেন ভাই।

    ধন্যবান্তে,
    মল্লিক।

Leave a Reply to jasim rayhanCancel reply

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস