সমস্যা ও সমাধান

এখানে আমরা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরবো এবং সমাধানের চেষ্টা করবো। অনেকটা প্রশ্ন উত্তর পর্বের মত। যে কেউ প্রশ্ন করতে পারবেন এবং যে কেউ তার উত্তরও দিতে পারবেন।

১,৪৯৯ Comments on "সমস্যা ও সমাধান"

  1. মেহেদী ভাই,
    আমি co.cc তে একটা ফ্রী ডোমেইন নিতে চাই, দয়া করে কিভাবে নিব এবং কিভাবে এই এই ওয়েবসাইটে হোষ্ট করতে হবে তা ছবি সহ দিলে উপকৃত হব। হোষ্ট করাটা filezilla সফট্ওয়্যারের মাধ্যমে দিবেন। আমি আপনার পোষ্টের অপেক্ষায় আছি।
    ইতি
    পারভেজ

  2. ভাইয়া আমি জানতে চাইতেছি,অনলাইনে কাজ করে ইন্টারনেট থেকে কিভাবে টাকা পেতে হয়।বিস্তারিত যদি জানাতেন,খুব উপকৃত হইতাম।

  3. মেহেদী ভাই, কিভাবে c ড্রাইভের জায়াগা বাড়ানো যায় কোন ডাটা লস বা ফরমেট/উইনডোজ ইনষ্টল ছাড়া? জানালে উপকূত হব।

  4. ভাইয়া আমি জানতে চাইতেছি যে, আমি http://www.50megs.com থেকে একটি ওেয়ব এড্রেস খুলেছি কিন্তুু ওয়েব এড্রেস থেকে লগইন করতে গেলে বার বার এক্যাটিভিশন ইউর ইমেল দেখায় লগইন হয় না । গুগুল এড্যসেন্স কি, এবং কি ভাবে গুগুল এড্যসেন্স থেকে টাকা পেতে হয়।বিস্তারিত যদি জানাতেন,খুব উপকৃত হইতাম।

  5. আমি http://www.50megs.com এ একটি ওয়েবসাইট তৈরী করেছি । কিন্তু ওয়েবসাইট টি খোলার পর লগইন করতে লগ ইন না হয়ে বার বার এক্টিভ ইউর ইমেল দেখায় । কি করলে আমি আমার ওয়েবসাইট লগ ইন করতে পারবো জানালে উপকৃত হব।গুগুল এড্যসেন্স কি , কি ভাবে গুগুল এড্যসেন্স থেকে টাকা আয় করা যায় এ বিয়য়ে বিস্তারিত যদি জানাতেন,খুব উপকৃত হইতাম ।

  6. আমি http://www.50megs.com থেকে নিজের একটি ওয়েবসাইট খুলেছি কিন্তু সমস্যা হলো আমি ওয়েবসাইটি তে লগইন করতে গেলে লগইন না হয়ে এক্টিভ ইউর ইমেল কথাটি দেখায় কি করলে আমার ওয়েবসাইট টি ওপেন করতে পারবো জানালে খুশি হব। গুগুল এ্যাডসেন্স কি, কিভাবে গুগুল এ্যডসেন্স থেকে টাকা আয় করা যায় এ বিষয়ে বিস্তারিত জানালে খুবই উপকৃত হবো।

  7. মেহেদী ভাই সালাম নিবেন, আসা করি ভাল আছেন। নতুন নেট ব্যবহারকারী হিসেবে অনেক কিছুই আমার অজানা। আশা করি পুরাতন ব্যবহারকারী হিসেবে আপনার সাহায্য পাব। নিচে কিছু প্রশ্নের উত্তর দিলে খুশী হব। যেমনঃ-PDF এর ফুল মিনিং কি? PDF writer এবং PDF reader এর কাজ কি? Adobe Acrobat Reader & writer এ সেভ করা File কে কি PDF file বলা হয়। আমি Acrobat Reader এ save করা ফাইলে কিছু লিখতে পারছিনা কেন? আমি কিভাবে উক্ত ফাইলে কিছু লিখতে ও কাজ করতে পারবো।

  8. গুগুল এ্যডসেন্স কি? কি ভাবে গুগুল এ্যডসেন্স ব্যাবহার করে টাকা আয় করা য়ায় জানালে খুবই উপকৃত হইতাম।

  9. ভাইয়া,
    কেমন আছেন?অনাক দিন পর লিখলাম।

    ভাইয়া আমার অফিস ২০০৭ এর ওয়ার্ড এ কাজ করে সাইবার কেফে বা অন্য কোথাও প্রিন্ট করাতে গেলে ফাইলটি খুলে না।MS dos format দেখায় যা মনে হয় সেখানে ২০০৭ থাকেনা।২০০৭ থেকে কেভাবে অন্য ভারসন এ যাব।একটু
    তাড়াতাড়ি সমাধান দিলে উপকার হবে।

    ধন্যবাদ-
    নাজমুল

    1. অফিস ২০০৭ এর ফাইল ফরম্যাট ২০০৩/এক্সপি তে সাপোর্ট করে না। ২০০৭ থেকে ২০০৩/এক্সপি ফরম্যাটে সেভ করলে অন্য কোথাও চলবে এবং প্রিন্ট করা যাবে। আর http://www.microsoft.com/downloads/details.aspx?FamilyId=941B3470-3AE9-4AEE-8F43-C6BB74CD1466&displaylang=en থেকে কনভার্টারটি ডাউনলোড করে ইনস্টল করলে ২০০৭ ফরম্যাটের ফাইল ২০০৩/এক্সপিতে কনভার্ট করা যায়।

  10. ভাইয়া আমার পিসিতে এম পি থ্রি গান গুলো চালু হয় না অন্য পিসিতেও চলে না মনে হচ্চে গান গুলো নষ্ট হয়ে গেছে । কি ভাবে গান গুলো ঠিক করা যাবে জানালে খুবই উপকৃত হইতাম।

  11. ভাইয়া আমি 50 megs থেকে আমার নামে একটি ওয়েবসাই খুলেছি কিন্তু সমস্যা হলো ওয়েবসাইটটিতে সঠিক পাসওর্য়াড দিয়ে লগইন করতে গেলে লগইন না হয়ে Please complete email activation before logging in. এই ম্যসেজ টি দেখায় । এ বিষয়ে আপনার সহযোগিতা কামনা করছি।

      1. আমি আমার ইমেলে 50 megs থেকে Welcome! ও Account Information এর একটি ইমেল পেয়েছি activation ইমেল পাই নাই ।তাড়াতাড়ি সমাধান দিলে উপকার হবে।

  12. মেহেদী ভাই,
    সালাম নিবেন, আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমার কম্পিউটার অন করলে মাই ডকুমেন্ট ১ম এ আসিতেছে এইটা অফ করার জন্য কি করতে পারি জানাবেন ভাই ।এবং জি মেইলে সাইন করতে পারছি না নিচের ম্যাসেজ আনিতেছে এইটার জন্য কি করতে পারি ।

    ধন্যবান্তে,
    মল্লিক।

    Certificate error: Navigation blocked
    There is a problem with this website’s security certificate.

    The security certificate presented by this website was not issued by a trusted certificate authority.
    The security certificate presented by this website has expired or is not yet valid.
    The security certificate presented by this website was issued for a different website’s address.

    Security certificate problems may indicate an attempt to fool you or intercept any data you send to the server.
    We recommend that you close this webpage and do not continue to this website.
    Click here to close this webpage.
    Continue to this website (not recommended).
    More information

    If you arrived at this page by clicking a link, check the website address in the address bar to be sure that it is the address you were expecting.
    When going to a website with an address such as https://example.com, try adding the ‘www’ to the address, https://www.example.com.
    If you choose to ignore this error and continue, do not enter private information into the website.

    For more information, see “Certificate Errors” in Internet Explorer Help.

    1. আপনি কি দয়া করে একবার চেক করে দেখবেন, আপনার সিস্টেমের সময় ও তারিখ ঠিক আছে কি না? আশা করি আপনি আপনার সমস্যার সমাধান পেয়ে গেছেন।

  13. ভইয়া আমি internet download manager দিয়ে মেগা ভিডিও থেকে ভিডিও download করি কিন্তু সমস্যা হচ্ছে মেগা ভিডিওর ভিডিও download manager দিয়ে resume করা যায় না । দয়া করে এমন কিছু টিপস দিন যাতে করে internet download manager দিয়ে মেগা ভিডিওর ভিডিও download resume করা যায়।এ বিষয়ে আপনার সহযোগিতা কামনা করছি।

  14. ভাইয়া আমি জানতে চাইতেছি যে, আমি internet download manager ব্যাবহার করে মেগা ভিডিও থেকে ভিডিও ডাউনলোড করি কিন্তু সমস্যা হচ্ছে internet download manager দিয়ে মেগা ভিডিও থেকে ভিডিও ডাউনলোড resume করা যাচ্ছে না । কি ভাবে internet download manager ব্যাবহার করে মেগা ভিডিও থেকে ভিডিও ডাউনলোড ও resume ডাউনলোড করা যায় বিস্তারিত জানালে খুবই উপকৃত হইতাম।

  15. মেহেদি ভাই, সালাম নিবেন। আমি দ্রুপাল দিয়ে একটা সাইট করতে চাই। কিন্তু সেখানে বাংলা টাইপ করার জন্য কিবোর্ড কিভাবে বসাব তা জানি না। আপনি কি আমাকে কোন হেল্প করতে পারবেন?

  16. মেহেদি ভাই, সালাম নিবেন। আমি internet download manager দিয়ে মেগা ভিডিও থেকে ভিডিও resume download করতে চায় দয়াকরে এ ব্যাপরে সহযোগিতা করলে উপকৃত হবো।

  17. আমি অফিস এক্সপি ২০০৩ তে অভ্র এর সাহায্যে লিখার সময় বাংলা ফন্ট পরিবর্তন করতে পারছিনা। লিখার সময় AdorshoLipi আসছে।

  18. ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ উত্তর দেওয়ার জন্য। আর একটি সমস্যা অভ্রতে “খন্ড ত” লিখতে পারছিনা। এই ব্যাপারে সাহায্য চাই।

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস