সমস্যা ও সমাধান

এখানে আমরা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরবো এবং সমাধানের চেষ্টা করবো। অনেকটা প্রশ্ন উত্তর পর্বের মত। যে কেউ প্রশ্ন করতে পারবেন এবং যে কেউ তার উত্তরও দিতে পারবেন।

১,৪৯৯ Comments on "সমস্যা ও সমাধান"

  1. মেহেদী ভাই,
    আমার কাছে . . .
    @ ১ টি 512mb MMC ( নকিয়ার বড় মেমোরি কার্ড ),
    @ Hiren’s Boot CD 10.1 এর ISO File ( 194mb)
    @ ফ্লাশ বুট সফটওয়ার
    আছে। সরাসরি কার্ডের মাধ্যমে উইন্ডোজ চালাতে চাই।
    আমাকে কি কি করতে হবে যদি একটু বলতেন। উপকার হত।

  2. ভাইয়া আমি utorrent থেকে মুভি ডাউনলোড করবো কিভাবে? আগে আমি মিনিনোবা থেকে ডাউনলোড করতাম কিন্তু এখন ডাউনলোড করতে পারিনা।

  3. আসসলামু আলাইকুম
    ভাইয়া
    আমার ডিভিডি রুম আছে কিন্তু ডিভিডিতে রাইট হয় এবং ভিসিডি ক্যাসেট সফটওয়্যার চলে কিন্তু ডিভিডি কোন ক্যাসেট বা সফটওয়্ার চলে না। এর সমস্যা কোনটি হতে পারের দয়া করে কি বলবেন। হাল্লাহ হাফেজ। জমির ফেনী পরশুরাম থেকে।

  4. আচ্ছা ভাইয়া http://www.—-.tk এর ডোমেইন বনাতে হলে কোন সাইটে যেতে হবে একটু বলবেন আর ভাইয়া আপনার পছন্দ এমন কোন ফ্রী ডোমেইন বানানোর ওয়েব সাইট আছে থাকলে দয়া করে বলবেন প্লিজ।

  5. আসসলামু আলাইকুম ভাইয়া!!
    চরি ভাইয়া দিস্টাব করতে ছি বার বার।।।
    আমি বুঝাতে চেয়ে ছিলাম। আমার কম্পিউটারের মধ্যে ডিভিডি রুম আছে এই ডিভিডি রুমে (সিডি ক্যাসেট, ভিসিটি ক্যাসেট এবং সিডি,ভিসিডি সফ্টওয়ার চলে বা পড়তে পারে) কিন্তু ভাইয়া আমার ডিভিডি রুমে সমস্যা হলো কোন ডিভিডি ক্যাসেট বা ডিভিডি সফ্টওয়ার চলে না পড়তে পাড়েনা। এই টার সমাধানের জন্য আমাকে কি করতে হবে। হাল্লাহ হাফেজ ।

  6. আমার অফিসের কয়েকটা পিসিতে এই সমস্যা দেখা দিচ্ছে। ওয়ার্ডের ডকুমেন্ট খুলতে গেলেই ডায়লগ বক্স আসে “Microsoft word needs a converter to display this file correctly. This feature is not currently installed. Would you like to install it now?” তারপর সিডি দেয়ার পর ফাইল ওপেন হয়, কিন্ত কোন লেখা আর দেখায় না। সবই উল্টা পাল্টা দেখায়। অফিস এক্সপি রি-ইনস্টল করে দেখেছি, ফাইল অন্য পিসিতে কপি করে দেখেছি। কিন্ত কিছুই হয়না। উইন্ডোজ ও রি-ইনস্টল দেখেছি। মনে হয় যেন ভার্সন কনফ্লিট। কিন্তু মোটামোটি অফিস ২০০০ থেকে শুরু করে ২০০৭ পর্যন্তু সব ভার্সন ইনস্টল করে দেখেছি। আছে কোন উপায় ফাইলগুলো রিকভার করার?

      1. আসসালামু আলাইকুম
        ভাই আপনাদের এত সুন্দর প্রেগ্রাম দেখে আর বসে থাকতে পারলাম না। নিজেই নিজেই আনন্দিত হলাম শেয়ার করার মত কেউ নাই, কার আমি ডুবাই প্রবাসি।
        আমার প্রশ্ন- আমার মনিটর টা একটু সমস্যা করতাছে আর তা হল–যখন আমি পাওয়ার চুইচ ওফ করিদি এবং পুনরায় স্টার্ট করার সময় মনিটর টা ওপেন হতে ১০ থেকে ২০ মিনিট সময় লাগে দয়া করে আমাকে এর একটি সঠিক সমাধা দিবেন আমার ইমেইলে [email protected]

  7. মেহেদী ভাই আসসালামু আলাইকুম।
    ভাইয়া আমি বুঝাতে চেয়ে ছিলাম আমার ডিভিডি রুমে ডিভিডি ক্যাসেট চলে না কিন্তু সিডি ক্যাসেট এবং ভিসিডি ক্যাসেট চলে এখন ভাইয়া আমি এই ডিভিডি রুমে সমস্যা সমাধানের জন্য কি করতে পারি।
    আর একটি সমস্যা হলো আমার একটি পিসিতে কিছুক্ষণ চলার পর অথ্যাৎ হলাত করে ১০/৩০/৬০মিনিট পর অটোমেটিক বন্ধ হয়ে যায়। কিন্তু আবার চালো করতে হলে পাওয়ার ক্যাবল খোলে আবার লাগালে ১০/৩০/৬০মিনিট পর্যন্ত চলে আবার হঠাত করে বন্ধ হয়ে যায়। এবং কি রেম, হার্ডডিক্স, মার্দার বোর্ড সব পার্টস গুলো আবার লাগিয়ে দেখিছি। এবং কি আমি কম্পিউটার সেটাপ দিয়ে দেখেছি কিন্তু তাহা ও কাজ হয়নি। এবং বায়োছে ও কিছুক্ষণ ঘাটাগাটি করছি কিন্তু তাহা কাজ হয়নি ভাইয়া আমি এই সমস্যার জন্য আমি কি করতে পারি। (জহির) …………………

    1. ডিভিডি রমের লেজারে সমস্যা হতে পারে। লেজার ক্লিনার দ্বারা পরিস্কার করে দেখতে পারেন।
      পিসি বন্ধ হবার কারণ মনে হচ্ছে পাওয়ার সাপ্লায়ের। অন্য একটা পাওয়ার সাপ্লাই লাগিয়ে দেখতে পারেন।

  8. মেহেদী ভাই আমি এবার ষষ্ঠ শ্রেণী থেকে সপ্তম শ্রেণীতে উঠেছি আপনি এমন কোন সাইটের লিংক দিতে পারবেন যাতে আমি অনলাইনে সপ্তম শ্রেণীর সকল বিষয়ের পাঠ্য বই এবং গাইড বই পেতে পারি এবটু কষ্ট করে দেখবেন এটা আমার খুব দরকার আমি আসলে বেসিরভাগ কম্প্উটারে থাকিতো তাই কম্পিউটারে পাঠ্য ও গাইড বই পড়তে চাইলাম একটু কষ্ট করে দেখবেন প্লিজ

  9. আসসালামু আলাইকুম
    ভাইয়া আমার কাছে ইংরেজী থেকে আরবী এবং আরবী থেকে ইংরেজী অনুবাদ করার ওয়েব সাইট আছে কিন্তু ভাইয়া আমি যাচ্ছি ছিলাম বাংলা থেকে ইংরজী এবং ইংরেজী থেকে বাংলা অনুবাদ করার কোন কি ওয়েব সাইট আছে যদি থাকে প্লিজ ভাইয়া লিংটা আমাকে দিলে অপুকৃত হব। আল্লাহ হাফেজ ভাল থাকেন। সব সময়।
    জহির পরশুরাম, ফেনী।

    1. আচ্ছা আমি চেষ্টা করছি আগে আপনি আমাকে ইংরেজী থেকে আরবী এবং আরবী থেকে ইংরেজী অনুবাদ করার ওয়েব সাইট এর লিংকটা দিন দেখি আমি চেষ্টা করব কারন আমারও দরকার ।

  10. ভাইয়া কেমন আছেন? আমি তুরান…. নিশ্চয় চিনতে পেরেছেন। আমার একটি সমস্যা হচ্ছে
    আমি আমার পিসি তে Cambridge Advanced Learner’s Dictionary – 2nd edition ইনস্টল করেছি কিন্তু যখনি সফটওয্যারটি চালাতে যাচ্ছি তখনি শুরুতেই “Quick time plug-in requires the quick time system extension version 5 or later” আর এটি না থাকার ফলে আমি কোন Word Sound Play করতে পারছিনা। কিন্তু আমি অনেক খোজাখুজি করেও এই সমস্যার সমাধান পেলাম না। আর তাই আপনার কাছে এলাম। আশাকরি আপনি আমার এই সমস্যার সমাধান অতি দ্রুততার সাথে সমাধান করতে সক্ষম হবেন।

    ধন্যবাদ আপনাকে
    তুরান
    সাতক্ষীরা।

      1. ধন্যবাদ
        ভাইয়া আপনাকে। আমি আপনার কথামতো সফটওয়্যারটি ডাউনলোড করে ইনস্টল করেছি কিন্তু সেই আগের মতোই ম্যাসজে দেখাচ্ছে।
        এখন এই সমস্যা থেকে পরিত্রানের কোন উপায় আছে কি?

        তুরান
        সাতক্ষীরা।

  11. মনটা খুব খারাপ আমি ক্লাস সেভেনে পড়ি দেখে আপনি আমার কথার কোন উত্তর দিচ্ছেন না। এমনকি পড়াশোনার বিষয়েও না(মেহেদী ভাই আমি এবার ষষ্ঠ শ্রেণী থেকে সপ্তম শ্রেণীতে উঠেছি আপনি এমন কোন সাইটের লিংক দিতে পারবেন যাতে আমি অনলাইনে সপ্তম শ্রেণীর সকল বিষয়ের পাঠ্য বই এবং গাইড বই পেতে পারি এবটু কষ্ট করে দেখবেন এটা আমার খুব দরকার আমি আসলে বেসিরভাগ কম্প্উটারে থাকিতো তাই কম্পিউটারে পাঠ্য ও গাইড বই পড়তে চাইলাম একটু কষ্ট করে দেখবেন প্লিজ)

  12. মেহেদী ভাই,
    সালাম নিবেন, আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমার এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটার এ এমএস অফিস Instal করতে চাই। কোথায় গিয়ে কপি করে সিডিতে রাইট করলে অন্য কম্পিউটারে Instal করতে পারবো । আমি Fs DVD SOFT free studio disc burn দ্বারা program file থেকে MS-Office Burn করেছি সিডিতে কিন্ত কাজ হচ্ছে না।

    ধন্যবান্তে,
    মল্লিক ।

    1. পোর্টেবল MS-Office হলে কাজ হবে, অন্যথায় কাজ হবে না।
      আপনি চাইলে উইন্ডোজসহ অফিস বা অনান্য সকল সফটওয়্যার একসাথে কয়েকে মিনিটে ইনস্টল করতে পারেন।
      http://www.shamokaldarpon.com/?p=1970

  13. মেহেদী ভাই আপনাকে বার বার বিরক্ত করার জন্য দু্:ক্ষিত। ভইয়া আমি windows vista তে দুইজন user তৈরি করেছি। কিন্ত এখন আমি একজন user কে Delet দিতে চাচ্ছি কিন্ত পারছি না। আমি কি ভাবে তা করতে পারব আপনি যদি বলে দিতেন তাহলে উপর্কিত হতাম।

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস