সমস্যা ও সমাধান

এখানে আমরা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরবো এবং সমাধানের চেষ্টা করবো। অনেকটা প্রশ্ন উত্তর পর্বের মত। যে কেউ প্রশ্ন করতে পারবেন এবং যে কেউ তার উত্তরও দিতে পারবেন।

১,৪৯৯ Comments on "সমস্যা ও সমাধান"

  1. আমি অনেক দিন যাবত আপনার সাইটিতে নিয়মিত ভিউয়ার। মেহেদি ভাই আমার একটা সমস্যা দয়া করে সমাধান দিবেন
    আমি যখন আমার কম্পিউটারে পেন ড্রাইভ প্রবেশ করাই পেনড্রাইভ থেকে কোন ফাইল ডিলিট হয় না। এবং কোন ফাইল
    দেয়া যায় না। দিলে Write Protect Disk দেখায়। সমস্যাটা আমি সমাধান করতে পারছি না।
    দয়া করে যদি সমস্যাটা সমাধান করে দিতেন আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকবি।

  2. আমার পিসি লগইন সময় windows could not start because the following file is missing or corrupt:
    \windows\system\vgaoem.fon
    কিভাবে আমি এর সমধান করতে পারি। ধন্যবাদ সবাইকে।

      1. asdakas ভাই আপনাকে অনেক ধন্যবাদ। আপনার পরামর্শের জন্য। কিন্তু আকাশ ভাই আমারতো উইন্ডোজই ওপেন হচ্ছেনা। তাহলে আমি কি ভারে সিডি রমে সিডি ডুকিয়ে উক্ত ফাইল কপি ও পেস্ট করব। দয়া করে বিস্তারিত জানাবেন কি?

        1. 1. Configure your computer to start from the CD-ROM or DVD-ROM drive. For more information about how to do this, please refer to your computer’s documentation or contact your computer manufacturer.
          2. Insert the Windows XP compact disc into your computer’s CD-ROM or DVD-ROM drive, and then restart your computer.
          3. When the Press any key to boot from CD dialog box is displayed, press a key to start your computer from the Windows XP compact disc.
          4. When the Welcome to Setup screen is displayed, press R to start the Recovery Console.
          5. If you have a dual-boot or multiple-boot system, select the installation that you need to access from the Recovery Console.
          6. When you are prompted, type the Administrator password, and then press ENTER.
          7. At the command prompt, type map, and then press ENTER.

          Note the drive letter assigned to the computer’s CD-ROM or DVD-ROM drive that contains the Windows XP compact disc. It is displayed in a format similar to the following:
          D: \Device\CdRom0
          8. Type the following line, and then press ENTER (where CD-ROM drive is the letter of the CD-ROM or DVD-ROM drive that contains the Windows XP compact disc, and drive is the letter of the drive on which Windows is installed):
          expand CD-ROM drive:\i386\vgaoem.fo_ drive:\windows\system
          For example, type the following:
          expand d:\i386\vgaoem.fo_ c:\windows\system
          Note the underscore character after the “o” in “Vgaoem.fo_”.

          You receive the following message:

          Vgaoem.fo_
          1 file(s) expanded.

          9. Type exit.

          The computer restarts.
          10. Remove the Windows XP compact disc from the computer’s CD-ROM or DVD-ROM drive, and then start the computer normally.

  3. ভাইয়া আমার কম্পিউটারে এভাষ্ট এন্টিভাইরাস ব্যবহার করার পর থেকে, কম্পিউটারের কোন ড্রাইভ ওপেন হচ্ছে না, ম্যাসজে দিচ্ছে, ড্রাইভ একসেস ইজ ডিনেড, আপনার সহযোগিতা কামনা করছি।

    1. আপনার ড্রাইভটি দ্বিতিয় কোন পিসি যুক্ত করুন। যে পিসিতে এন্টিভাইরাস আপডেট আছে। প্রথমে স্ক্যান ও ভাইরাস রিমোভ করুন। তারপর Tools>Folder Option>View থেকে Show hidden files and folders ক্লিক করে চেক এবং Hide protected opereting system files (Recommended) ক্লিক Yes এবং Apply করুন।Explorer দিয়ে আপনার ড্রাইভে একসেস করে Auto run.inf File সাথে অন্যান্য হিডেন ফাইল থাকলে প্রতিটা ড্রাইভ থেকে তা রিমোভ করুন। আশা আপনার সমাধান হবে।

  4. ভাইয়া আমার ডেক্সটপে একটি htm ফাইল কিছুতেই ডিলেট করতে পারছি না। রাইট বাটনে ক্লিক করলে কোন ডিলেট অপসন আসে না.. কি করবো?

  5. মেহিদি ভাই আমি গেমের খুবই ভক্ত । তাই আমি একটা ল্যপটপ কেনার সিদ্ধান্ত নিছি । পিসি কিনে এখানে ব্যবহার করা একটু মুশকিল । তাই ল্যপটপ এই দারশ্ত হলাম । ভাই আপনি আমাকে একটু পরামরস্র দিন যে কি ধরনের কনফিগারশনের ল্যপটপ কিনে গেম খেলে মজা পাব এবং ল্যপটপের প্রারফ্রামেস ও ভালো থাকবে । প্লিজ

    1. তুমি ল্যাপটপটি অবশ্যই p-4 এবং ১ গিগা বা তার উপরে ram আছে কিনা এবং গ্রাফিকস্ adpater nvidia 945 gt বা তার উপরে আছে কি না দেখে নিলেই হবে।

  6. আছসালামু আলাইকুম,
    ভাই জান আমি আমার “টসিবা”লেপটপ ভিসতা তে আমি বিজয় ইনস্টল করতে পারি না এ যাবত যতবার ছেষ্টা করেছি কিন্তু সফল হইতে পারি নাই।

    দয়াকরে এ ব্যাপরে সহযোগিতা করে উপকৃত হবো।

    ধন্যবাদ
    ইউনুছ
    বেনগাজী মেডিক্যাল সেন্টার
    র্গারডেন সিটি
    লিবিয়া

    [email protected]

  7. Notepad দিয়ে এমন কোন .bat / .exe ফাইল তৈরি করতে চাই যা দিয়ে কম্পিউটারের সাথে লাগানো Pen drive মাএ ১টা ক্লিক করেই Format করা যায়। কারো কাছে লিখা থাকলে Reply দাও. মেহেদি ভাই সাহাজ্য করেন Please.

  8. আমার পিসিতে administrator ছাড়া অন্য user account open করলে some of the information could be found. plase install BIJOY correctly. এটা কেন হয় এবং এর সমাধান বা কি?

  9. Please মেহেদি ভাই সাহাজ্য করেন. Notepad দিয়ে এমন কোন .bat / .exe ফাইল তৈরি করতে চাই যা দিয়ে কম্পিউটারের সাথে লাগানো Pen drive মাএ ১টা ক্লিক করেই Format করা যায়। কারো কাছে লিখা থাকলে Reply দাও.

  10. মেহেদী ভাই,
    সালাম নিবেন, আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমার কম্পিউটার অন করলে মাই ডকুমেন্ট ১ম এ আসিতেছে এইটা অফ করার জন্য কি করতে পারি জানাবেন ভাই ।

    মল্লিক ।

Leave a Reply to Tony SahaCancel reply

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস