সমস্যা ও সমাধান

এখানে আমরা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরবো এবং সমাধানের চেষ্টা করবো। অনেকটা প্রশ্ন উত্তর পর্বের মত। যে কেউ প্রশ্ন করতে পারবেন এবং যে কেউ তার উত্তরও দিতে পারবেন।

১,৪৯৯ Comments on "সমস্যা ও সমাধান"

      1. ভাইয়া আমি দু:খিত বার বার এই প্রশ্ন করার জন্য।আমি কিন্তু হার্ডডিক্রে কপি করে তারপর Nero-7 দিয়ে কয়েক বার কয়েকটি Blanck CD তে save করা xp file টি write করেছি writing proparly হয়েছে কিন্ত যখন CD লাগিয়ে কম্পিউটার রিস্টাট করি তখন prass any key চায় না।

  1. প্রথমেই দু:খ প্রকাশ করছি বারবার আপনাকে ডিস্টার্ব করার জন্য।
    আমি একটি ওয়েবসাইটে কাজ করছি তাতো আপনাকে আগেই বলেছি। যদি সময় হয় তাহলে দয়া করে সাইটটি একবার দেখে আসবেন।
    আপনার মন্তব্য ও পরামর্শ আশা করছি।
    সমস্যাটি হলো আমি ওয়েব পেজ মেকার দিয়ে এই সাইটটি তৈরী করেছি কিন্তু পর্যাপ্ত পরিমাণে অদক্ষতার প্রমাণ হয়তো আমি রেখেছি কারন ওয়েব সাইট তৈরীর ওপর কোন প্রফেশনাল ট্রেনিং আমার নেই। তাই নিজ গুণে ও জ্ঞানে আমাকে ক্ষমা করবেন।
    আমি বর্তমানে এই ওয়েব সাইটটিতে বাংলায় লিখতে চাই ইউনিকোড দ্বারা কিন্তু ওয়েব পেজ মেকার এ ইউনিকোড দ্বারা লিখতে পারছিন।
    তাই খুব সমস্যা হচ্ছে। আমি আপনার কথামতো ইউনিকোড কনভার্টার ডাউনলোড করেছি এবং ফন্ট কনভার্ট করে ওয়েব পেজ মেকার এ পেস্ট করলে তা ” ????????????????????? ” এই রকম চিহ্ন দেখাচ্ছে। আমি কোনভাবেই তা বাংলায় লিখতে পারছিনা। তাছাড়া যদি অন্য কোন ওয়েবসাইট এ মন্তব্য করতে চাই অভ্র দ্বারা তাহলে ফন্ট সাইজ খুবই ছোট দেখা যায়।
    দয়া করে আমাকে এই বিশাল সমস্যা থেকে মুক্ত হওয়ার উপায় জানাবেন।
    আমি আপনার সাহায্যর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।
    ভালো থাকবেন।

    তুরান
    সাতক্ষীরা।

  2. মেহেদী ভাই,
    আমি কি ভাবে জানতে পারবো , আমি যে WINDOW চালাতেছি তা কি WINDOW 32 BIT নাকি WINDOW 64 BIT .দয়া করে জানাবেন কী?

  3. মেহেদী ভাই,
    আমি কি ভাবে জানতে পারবো , আমি যে WINDOW চালাতেছি তা কি WINDOW 32 BIT নাকি WINDOW 64 BIT . দয়া করে জানাবেন কী

  4. মেহেদী ভাই সালাম নিবেন,
    আমার পিক্সমা আইপি ১৩০০ প্রিন্টার প্রিন্ট হচ্ছে না।
    ম্যাসেজ আসছে – Service Error- 5100
    Plz Contract the Service Center
    এবং নিচের লাল লাইট জ্বলতেই থাকে। কোন প্রিন্ট হচ্ছে না। এই মুহুর্তে কি করতে পারি তা জানাবেন।

  5. ভাই,
    আমার Download Spreed 18kb/s ~ 28kb/s থাকে। কিন্তু Page to Page ব্রাউজিং Spreed মাএ 3kb/s ~ 5kb/s। এক পেজ হতে অন্য পেজ এ যেতে অনেক সময় লাগে। Firefox 3.5.3 ও Internet Download Manager ও Gp Internet ব্যাবহার করি। সাহাজ্য চাই।

  6. মেহেদি ভাই,
    আমি হিরেন বুট সিডি সিডিতে রাইট করেছি। কিন্তু তা দিয়ে বুট করতে পারছিনা। প্লিজ ভাইয়া আমাকে বুট করার পদ্ধতিটি জানালে বিশেষ ভাবে কৃতজ্ঞ হব।
    রাসেল

    1. উইনপিপিএফ দ্বারা পিডিএফ তৈরী করতে পারেন। http://www.shamokaldarpon.com/?p=305
      এক্রোবেট ইনস্টল করা থাকলে পিডিএফ প্রিন্টার থাকে। তার দ্বারা পিডিএফ তৈরী করা যায়।
      পিপিএফ সংক্রান্ত সকল পোম্ট পাবেন http://www.shamokaldarpon.com/?tag=pdf এই ট্যাগে।

  7. আসসালাম আলাইকুম
    ভাইয়া আমি সাধারণত জিম্ইল বা ইহাহুতে মেইল করার সময় একটি একটি করে এটাচ করি একটি ফাইট বা একটি ছবি। কিন্ত আমি চাই একটি পুরা ফলডার সহ মেইল করতে এবং কিভাবে মেইল করার যায়, ফলডার সহ দয়া করে বলবেন।

    আর ভাইয়া আমি চাই একটি ওয়েব সাইট তৈরী করতে বাংলাতে বা ইংরেজীতে। এবং আমাকে কিকি সফটওয়্যার প্রয়োজন হবে তৈরী করতে হবে। এবং কি ভাবে তৈরী করতে হবে বলবেন ভাইয়া।

    ওকে
    ভাইয়া ভাল থাকেন সব সময়
    আল্লাহ হাফেজ
    জহির পরশুরাম থেকে।

    1. ফোল্ডার এ্যাটাচ করার কোন সিস্টেম নেই। আপনি ফোল্ডার ZIP করে এ্যটাচ করতে পারেন। এছাড়াও জিমেইলে এ্যডভান্স এ্যাটাচ সক্রিয় করলে একবারে একাধিক ফাইল এ্যাচাসে আনা যায়।
      ড্রিমওভার দিয়ে ওয়েবসাইট তৈরী করা যায়।

  8. Mehedi Bhai

    ” আসসালামু আলাইকুম’। I use a computer with internet connection. Sometime I loss my important data. So eaverdy I want to put all of update document (MS word, MS excel, MS access etc) on my mail. How can I do it without attach. I want to put everything on my mail automatically. Please give me suggestion.
    M Khan

  9. Mehedi Bhai
    আসসালাম আলাইকুম। আমি সাধারণত জিম্ইল বা ইহাহুতে মেইল করার সময় একটি একটি করে এটাচ করি একটি ফাইট বা একটি ছবি। কিন্ত আমি চাই একটি পুরা ফলডার সহ মেইল করতে এবং কিভাবে মেইল করার যায়, ফলডার সহ দয়া করে বলবেন।
    M Khan

    1. আপনি যে ফোল্ডারটি মেইল করতে চান সেটির ওপর মাউচ পয়েন্ট রেখে ডান মাউচ ক্লিক করুন এবং সেন্ট টুতে যান সেখানে কম্পোজ জিপ ফাইলে ক্লিক করুন। দেখবেন জিপ ফাইল তৈরী হয়ে গেছে। এখন জিপ ফোল্ডাটি আপনি মেইল করে পাঠাতে পারবেন। আশা করি উত্তরটি পেয়েছেন। ধন্যবাদ

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস