সমস্যা ও সমাধান

এখানে আমরা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরবো এবং সমাধানের চেষ্টা করবো। অনেকটা প্রশ্ন উত্তর পর্বের মত। যে কেউ প্রশ্ন করতে পারবেন এবং যে কেউ তার উত্তরও দিতে পারবেন।

১,৪৯৯ Comments on "সমস্যা ও সমাধান"

  1. Dear Brother
    My Laptop is facing the problem of Genuine Microsoft Windows…. It shows ” you may be a victim of software counterfeiting. This copy of Windows did not pass genuine Windows validation.”
    I have not original Windows Software and it was installed with a piracy copy. Now, how could I overcome the problem? Could you please help me?
    Your regards
    Mahbub Khan

  2. মেহেদী ভাই,
    সালাম নিবেন। আমি আপনার সাইটের একজন নিয়মিত সদস্য। আমার সমস্যা হল আমি আগে WinXP Black Edition ব্যবহার করতাম। বর্তমানে আমি WinXP SP2 ব্যবহার করছি। ইহাতে আমি একটি সমস্যার সম্মুখিন হচ্ছি, তাহল WinXP SP2 তে কিছু কিছু ওয়েভসাইটের সব Picture সো হয় না। কিন্তু যখন আমি WinXP Black Edition ব্যবহার করতাম তখন সব Picture সো হত। আমি চাই WinXP SP2 ব্যবহার করতে এবং সকল Picture সো করতে, কিভাবে সম্ভব? Plze help me.

  3. ভাইয়া,
    প্রথমেই ধন্যবাদ সবসময়ে আমার সমস্যা সমাধানের জন্য।

    এখন আমার পিছির c drive এর খালি জায়গা 1 GB -র নীচে total 13 GB.

    pls একটু সমাধান দিবেন কি করলে c drive এর খালি যায়গা বাড়ানো যাবে

    ধন্যবাদ-
    নাজমুল

  4. 524 No somadhan debar jonyo APNAKE ONEKANEK DHONYABAAD.
    Ebar Aro ekti Shomadhan Asha Korchhi. Amar PCte Bivinna Drivegulo double click korle open hoyna. Folder Explore Kore Open Korte Hoy,
    Amar PCte AVAST free Antivirus Achhe. Please Help me.

  5. ভাইয়া, অমি Ulead MediaStudio Pro 7.0 ব্যাবহার করে ভিডিও এডিটিং করি কিন্তু MediaStudio Pro 7.0 এর নিজেস্ব যে fx গুলো থাকে তা পরি মানে কম । আমি হলিউড fx দিয়ে MediaStudio Pro 7.0 fx এর সংখ্যা বেশি করার চেষ্টা করি কিন্তু হয় না । কিভাবে MediaStudio Pro 7.0 fx এর সংখ্যা বেশী করবো এবিষয়ে বিস্তারীত জানালে খুবই উপকৃত হইতাম।

  6. মেহেদী ভাই,
    ধন্যবাদ পূর্বের সমস্যাটির সমাধান দেয়ার জন্য। মেহেদী ভাই বাংলাদেশী কোন ডাক্তার সাহেবের কোন ওয়েব সাইট আছে কি যেখানে তিনি কোন রোগীর সমস্যা পড়ে উত্তর দিয়ে থাকেন? আপনি সহ অন্য কাহারো জানা থাকলে দয়া করে জানাবেন কি? এখানে অথবা আমার মেইলে পাঠালে উপকৃত হব। সবাইকে ধন্যবাদ।

  7. মেহেদী ভাই,
    সালাম নিবেন, আমার সমস্যা হলো আমি কোন সাইট থেকে free movie download করতে পারবো। আমার কয়েকটি ঠিকানা জানা আছে সেখানে 5-10 মিনিটের বেশি free movie download system নাই। আপনার অথবা অন্য কাহারো কি full free movie download করার কোন সাইটের ঠিকানা জানা আছে। আর একটি সমস্যা হচ্ছে যখন আমি কোন ভিডিও দেখতে চাই তখন বলে আপনার Flash Movie Player ইনস্টল করা প্রয়োজন। কিন্তু আমার Flash Movie Player 1.4 ইন্স্টল করা আছে কিন্তু কাজ হয় না। দয়া করে সমস্যার সমাধান আমার মেইলে অথবা এখানে লিখলে আমি জানতে পারবো। আমার ঠিকানা [email protected]

  8. ভাইয়া,

    কেমন আছেন?

    আমি .rar video file কি ভাবে দেখব?কোন ভাবেই দেখতে পারছি না।

    নাজমুল

      1. ভাইয়া,
        কেমন আছেন? আপনি যে সফটওয়্যার ডাউনলোড করতে বলেছেন তা করেছি।নিচে দেওয়া হলোঃ

        WinRAR- English- 3.93 -32bit -1332 KB

        এইটা কি? এ ভারসন ইন্সটল করেছি। কিন্তু আনরার করতে পারছি না!
        প্লিজ কষ্ট করে বিস্তারিত জানাবেন

        নাজমুল

  9. ভাইয়া্‌

    আমি ফ্রী ইংলিশ মুভি ডাউনলোড করতে চাই? ওয়েব সাইট কোন গুলো?

    নাজমুল

  10. আসসালামু আলাইকুম। আমার ল্যাপটপে অডিও বা ভিডিও সফটওয়্যার রান করালে কোনো সাউন্ড আসছে না। Winamp সফটওয়্যারটিতে গান শুনতে গেলে Bad Direct Sound Driver. Please install proper drivers or select another device in configuration error code: 88780078. এখন আমি কী করবো? অনুগ্রহ করে জানালে কৃতার্থ হবো।

  11. আসসালামু আলাইকুম। আমার ল্যাপটপে অডিও বা ভিডিও সফটওয়্যার রান করালে কোনো সাউন্ড আসছে না। Winamp সফটওয়্যারটিতে গান শুনতে গেলে Bad Direct Sound Driver. Please install proper drivers or select another device in configuration error code: 88780078. এখন আমি কী করবো? অনুগ্রহ করে জানালে কৃতার্থ হবো। আমার ল্যাপটপের কোনো ড্রাইভার সিডিও নাই।

  12. আমি Realtek এর সাউন্ড কার্ড ব্যবহার করি। গতকাল রাতে আমি Windows media player এ গান শুনছিলাম। এমন সময় Nokia Multimedia player এ একটা ফাইল অপেন করার সাথে সাথে আমার গানের সাউন্ড বন্ধ হয়ে যায়। এমনকি সিস্টেমের সমস্ত সাউন্ডও বন্ধ হয়ে যায়। রিস্র্টাট করেও কোন সমাধান আসেনি। এখন কোন শব্দই শোনা যাচ্ছে না। পিসিতে আর কোন সমস্যা নেই। নতুন করে windows install না করেও কি আমি সাউন্ড সিস্টেম সারাই করতে পারি??? কোন উপায় যদি থাকে, তবে জানালে অনেক অনেক কৃতজ্ঞ থাকব।।

    1. আমার পিসিতে রিয়েলটেক-এর সাউন্ডকার্ড ইনস্টল করা আছে। সেটা আনইস্টল হচ্ছে না। আনইস্টল না করে রিপিয়ার করার কোন ব্যবস্থা আছে কী?? মাদারবোর্ডের সিডি থেকে রিয়েলটেক ইনস্টল করতে গেলে সেটাকে রানিং দেখাচ্ছে। নতুন করে ইনস্টল করারও কোন অপশন নেই। উইন্ডোজ ইন্সটল না করে কীভাবে আমি এর সমাধান পাব??

  13. ভাইয়া, আমি একটি জি, পি ইন্টারনেট মডেম ব্যাবহার করি । স্পিড বেশি পাই না বিধায় দুইটা জি ,পি ইন্টারনেট মডেম ব্যাবহার করতে চায় । কিন্তু দুইটা জি পি ইন্টারনেট মডেম কম্পিউটারে সংযোগ দিয়ে ব্রাউজ করলে একটি জি পি ইন্টারনেট মডেম থেকে সংযোগ হয় । আমি কি ভাবে দুইটা জি পি ইন্টারনেট মডেম একসাথে ব্যাবহার করে স্পিড বেশি পাবো এ বিষয়ে তারাতারি বিস্তারিত জানা লে অনেক অনেক কৃতজ্ঞ থাকব ।

    1. দুটি মডেম একই হওয়াতে এমন হচ্ছে। একাধিক সংযোগ ব্রিজ করে ব্যবহার করলে তুলনামূলক বেশী স্পিড পাওয়া যায়।
      ওয়াইম্যাক্স ব্যবহার করতে পারেন।

  14. আচ্ছালামু আলাইকুম,
    কেমন আছেন ভাইয়ারা। আমি এই সাইট এ নতুন ইউজার। মেহেদী ভাই আপনার কাছে cd & dvd format এর সফ্টওয়ার থাকলে, আমাকে একটা লিংক দিলে খুশি হব।

    কুতুব আমজাদি।

  15. আচ্ছালামু আলাইকুম
    মেহেদি ভাই, আমার একটি সেকেন্ডহ্যান্ড পিসি আছে, তাতে xp এর সার্ভিস প্যাক ৩ দেয়া আছে এবং অফিস ২০০৭ আছে। কিন্তু ওয়ার্ড কিংবা এক্সেলের মেনুবার টি কেমন যেন উল্টা পাল্টা। আমি চাচ্ছি সার্ভিস প্যাক ৩ কে সার্ভিস প্যাক ২ তে রুপান্তর করতে। ইন্সস্টল ছাড়াই করতে চাই কারণ মাদারবোর্ড সিডি নাই। অথবা অফিস এক্সপি ব্যবহার করতে চাই, কিভাবে করব জানালে খুবই উপকৃত হবো।

  16. আচ্ছালামু আলাইকুম
    মেহেদি ভাই, আমার কম্পিউটার রানিং এর সময় This copy of windows did not pass genuine windows validation. নামে একটা ডায়ালগ আসত তখন আমি ask me later-এ ক্লিক করেই প্রবেশ করতাম । কিন্তু এখন আর ডায়লগ শো করে না। কিন্তু ডেক্সটপ-এ কালো স্ক্রিনে ডায়ালগটি বিদ্যমান।
    আপনার ১৫৫ নং প্রশ্নের উত্তর ফলো করে দুটো পদ্ধতিই ব্যবহার করে দেখেছি কোন কাজ হয় নি।
    এখন উইন্ডোজ রিপিয়ার দিলে কি কাজ হবে? জানালে খুশি হবো।

  17. ভাইয়া, আমি কি ভাবে দুটি জি, পি ইউ এস বি মডেম এর মাধ্যেমে একাধিক সংযোগ ব্রিজ করে ইন্টারনেট ব্যাবহার করতে পারবো । এবিষয়ে বিস্তারীত তারাতারী জানালে খুবই উপকৃত হবো।

    ভাইয়া, আমি মিডিয়াফেয়ার হতে দুইটি গান ডাউন লোড করেছি। গান দুই টি MKV ফরমেটের, সমস্যা হচ্ছে ১নং গান টি চলে আর ২নং গান টি চলে না এমোতঅবস্থায় আমি MKV ফরমেটের অনেক player ও কনভাটার দিয়ে চেষ্টা করেও গান টি চালাতে পারিনি । কিভাবে MKV ফরমেটের২নং গান টি চালু করব জানালে খুবই উপকৃত হবো।

  18. আসসালামু আলাইকুম, ভাইয়া কেমন আছেন। আশা রাখী আপনি ভাল থাকেন। ভাইয়া বেশ কয় একদিন ধরে আমার কম্পিউটার এর মধ্যে ইন্টারনেট চলার কছিুক্ষণ পরপর অন্য ধরনের একটা ওয়াবসাইট অটোভাবে রান হয়ে যায়। এইটা চলার পর পর কম্পিউটার Slow হয়ে যায়। মেসেজটা হালোঃ http://shopshop.sub.ir/ অথবা
    http://mehr-shop.mihanblog.com/

    এইটা তাড়ানোর জন্য কি করতে হবে বা Remove কিভাবে করা যায়। আর যাতে না আসে।
    Ok Bhiya Thanks

Leave a Reply to Tony SahaCancel reply

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস