সমস্যা ও সমাধান

এখানে আমরা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরবো এবং সমাধানের চেষ্টা করবো। অনেকটা প্রশ্ন উত্তর পর্বের মত। যে কেউ প্রশ্ন করতে পারবেন এবং যে কেউ তার উত্তরও দিতে পারবেন।

১,৪৯৯ Comments on "সমস্যা ও সমাধান"

  1. মেহেদী ভাই আসসালামু-আলাইকুম , কোন ব্লকড ওয়েব সাইট ভিজিট করার কোন পদ্ধতি আছে কি? ইরানে যখন ফেইসবুক নিষিদ্ধ করে তখন এ রকম একটা কলাম পড়েছিলাম কে জানত আমাদের এখানে এটা কাজে লাগবে , জানলে তথ্যটি তখনই সংরক্ষন করতাম ।
    আরিফ ।

  2. মেহেদী ভাই, আসসালামু আলাইকুম।
    আমার একটা P4 পিসিতে হার্ডডিক্স মাত্র 40 GB। ৫টি ড্রাইভের প্রতেকটিতে 7.12 GB করে রয়েছে। আমি যদি উইন্ডোজ ৭ ইন্সটল করতে চাই তাহলে কিভাবে করতে হবে এবং C ড্রাইভ কত গি.বা থাকতে হবে। জানালে অত্যান্ত খুশি হবো।

  3. আমি কম্প্উটারে ব্যবহারের জন্য ইংরেজি থেকে বাংলা এবং বাংলা থেকে ইংরেজি ডিকশনারি ডাউনলোড করতে চাই। ফ্রি ডাউনলোড করার লিংক দিবেন প্লিজ।

  4. এডোব ইলেসট্রেটর ও এডোব ফটোসপ ইউজার গাইড বাংলায় পেতে চাই কারোর জানা থাকলে একটু প্রিজ হেলপ করবেন

  5. আসসালামু আলাইকুম। আমার একটা বিষয় জানার ছিল। দোকানে যে ডিভিডি গুলো পাওয়া যায় সেখানে একটা ডিভিডি এর মধ্যে ৬টা সিনেমা থাকে। এটা কিভাবে করে। একটা নতুন খালি ডিভিডি এর গায়েতো ১২০ মিনিট লেখা থাকে। তাহলে ৬টা সিনেমা কিভাবে একটা ডিভিডি এর মধ্যে থাকে। আশা করি বিষয়টি আমাকে জানাবেন। ধন্যবাদ।

  6. আমি কৃইন টাইম প্লেয়ারের ৭.৬.৬ ভার্সণ এর সিরিয়াল নাম্বার চাই। আমার বিশেষ প্রয়োজন তাই যে কোন ব্যক্তি যদি আমাকে এই ব্যপারে সাহায্য করলে কৃর্তঙ্গ হবে।
    মোঃ আজমল হুদা খান
    [email protected]
    01914718299

  7. মেহেদী ভাই আমি ইন্টারনেটে চলা কুইক টাইম প্লেয়ারের ভিডিও ডাউন লোড করতে চাই।
    এবং আমাকে কুইক টাইম প্লেয়ারের ৭.৬.৬ ভার্সন এর সিরিয়াল নাম্বার চাই। যা আমার
    অনেক কাজে লাগবে।

  8. বেশ কিছু দিন ধরে চেষ্টা করেও এইচ.টি.এম,এল সাইটে বাংলা টাইম কোড সেট করতে পারলাম না। এখন শ্রদ্ধেয় মেহেদী ভাইয়ের দ্বারস্থ হয়েছি। আশা রাখি এখন আমি আমার সমাধান পাব। প্লিজ কেউ আমাকে সহায়তা করুন। আমি আমার ওয়েব পেইজে বাংলা টাইম এড করতে চাই। plz help me.

  9. মেহেদী ভাই আমি কু্ইক টাইম প্লেয়ার সেট আপ করেছি। কিন্তু ইন্টারনেটে কুইক টাইম ভিডিও দেখি । সেফ করতে গেলে বলে রেজিষ্ট্রেশন করতে হবে। তাই আমার ৭.৬.৬ এর রেজিষ্ট্রেশন নাম্বার লাগবে। দয়া করে আমাকে এ ব্যপারে সাহায্য করতে পারবেন কি। আর একটা বিষয় তা হলো আমি কেনতাসিয়া দিয়ে ভিডিও তৈরি করি কিন্তু অনেক বড় সাইজ হয়। আমি চাই এটা অনেক কম সাইজ হবে। আমার নিজের দেখা একটি ভিডিও ফইল ৪০ মিনিটের কিন্তু ফাইল সাইজ মাত্রা ৩০ মেগাবাইট। এটা কি করে সম্ভব তা আমাকে জানাবে। তাহলে খুব উপকৃত হতাত।

  10. সালাম নিবেন সবাই । একটি পরামর্শের জন্য পোষ্ট দেয়া ।
    আমার অফিসে বাংলা লায়ন এর ইন্টার নেটকানেকশন দেয়া আছে্ ওদের ইনডোর মডেম দ্বারা ।মডেম থেকে বেলকিন এর এন ভিশন রাউটার এ রাউটার থেকে সুইচ এ কানেকশন দেয়া আছে । অফিসে 42 টি কম্পিউটার আছে । এখানে কোন সার্ভার নেই । সবাই ওয়ার্কগ্রুপ এ কাজ করে । ফাইল প্রিন্ট শেয়ারিং ইন্টারনেট ব্রাউজিং করে ।
    আমি চাচ্ছি অফিসের কিছু ইউজারকে নির্দিষ্ট কিছু ওয়েব সাইট ব্রাউজ করা থেকে বিরত রাখতে । কোম্পানীর হায়ার ম্যানেজম্যান্ট ও তাই চায় ।
    কিন্তু রাউটার এ ম্যাক ফিল্টার এবং ক্লায়েন্ট আইপি ফিল্টার এর ব্যবস্থা আছে যার কারণে আমি পুরাপুরি ইন্টারনেট কানেকশন ব্লক করতে পারছি কিন্তু নির্দিস্ট কোন্ ওয়েবসাইট ব্লক করতে পারছিনা ।

    কিন্তু এটা অত্যন্ত জরুরী হয়ে পড়েছে । আপনাদের কারও কাছে যদি কোন পদ্ধতি জানা থাকে অনুগ্রহ পূর্ব ক জানাবেন ।
    ধন্যবাদ

  11. সালাম,
    উত্তর এর জন্য ধন্যবাদ ।
    নাই । এন ভিশন রাউটারে ম্যাক এ্যাড্রেস ফিল্টারিং এবং ক্লায়েন্ট আইপি ফিল্টারিং আছে এটা দিয়ে ফুরাফুরি ইন্টারেনট ব্লক করা যায়।
    কোন পিসি থেকে সফটওয়্যার দিয়ে করা কি সম্ভব? অথবা ব্যান্ডউইডথ কন্ট্রোল করা ।
    যদি যায় জানাবেন ।
    আবারো ধন্যবাদ

  12. ভাইয়া,
    কেমন আছেন।অফিসের কাজে ব্যস্ত ছিলাম।আমার কম্পিউটার এ কোন সমস্যা হলে আপ নাকেই বেশি মনে পরে।

    আমার কম্পিউটার এর পাওয়ার অন করার কিছুক্ষন পরে কিবোড এর পাওয়ার এর লাইট অন হয় এটা কেন হছে?মাঝে ১ দিন কিবোড এর পাওয়ারই আসে নাই।

    – প্লিজ একটু এর সমাধান দিবেন

    ধন্যবাদ
    নাজমুল

  13. ভাইয়া,

    আমি এখন জিপ ইনটারনেট কানেকশন ব্যবহার করি কিন্তু খুবিই স্লো।

    আমি এখন জি,পি অথবা জুম অথবা ও য়্যাইমাক্স কোনটা তে ভাল স্পীড পাব?

    একটু জানাবেন

    ণাজমুল

    1. ভাইয়া,

      তাহলে এখন আমি কোনটা ব্যবহার করবো।

      আমার দরকার স্পীড ও ভাল নেটওয়ার্ক।কারন আমি নাটক ও ইংরেজী ছবি ডাউনলোড করে দেখা আমার শখ।

      প্লীজ নিদিষ্ট করে বলবেন আমাকে!

      ধন্যবাদ
      নাজমুল

  14. মেদেহি আকরাম ভাই আমি যদিও আপনার সকল লেখাই ই-মেইল-এর মাধ্যমে পেতাম অনেক ভালো লাগতো আর কোন দিন কোন সমস্যায় পড়িনি বলে আপনার সামনে কোন প্রশ্ন নিয়ে দাড় হইনি? ভাই আজ আমি অনেক বড় সমস্য নিয়ে আপনার সামনে দাড়ালাম আশা করি সমাধান পাবো? আমার সমস্যা হলো গত দু-চার দিনে আমার ৩টি ফেসবুক এ্যাকাউন্ট ইউজ করতে পারছিনা সব এ্যাকাউন্ট ইউজ করতে গেলে ভুল ই-মেইল বলে আমি নিশ্চিত আমার এ্যাকাউন্ট হ্যাক বা ক্রেক করা হয়েছে। এমনকি অন্যজনে আমার এ্যাকাউন্ট ইউজ করছে আমি কিভাবে আমার এ্যাকাউন্ট ফিরিয়ে পেতে পারি?

    1. প্রথমে আপনি ইমেইল ঠিকানা দ্বারা পস্ওয়ার্ড উদ্ধারের চেষ্টা করুন। যদি ইমেইল ঠিকানা সঠিক না হয় বা তাহলে একাউন্ট ফিরে পাবার কোন পথ নেই।
      কেউ যদি হ্যাক করে ফেসবুক একাউন্টে নতুন উমেইল যুক্ত করে তাহলে আপনার আর কিছুই করার নেই।

  15. ভাইয়া,
    আমার অফিস এর কাজে মাঝে মাঝে বাহিরের কম্পোজ এর দোকান থেকে আমার পেন ড্রাইভ থেকে প্রিন্ট করাতে হয় কিন্তু কাজ করার পর আমার কম্পিঊটার এ কাজ করতে গেলে পেন ড্রাইভ এ ভাইরাস দেখা যায় ।এমন কোন ব্যাবস্তা আছে কি পেনড্রাইভ যে কোন পি,ছি তে ব্যবহার করব কিন্তু পেনড্রাইভ ভাইরাস এট্যাক হবে না?

    নাজমুল

  16. ভাইয়া,
    পেনড্রাইভ নিয়ে আরেক টি জানার ছিল-কিছু দিন আগে আমি দোকান থেকে প্রিন্ট করাই এর পর থেকে autorun নামে এক টা ফাইল পেনড্রাইভ এ দেখায়-এটা কেন এবং এর সমাধান কি?

    প্লিজ,

    নাজমুল

      1. ভাইয়া,
        আমার জানার ছিল—পি,ছি র যেমন এন্টিভাইরাস আছে তেমন পেন ড্রাইভ এর এন্টিভাইরাস আছে কিনা?যে এন্টিভাইরাসটা পেন ড্রাইভ এ ইন্সটল করে রাখলে যে কোন পি,ছি তে ব্যব হার করবো কিন্তু কোন ভাইরাস এট্যাক করবে না।

        ধন্যবাদান্তে———

        নাজমুল

        1. এরকম এন্টিভাইরাস নেই। তবে পোর্টেবল এন্টিভাইরাস আছে যা কম্পিউটারে ইনস্টল না থাকলেও পেন ড্রাইভ থেকে সরাসরি উক্ত পেনড্রাইভ বা ড্রাইভ বা ফোল্ডার বা ফাইল স্ক্যান করা যাবে।

  17. ইলিয়াস ভাই , আমি মেইলে একটি সেটিং পেয়েছি। এবং নির্দেশ অনুসারে ডাইরেক্সট এডমিন সেটআপ-এ গিয়েছি এখন কি করবো?

    একাউন্ট সেটআপ গিয়ে আমি কোনটা সেটআপ করবো। আমি মনে হয় নেই সার্ভার খুজে পাই নি।
    আমার সেট আপ

  18. মেহেদী আকরাম ভাই” আমি দীর্ঘ দিন যাবত উইন্ডোজ সেভেন ৩২বিট ব্যবহার করি কোন সমস্যার সম্মুখিন হইনি এমনকি খুব মজাও পাচ্ছি ইউজ করে। কিন্তু সামান্য একটা সমস্যা আছে আর সেটা হলো ইয়াহু ম্যাসেঞ্জার ইউজ করতে পারি না। ইয়াহু ম্যাসেঞ্জার ইউজ করতে গেলে একাই ক্লোজ হয়ে যায়। আমি সব কিছু আগের মতোই ইস্ট্যাল করি সাইনআপ পর্যন্ত কোন সমস্যা নেই শুধু জয়েন রুমে ঢুকতে গেলেই ক্লোজ হয়ে যায়। প্রখসে ভেবেছি উইন্ডোজের সমস্যা বা ম্যাসেঞ্জারের সমস্যা এ ভেবে কয়েকবার আনইস্ট্যাল করে আবার ইনস্ট্যাল করেছি কিন্তু সমস্যার কোন সমাধান পাইনি তাই জানাবেন কি এ সমস্যার সমাধান পাবো কিভাবে? সাথে আরেকটা সমস্যার সমাধান দেবেন হলো ইনস্ট্যালের ১ মাস পরে ডেস্কটোপ স্কীন কালো হয়ে যায় কেন?

    1. ১) নতুন কোন সংস্করণের ইয়াহু ম্যাসেঞ্জার ব্যবহার করে দেখতে পারেন। এছাড়াও নিমবাজ, পিজিন্ও ভাল।
      ২) উইন্ডোজের টাইল সংস্করণ ব্যবহার করছেন বলে ১ মাস পরে ডেস্কটোপ স্কীন কালো হয়ে যায়।

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস