সমস্যা ও সমাধান

এখানে আমরা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরবো এবং সমাধানের চেষ্টা করবো। অনেকটা প্রশ্ন উত্তর পর্বের মত। যে কেউ প্রশ্ন করতে পারবেন এবং যে কেউ তার উত্তরও দিতে পারবেন।

১,৪৯৯ Comments on "সমস্যা ও সমাধান"

  1. ভাইয়া,

    আজই প্রথম হলো—আমি পি,সি shutdown দিলে restart হয়ে আবার open হছে।এভাবে ৪/৫ বার করে দেখলাম প্রত্যেক বার ই restart হয়ে আবার open হয়।প্লিজ একটু জানাবেন কেন হল এবং ভাল ১টা সমাধান দেন না ভাইয়া।

    ধন্যবাদান্তে–

    নাজমুল

    1. ভাইয়া,
      আজই প্রথম হলো—আমি পি,সি shutdown দিলে restart হয়ে আবার open হছে।এভাবে ৪/৫ বার করে দেখলাম প্রত্যেক বার ই restart হয়ে আবার open হয়।প্লিজ একটু জানাবেন কেন হল এবং ভাল ১টা সমাধান দেন না ভাইয়া।

      ধন্যবাদান্তে–

      নাজমুল

      প্লিজ কষ্ট করে এর সমাধান দিবেন,খুব ই চিন্তায় আছি।

  2. @@@@@@ ভাই আমার কম্পিউটার থেকে ডি ড্রাইভ টি হারিয়ে গেছে। পেনড্রাইভ ইউএজবি পোর্টে প্রবেশ করালে ডি ড্রাইভটি শো করে কিন্তু এতে শুধু পেন ড্রাইবে থাকা ফাইল গুলো দেখা যায় কিন্তু পূর্বে ড্রি ড্রাইভে থাকা ফাইল গুলো দেখতে পচ্ছি না। এখন ডি ড্রাইভ টি পুনরায় কিভাবে ফেরত পেতে পারি তার কোন সমাধান কারো কাছে থাকলে জানাবেন। খুব উপকৃত হব।

  3. ভাই আমি যখন কম্পিউটার কিনি তখন থেকেই ডি ড্রাইভটি ছিল এবং আমি ডি ড্রাইবে অনেক ফাইল ও রেখেছি। ডি ড্রাইভটি হারানোর আগে এটি পেন ড্রাইভটি হাডডিস্কের মত আসতো না এখন পেনড্রাইভ পোর্টে প্রবেশ করালে ড্রাইভের মত আসে।

  4. ভাই আমি ওয়েবসাইট ডেভেলপ এবং ডিজাইন শিখতে চাচ্ছি এবং ইন্টারনেট থেকে আয় কারার পদ্ধতি গুলো শিখতে চাচ্ছি এখন ঢাকায় যদি কোন ভাল প্রতিষ্ঠানরে ঠিকানা থাকে তাহলে জানাবেন। এবং কত খরচ পড়বে বিস্তারিত জানালে উপকৃত হব।

  5. আমি মিডিয়া ফায়ার থেকে বেহুলা ছিনেমাটা ডাউনলোড করেছি। প্রথম পর্ব ৯৫ মেগা। ১০-১৫ মিনিট চলার পর আবার প্রথম থেকে শুরু হয়। ২য়টাও ৯৫ মেগা এক দমই চলে না। আর শেষেরটা ৩৫ মেগা শুধু সাউন্ড আসে। আমি বেশ কয়েকটি প্লেয়ার এ ট্রাই করেছি_ _ মিডিয়া প্লেয়ার(নরমাল+ক্লাসিক), এভিআই প্লেয়ার, হিরো। এছাড়া কিছু রিপেয়ারিং সপট দিয়ে রিপেয়ার করারও ট্রাই করেছি কিন্তু হয় না। এখন এই এভিআই ভিডিও ফাইলগুলোতেই কি সমস্যা? এটা ঠিক করা বা চালানোর কোনো অপশন আছে কি?
    কাইন্ডি জানালে কৃতার্থ থাকবো

  6. ভাইয়া আমি নেটওয়ার্কিং নিয়ে পড়াশুনা করছি ।আপনার classroomspy নিয়ে লেখাটা পড়ে অনেক কাজে দিয়েছে ।
    আমি এখন classroomspypro 3.4.4.1 এই ভার্সনটা ব্যাবহার করছি ।আমি এটার সিরিয়াল কিই টা জানতে চাই ।
    আপনি কি আমাকে সিরিয়াম কিইটা দিতে পারবেন?আমার অনেক উপকার হত
    আমার ইমেইল করে অথবা এখানে লিখে দিলেও হবে
    ধন্যবাদ

  7. আমি এডোব ইলাস্ট্রেটর-১০ ব্যবহার করি। ডিজাইন শেষ করে সেভ করি। কিছুক্ষন পরে যখন ফাইলটি ওপেন করি তখন একটি ম্যাসেজ দেখাচ্ছে যার ফলে আমার ফাইলটি আর কোন ভাবেই ওপেন করা যাচ্ছে না। আমি এখন কি করতে পারি। যে কোন ব্যক্তি বা ভাই যদি আমাকে এ ব্যাপারে সাহায্য করতে পারেন তবে চির কৃতজ্ঞ থাকবো। আমি এখন খুব বিপদে আছি।
    ম্যাসেজ টি হলো
    Acrobat PDF File Format is having difficulties. The file is damaged and could not be repaired.
    আমি এক্রোবেট রিডার দিয়ে চেষ্ট করেছি।কিন্তু তাতে কোন লাভ হয়নি।
    [email protected]
    01914718299

  8. অনেক ধন্যবাদ ভাইয়া classroomspypro সিরিয়াল কিইটা মেইল করার জন্য ।
    এটা দিয়ে আমি মোট কয়টা পিসি কন্ট্রোল করতে পারব?

  9. আসসালামু আলাইকুম, ভাইয়া ভাল আছেন, আশা রাখি ভাল থাকেন।
    ভাইয়া আমার এক পিসিতে কম্পিউটার সেটাপ দেওয়ার কিছুক্ষণ পর এই মেজেজটি আসে: A probem has been detected and windows has been shut down to prevent demage to computer.
    It this is the first time you have seen this stop error sereen restart your computer. It this sereen appears again follow.
    Cheek for viruses on your computer remove any newly insta iled. head drives or hard drive comtrollers. cheek your hard drive to make sure it is rroperly configured and tirminated.
    Run chkdsk/F to cheek forhard drive corruption, and then restart your computer.
    Technical intormation.

    এই সমাধান কিভাবে করতে হবে
    বলবেন ভাইয়া
    ভাল থাকেন। আল্লাহ হাফেজ।

  10. সালাম
    windows xp এর সকল user disabled (administrator সহ)। Log on করব কি ভাবে ? Hirens.BootCD.10.6 দিয়া ইউজার আনলক করা যায় এবং password blank করা যায় কিন্তু Save হয়না । কি করি বলেন তো ভাই ?

  11. dear mahedi bai take my salam , special greet for holy sobe borat ,i hope all of good here,any body here ,who knows about the software of block opener,i living uae here maximum good site they make block,so i need to open thats all,so what can i do,mahedi bai ur givan poxy site also block here,pls tell me another system,

    please my all of friend need a good free sms site, thanks

  12. ভাইয়া,
    অনেক দিন হলো আপ নাকে একটা সমাধানের জ়ন্য—

    আমার পি,সি shutdown দিলে restart হয়ে আবার open হয়।এভাবে ৪/৫ বার করে দেখলাম প্রত্যেক বার ই restart হয়ে আবার open হয়।প্লিজ একটু জানাবেন কেন হল এবং ভাল ১টা সমাধান দেন না ভাইয়া।

    564 NO PROBLEM

    PLEASE VERY URGENT

    NAZMUL

      1. আসলে আমার nokia 5310 এই বাংলা ফন্ট নেই। আমি জানতে চাচ্ছিলাম কোথা্ও থেকে mobile এ ফন্ট download করা যাবে কিনা। আর opera mini-তে বাংলা ফন্ট নেই।

  13. মেহেদি ভাই আমি বিভিন্ন ব্লগ থেকে লেখা কালেকশন করি যা সবই ইউনিকোড ফন্ট আমি ইউনিকোড লিখতে পালি তাতে কোন সমস্যা নেই। সমস্যা হলো যে লেখাগুলো আমি কালেকশন করি সেগুলোকে অনেক কাট ছাট করি যা সবই ইউনিকোড ফন্টে আর ইউনিকোড ফন্টে যুক্তক্ষগুলো একটু সমস্য দেখায় মাঝে মাঝে তাই আমি চাচ্ছিলাম ইউনিকোড থেকে বিজয় সুতুনিতে কনভার্ড করতে ভালো কোন সফটওয়্যার থাকলে আমাকে সরাসরি ডাউনলোড লিঙ্ক একটিা দেবেন প্লিজ।

  14. মেহেদী ভাই কেমন আছেন? আশা করি ভাল আছেন? অনেকদিন পর আবার সমকাল দর্পনে আমার লেখা। আমি মুলত আপনার কাছে জানতে চাচ্ছি ভারতসহ বিভিন্ন দেশের ভিসার সিরিয়াল দেয়ার ওয়েবসাই আপনার জানা থাকলে অবশ্যই জানাবেন?

  15. আমি চা্ি বুোটবল সিডি তৈরি করতে। আমার ইচ্ছা মত বুটেবল সিডি থৈরি করবো কোন সহজ মাধ্যম থাকলে আমাকে বলবেন। আমি চাই উইন্ডোজ ও অফিস এবং প্রয়োজনীয় সফটওয়্যার দিয়ে ডিভিডি বুটেবল তৈরি করতে এই ব্যাপারে আমাকে যদি কেউ হেল্প করতে পারেন তবে কৃতঙ্গ হবে।

  16. মেহেদি ভাই,
    আমাকে অফিসের কাজের জন্য মেইল ডাউনলোড করতে হয় http://mail.police.gov.bd/webmail/src/login.php থেকে, কিন্তু আমি এটা আউটলুকে সেট করতে পারি না। দয়া করে জানাবেন কি কিভাবে আউটলুকে সেট করবো।

      1. মেহেদি ভাই,
        সেট করতে পারি নাই। Incoming mail server (POP3) এবং
        Outgoing mail server (SMTP) এখানে কি লিখব তা বুঝতে পারছি না। এরর ম্যাসেস দেখাচ্ছে। আমি খুবই বিপদে আছি। দয়া করে যদি আর একবার এ সম্পর্কে পরামর্শ দিতেন।

        আলমগীর
        পঞ্চগড়

  17. মেহেদি ভাই,
    মেহেদী ভাই সালাম নিবেন।আমি আপনার সাহায্য কামনা করসি।আমি Office2007 এ কিভাবে password remove করব।
    password দেয়াছি but password off কিভাবে করব ।kindly জানাবেন কি??

    ধন্যবাদ

Leave a Reply to Tony SahaCancel reply

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস