সমস্যা ও সমাধান

এখানে আমরা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরবো এবং সমাধানের চেষ্টা করবো। অনেকটা প্রশ্ন উত্তর পর্বের মত। যে কেউ প্রশ্ন করতে পারবেন এবং যে কেউ তার উত্তরও দিতে পারবেন।

১,৪৯৯ Comments on "সমস্যা ও সমাধান"

  1. মেহেদী ভাই সালাম নিবেন,
    আমার পিক্সমা আইপি ১৩০০ প্রিন্টার প্রিন্ট হচ্ছে না।
    ম্যাসেজ আসছে – Service Error- 5100
    Plz Contract the Service Center
    এবং নিচের লাল লাইট জ্বলতেই থাকে। কোন প্রিন্ট হচ্ছে না। এই মুহুর্তে কি করতে পারি তা জানাবেন।

  2. আমার Download Spreed 18kb/s ~ 28kb/s থাকে। কিন্তু Page to Page ব্রাউজিং Spreed মাএ 3kb/s ~ 5kb/s। এক পেজ হতে অন্য পেজ এ যেতে অনেক সময় লাগে। Firefox 3.5.3 ও Internet Download Manager ও Gp Internet ব্যাবহার করি। সাহাজ্য চাই।

  3. আসসলামু আলাইকুম
    ভাইয়া ওয়েব পেইজ তৈরী করতে হলে এবং ওয়েব সাইট ডিজাইন করতে হলে কোন কোন সফটওয়্যার কাজ করতে হবে।
    বলনে কি ভাইয়া।

    1. Sir template-er maje Read more name kono word khuje palam na. Ame apnake abar bolci template-er maje read more Code gula automatic daya. Ame choto ki boro ja-e post korina kano read more button-ti thakei. Apni jodi valovabe dekha somadhan den tahole khub bhalo hoi. Ame onek chesta koreci, kinto parini, tai apnar soronaponno holam.

      Donnobad.

  4. মেহেদী ভাই,
    আমি একটা সমস্যায়, আমার সমস্যা লোকাল এরিয়া নেটওয়ার্ক করেছি যাহা উইন্ডোজ ২০০০ সার্ভার বেইজ. কিন্ডু কিছু কম্পিউটারে উইন্ডোজ এক্সপি ব্যবহৃত হচ্ছে। সমস্যা হল যখন উইন্ডোজ এক্সপি থেকে ২০০০ এর কোন কম্পিউটারে সেয়ার চায় বা প্রিন্ট দিতে চায় তখনি ইউজার এন্ড পাসওয়ার্ড চায়। সমাধান দিলে উপকৃত হব।

    ধন্যবাদ

  5. জিমেইলের Labs অপশনটি জনপ্রিয় একটি অপশন। কিন্তু Settings থেকে Labs তো খুজে পাই না। Firefox ব্যাবহার করি। Labs খুজে বের করব কিভাবে একটু কষ্ট জানান।

  6. ভাইয়া,
    কেমন আছেন?অনেক দিন পর লিখলাম।অফিস এর কাজে বাস্ত ছিলাম।খুবই ঝামেলায় পরেছি কম্পিউটার চলতে চলতে মনিটরে কিছু দেখা যায় না কিন্তু মনিটর ও ছিপিউ সব পাওয়ার ঠিক থাকে।মনিটরের পরদা কালো হয়।
    ভাইয়া,আমি ব্যাংক এ চাকরি করছি,কিছু কাজ করতে হয়।আপনি ছাড়া ভরসা করতে পারছি না।

    প্লীজ,তাড়াতাড়ি একটা সমাধান দিবেন,ভাইয়া।

    আল্লাহ হাফেজ

    নাজমুল

  7. মেহেদী ভাই ডেস্কটপের কাজ গুলো ভিডিও হিসেবে রেকর্ড করার জন্য কি সফটওয়্যার ব্যবহার করা যায়। সাথে সাথে সাউন্ড রেকর্ড করতে চাই। এজন্য কি সফটওয়্যার ব্যবহার করব। জানালে খুশি হব

  8. মেহেদী ভাই,
    Windows 7 এর windows Password মুছে ফেলা যায় এমন কোন সফটওয়্যার /ওয়েব সাইট কি আপনার জানা আছে ?
    আমি Windows 7 এর Password ভুলে যাওয়াতে Windows ওপের করতে পারছিনা । আমি চাচ্ছিনা আবার নতুন করে Windows 7 করতে । জানালে খুব খুব উপকার হতো ।

  9. Run command ব্যাবহার করে আমি বিভিন্ন সাইট ব্রাউজ করি।কিন্তু এ সব command…Run থেকে কি ভাবে clear করবো। শুভেচ্ছা সবাইকে।

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস