সমস্যা ও সমাধান

এখানে আমরা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরবো এবং সমাধানের চেষ্টা করবো। অনেকটা প্রশ্ন উত্তর পর্বের মত। যে কেউ প্রশ্ন করতে পারবেন এবং যে কেউ তার উত্তরও দিতে পারবেন।

১,৪৯৯ Comments on "সমস্যা ও সমাধান"

  1. মেহেদী ভাই আপনার কাছে অনেকে অনেক সমস্যা নিয়ে হাজির হয় আর আপনি সে সমস্যার সমাধান নি’স্বার্থভাবে দিয়ে যান, যা আপনাকে শুধু ধন্যবাদ দিয়ে মূল্যায়ন করা যাবে না। মেহেদী ভাই আমি নিজেও আপনার কাছে অনেক সময় অনেক সমস্যার সমাধান পেয়েছি। যা অনেস সহজেই বড় সমস্যা থেকে সমাধান পেয়েছি। মেহেদী ভাই আমি আজ আপনার কাছে একটা অন্যরকম প্রস্তাব পেশ করছি অবশ্য যদি আপনার সময় থাকে তাহলে। আমার প্রস্তাব হচ্ছে আমি একজন ‘‍পুস্তক প্রকাশক’ আল-আমিন প্রকাশনের ব্যবস্থাপনা পরিচালক, আমার এখানে কয়েকজন কম্পিউটারের লেখক বই লেখেন, যেমন খালেকুজ্জামান এলজী, শাহনেওয়াজ, এম. রহমান আরিফ, শাহজাহান সিরাজ ইত্যাদি লেককদ্বয়। আমি জানি না আপনার বই মার্কেটে আছে কিনা আমার চোখে এখনো পড়েনি। মেহদেী ভাই আমি চাই আপনার লেখা একটা বই আমার প্রকাশনে থাকুক কারণ আমার চোখে আপনি একজন অনেক যোগ্য ব্যক্তি আমি মনে করি বর্তমানে বাজারে যে কয়জন লেখক আছে তাদের চেয়েও ভাল বই লেখার যোগ্যতা আপনার আছে। ভাই যদি সময় থাকে তাহলে আপনি কম্পিউটার বিষয়ে যে কোন বই যেমন, ইন্টারনেট, উইন্ডোজ, ওয়েব ডিজাইন, নেটওয়ার্কিং, মাল্টিমিডিয়া, হার্ডওয়ার্ক, নিউটোরিয়াল, ফান্টামেন্টাল, গ্রাফিক্স, এম.এস. অফিস, ইত্যাদি বিষয়ে বই আমাকে দিতে পারেন আমি ২১শে বই মেলা ২০১১ প্রকাশ করবো। আমি চাই আপনি শুধু ইন্টারনেট ব্যবহারকারীদের কাছেই না, যারা ইন্টারনেট ব্যবহারের আওতায় নেই তাদের কাছেও আপনি পরিচিত হন। কারণ যারা নেট ব্যবহার করে তাদের চেয়েও বেশি বই পড়ে যারা নেট ব্যবহারের বাইরে। তাই আমি চাই আপনার মেধা যোগ্যতা সবার কাছেই ছড়িয়ে পড়ুক।
    ;

    1. বাজারে আমার কোন বই নেই। তাছাড়া টাকা-পয়সার জন্য বই লেখার কথা ভাবি না। নিজে যতটুক পারি অন্যকে সাহায্য করার চেষ্টা করি মাত্র।
      ধন্যবাদ আপনাকে।

  2. ধন্যবাদ মেহেদী ভাই, আমার কথার প্রতিউত্তর দেয়ার জন্য। আপনি ঠিকই বলেছেন টাকা পয়সার একটা ব্যাপার আছে, যা আমরা প্রকাশকরা নতুন লেখকদের বই প্রকাশ করতে গেলে ইনভেষ্ট করিন না সাধারণত। তার কারণ আমাদের মূলধন ফিরে আসবে কিনা এজন্য। কিন্তু আমি আপনার ক্ষেত্রে কোন প্রকার শর্ত সাপেক্ষ না রেখেই আমি আপনার বই প্রকাশ করতে চাই। আপনি আমাকে পান্ডুলিপি দেবেন আমি প্রকাশ করবো, টাকা পয়সার ব্যাপারে আপনাকে ভাবতে হবে না আমি পুরোটাই ইনভেষ্ট করবো। মেহেদী ভাই আমরা প্রকাশকরা ইচ্ছে করলে যে কোন লেখককেই ইষ্টার বানাতে পারি আমি নিশ্চিত আপনি লেখা লেখিতে ভালো কিছু করতে পারবেন। তাই বলছিলাম আপনি আগামী এক দু মাসের মধ্যে আমাকে যে কোন প্রকার কম্পিউটার বিষয়ক বই দেবেন আমি ২১শে বই মেলায় তা আপনার হাতে সৌজন্য কপি তুলে দেবো।

  3. মেহেদী ভাই,
    snagit 7.2.5 এর software-key-code চাই। আর গ্রামীনফোন মডেমে আমি অন্য সিম যেমন- একটেল কিংবা ওয়ারিদ লাগিয়ে ইন্টারনেট ব্যবহার করতে পারব কিনা। জানালে উপকৃত হতাম।

  4. মেহেদী ভাই,
    ভাল আছেন নিশ্চয়। আনেক দিন পর লিখতে বসলাম । ভাইয়া আমি চাইছি Laptop এ যে একটি Drive থাকে তা ভেঙ্গে কয়েকটি Drive বানাবো এবং এটাও চাচ্ছি যেন আমার আরজিনাল windows 7 টা নষ্ট না হয় ।
    ভাইয়, এমন কোন Software কি আছে যাতে windows 7 না ভেঙ্গে Drive partition করা যায় ।
    জানালে খুশি হব।

    1. পার্টশিন ম্যাজিক দ্বারা নতুন পার্টিশন করা যাবে কিন্তু উইন্ডোজ বুট হবে না। সেক্ষেত্রে পরে আবার বুটেবল করতে হবে।
      এর চেয়ে নতুন করে সবকিছুই করা ভালো।

  5. মেহেদী ভাই,
    মনে হয় অনেকদিন ধরে সমস্যা ও সমাধান পাতা দেখেন না। আমি আপনার কাছে জানতে চেয়েছিলাম গ্রামীনফোন মডেমে আমি অন্য সিম যেমন- একটেল কিংবা ওয়ারিদ লাগিয়ে ইন্টারনেট ব্যবহার করতে পারব কিনা। আপনার উত্তরের অপেক্ষায় আমি এখনো মডেম কিনি নাই। আশা করছি এবার উত্তর দেবেন।

  6. আস্সালামু আলাইকুম, ভাইয়া ভাল আছেন, আশা রাখি আপনি ভাল থাকেন। ভাইয়া একটা জিনিস বুঝতেচিনা আমি মাঝে মধ্যে আমার yahoo id তে inbox এ মেজেস না এসে SPAM এ অপশনে মেজেস আসে তা কিভাবে আসে। please ভাইয়া কিভাবে পাঠাতে হয় SPAM অপশনে please বলবেন। হকে ভাইয়া ভাল থাকেন। আল্লাহ হাফেস।

  7. আস্সালামু আলাইকুম, মেহেদী ভাই,
    আমার pen drive computer-a লাগালে ফরমেট চায়। ফরমেট করতে গেলে বার্তা আসে The disk is write protected. আমি উইনডোজ ৭ ব্যবহার করচ্ছি। regedit >local_Machine>controlSet001>Control>Storage value 0 দিয়েও কোনো লাভ হয় নাই। দয়া করে উপায় বলবেন। ধন্যবাদ

  8. মেহেদি ভাই, আসসালামু আলাইকুম,
    মেহেদি ভাই আমার একটি কম্পিউটারের password ভুলে গেছি। password টি উদ্ধার করার কি কোন উপায় আছে। থাকলে জানাবেন। মেহেদী ভাই আমার কম্পিউটারের windows outlook টি ডিলেট হইয়াগেছে। এটা কি কোন ভাবে নতুন করে পাওয়া সম্ভব। মেহেদী ভাই এমন কি কোন উপায় উদ্ভব হয়াছে gmail এ যার সাহায্যে মেইল একাউন্ট এ কোন নতুন মেইল আসলে তা মোবাইল এ এসএমএস এর মাধ্যমে জানতে পারব। আমার কম্পিউটার GTalk আছে যা একটি একাউন্ট এর জন্য ব্যবহার হচ্ছে। আমার দুটি একাউন্ট আছে একটি কম্পিউটারে তো দুটি GTalk লোড হয় না। তাই আমার আর একটি একাউন্ট-এ আসার মেইল সম্পর্কে আমি জানতে পারি না। আমাকে একটু জানাবেন যে ডিস্কেটপ থেকে কি ভাবে দুটি একাউন্টে আসার মেইল সম্পর্কে জানা জাবে। মেহেদী ভাই অনেক দিন পর আপনার সাইটে এসে অনেক প্রশ্ন সম্পর্কে জানাতে ইচ্ছে হচ্ছে। আমাকে আর একটু জানাবেন যে yahoo মেইলে আসা মেইল ডিস্কটপ থেকে কি ভাবে জানতে পারব। উত্তর গুলি দিলে আমার অনেক উপকার হবে। * লাজু সরকার * ০১৭১৩৬৪৭৮৯৫,

    1. এত প্রশ্ন একসাথে করলেতো বিপদ..
      ১) http://www.shamokaldarpon.com/?p=1966 উইন্ডোজের পাসওয়ার্ড করতে পারবেন।
      ২) দেখুন আউটলুকের মূল ফাইলটি আছে কিনা। না থাকলে মেইলগুলো পাবেন না। নতুন করে ডাউনলোড করতে হবে।
      ৩) gmail এর মেইল এসএমএস এর মাধ্যমে নোটিফিকেশনের সিস্টেম আমার জানা নেই।
      ৪) http://www.shamokaldarpon.com/?p=310 এটা দেখুন। একসাথে একাধিক গুগলটকে লগইন করা যায়।
      ৫) http://www.shamokaldarpon.com/?p=765 এটা দেখুন। কাজে লাগতে পারে।

      আরেকটি কথা, কোন প্রশ্ন করার আগে দয়া করে দয়া করে এই সাইটে সার্চ করে দেখুন কিছু পান কি না।

  9. মেহেদী ভাই,
    সালাম নিবেন Answer দেওয়ার জন্য Thanks.আমার Laptop Acer আমি অনেক try করে DVD+R write করতে পারছি না আমি Nero + shamokadrpon এর দেয়া বেশ কয়েকটি Software ব্যবহার করেছি কিন্ত কোন কাজ হচ্ছে না। আমার TSST CROP DVD+RW কি করলে রাইট করতে পারবো।

    Thanks,
    Mollik

  10. মেহেদী ভাই,
    আপনার সাইটের সমস্যা ও সমধান পৃষ্ঠার মত আমি একটি পৃষ্ঠা আমার সাইটে দিতে চাই আমার সাইট হল http://www.newstel.wordpress.com কিন্তু কি ভাবে দিব তা বুঝতে পারছি না। একটু যদি বলে দিতেন আমার উপকার হত। লাজু সরকার।

  11. গত ২-১ দিন ধরে আমার কম্পিউটারের যে কোন browser দিয়ে Internet ব্রাউজ করলে web page-এর ছবিগুলো ঝাপসা দেখাচ্ছে। মনে হচ্ছে যেন ব্রাউজার সেগুলোকে লো পিক্সেলে কনভার্ট করে নিচ্ছে। Opera ব্রাউডারে turbo মুড চালু করা থাকলে যেমন দেখায়, অনেকটা সেরকম দেখা যাচ্ছে। কিন্তু এ সমস্যা আমার আগে ছিল না। Firefox, Google Chrome, Opera, Internet Explorer দিয়ে ট্রাই করে দেখেছি। তারা প্রত্যেকেই ছবি automatic convert করছে। উইন্ডোজ নতুন করে install করেই আমি আবার internet ব্রাউজ করে দেখি সেই একই সমস্যা।
    সমাধান জানালে উপকৃত হব।

  12. আসসালামুআলইকুম।
    আমার আগের এম এস ওয়ার্ডের ফাইল গুলো অভ্র দিয়ে লেখা, উইন্ডোজ এক্সপিতে। এখন উইন্ডোজ সেভেনে অভ্র আছে তার পরও লেখা গুলোর যুক্ত বর্ন খুলে গেছে। বর্ন হয়েগেছে বর্ ন । এই সমস্যার সামাধান কি ভাবে করবো। ভাইয়েরা দয়াকরে সাহায্য করুন।

  13. আসসলামুআলাইকুম। ট্রায়াল রিসেট সফ্টওয়ার ছাড়া শুধুমাত্র উইন্ডোজের কিছু পরিবর্তনের মাধ্যমে কিভাবে আমি ট্রায়াল সফ্ট ব্যবহার করতে পারি জানাবেন কি?

  14. মেহেদী ভাই সালাম,
    আপনি আপনার সাইটে ইংরেজী, বিজয়, ফনেটিক, অভ্র ফনেটিক, ইউনিজয় ফন্ট যোগ করেছেন। আমি আমার সাইটে এই সকল ফন্ট যোগ করতে চাই, এই ফন্ট গুলো যোগ করার জন্য এর কোড/অন্য কিছু প্রযোজন। আমি এই ফন্ট-এর কোড/অন্য কিছু কোথায় পব। এই ফন্ট এর কোড/অন্য কিছু পাওয়ার লিংকটি যদি জানাতেন তাহলে আমার উপকার হবে। “লাজু সরকার”

  15. আমার কম্পিউটারের ডি ড্রাইভে প্রয়োজনীয় ফাইল ছিল। কিন্তু ভুল করে একজন ডি ড্রাইভে উইন্ডোজ সেটআপ করেে দিয়েছে। যার ফলে আমার প্রয়োজনীয়ফাইল আর পাচ্ছি না।আমি কিভাবে এই ফাইল উদ্ধার করতে পারি। কোন হাই পাওয়ার রিকোভারী সফটওয়ার আছে কি যা দিয়ে আমার প্রয়োজনীয় ফাইল উদ্ধার করতে পারি। মূলত আমি ডিজাইনের কাজ যা কিনা ইলাষ্ট্রেটরে করা ফাইল।

Leave a Reply to Tony SahaCancel reply

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস