সমস্যা ও সমাধান

এখানে আমরা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরবো এবং সমাধানের চেষ্টা করবো। অনেকটা প্রশ্ন উত্তর পর্বের মত। যে কেউ প্রশ্ন করতে পারবেন এবং যে কেউ তার উত্তরও দিতে পারবেন।

১,৪৯৯ Comments on "সমস্যা ও সমাধান"

  1. মেহেদী ভাই সালাম,
    আমার কম্পিউটার ওপেন করার সময় একটি মেসেস দেয় WindowBlinds could not load due to a missing file (wblind.dll). Please reinstall. এর মানে বুঝি না। এ থেকে রক্ষা পাওয়ার উপায় কি? দয়া করে জানাবেন।”লাজু সরকার”

    1. আপনি কি নতুন কোন হার্ডওয়্যার যুক্ত করেছেন? নাকি নতুন অপারেটিং সিস্টেম দিয়েছেন।
      আপনার অপারেটিং সিস্টেমের সাথে গ্রাফিক্স কার্ড সাপোর্ট করছে না মনে হচ্ছে।

      1. মেহেদী ভাই আমি আমার পেনড্রাইভ ছাড়া আর কোন নতুন হার্ডওয়্যার যুক্ত করি নি। আমি পুরাতন অপারেটিং সিস্টেম দিয়ে কাজ চালাচ্ছি। আমি নতুন করে কোন অপারেটিং সিস্টেম চালু করিনি। এটি বন্ধ করার কি কোন উপায় আছে। থাকলে জানাবেন “লাজু সরকার”

    2. আপনি একটি কাজ করতে পারেন তা হলো অন্য কোন ভাল কম্পিউটারে wblind.dll ফাইলটি খুজবেন যদি পার তাহলে তা কোন লোকেশনে আছে তা দেখে এবং সেই ফাইলটি কপি করে আপনার কম্পিউটারে ঠিক সেই লোকেশনে এনে পেষ্ট করুন তাহলে আশা করি ঠিখ হয়ে যাবে।

  2. সালাম মেহেদী ভাই,
    আমি এক্সপি ও উইন্ডোজ সেভেন ডুয়েল বুট করতে চাই। দয়া করে বিস্তারিত বলে দেবেন। অনেক উপকৃত হব।

  3. আমার কম্প্উটারে সব সাইট আসছে যেমন গুগল, ইয়াহু কিন্তু http://www.globalnews.com.bd আসছে না। ক্যানো বুঝছি না। এই সাইটে আমি কাজ করি। ব্লক করা হয়নি আমার পিসি বা সরকার কতৃক। তবু ক্যন এই সমস্যা হচ্ছে ?
    অন্য আইপি বা কম্প্উপার থেকে আসছে।

  4. সালাম মেহেদী ভাই,
    কোনো কারনে আমার computer – এ windows genuine optimization চাইছে। Boot করার পর resolve letter option আসছে। Resolve letter – এ click করলে তবে windows desktop আসছে। কি করে ঠিক করা যায়, জানাবেন ভাই।

  5. dear mahedi bai take my salam,after long tome i writing to u, i hope u good, i want to make my small size picture,whats i capture with normal mobile camera(2mega pixel). this pictures are not coming full screen, i need one software such as picture make full screen,
    im very hopefully.

  6. আসসালামু আলাইকুম
    ভাল আছেন
    ঈদ মোবারক! ঈদ মোবারক! ঈদ মোবারক! ঈদ মোবারক!
    ঈদ মোবারক!
    ভাইয়া আমার এই ই- মেইল ঠিকানার পার্সওয়াল ভুলে গিয়াছি। এই ই-মেইল পার্সওয়াল সত সেষ্টার করার পর ও সমাধান করতে পারিনাই। তাই প্লিস ভাইয়া Can u Help Me pls….. ই-মেইল ঠিকানা হলোঃ [email protected]
    এই ই-মেইল টা আমার খুব গুরুত্বপুর্ণ pls..
    ওকে ভাইয়া ধন্যবাদ>>>>>>>>>>>>>>>

    1. আপনি ক্যান নট একসিস মাই একাউন্টে ক্লিক করে সম্পূর্ন ইমেইল ঠিকানা লিখুন তাহলে একটি কোড দেকব তা লিখলে ওরা বলতেছে যে আপনি কোন একাউন্ট নেই। আমার মনে হয় এটি কোন কারনে ডিলেড আর তা না হলে সেউ হ্যাক করে ইমেইল পরিবর্তন করে ফেলেছে। তা্র পরে কি হয়তা আমার মমেইল জানাবেন দেখি আপনার জন্য কিছু করতে পারি কি না।
      আর আমার একটি এক্সেল এর কাজ জানা দরকার তা হলো ১০.৩০-১১-৩০ = ১ ঘন্টা = ২০ টাকা অর্থাৎ আমি সাইবার ক্যাফর যে হিসাব ১ ঘন্টা ব্রাউজ করলে এক্সেল এ ১ ঘন্টা সমান ২০ হবে তা জানতে চাই আপনি বুঝতে পেরেছেন নিশ্চয়।
      ১১01914718299

  7. আমার প্রশ্নের কি কোন উত্তর পাব না?
    আবারও মন্তব্যটি লিখছি: যাহা বাড়িভাড়া ক্যালকুলেশন করতে হবে
    যাহাদের মূল বেতন ৫০০০ টাকার নীচে তাহারা এর ৫০% পাবে যাহা ২২৫০ টাকার কম হবে না। যাহাদের ৫০০১-১০৮০০ টাকার মধ্যে তাহারা ৪৫% পাবেন যাহা ২৫০০ টাকার কম নয়। যাহারা ১০৮০১-২১৬০০ পর্যন্ত তাহারা ৪০% যাহা ৪৮০০ টাকার কম নয় এবং যাহারা ২১৬০১ টাকার উপরে তাহারা ৩৫% যাহা ৮৫০০ টাকার কম নহে। এই শর্তে এক্সেলের সুত্রটি কি হবে যদি কেহ আমাকে জানান তাহকে কৃতজ্ঞ থাকব।

    মোঃ জিয়াউল হক
    ০১৭৫০০৬১৮২৫।

  8. মইনুল বিরামপুর (বিসিই)

    আসসালামু আলাইকুম
    ভাল আছেন
    ঈদ মোবারক!
    আমার সমস্যা হচ্ছে যে, আমার মাই কম্পিউটার এর ফোল্ডার এর প্রোপাইটিজ এ গিয়ে ‘Advance, read-only, hidden এই দুটি আছে আমার advance অপশনটি কিভাবে পাব বলবেন কি।
    ই-মেইল: [email protected]

    1. আপনার প্রশ্নটি অসম্পূর্ণ।।।।।।।
      ড্রাইভ যদি FAT হয় তাহলে ফোল্ডার এর প্রোপাইটিজে (General ট্যাবে) Read-only, Hidden এবং Archive চেক বক্স থাকে এবং
      ড্রাইভ যদি NTFS হয় তাহলে ফোল্ডার এর প্রোপাইটিজে (General ট্যাবে) Read-only এবং Hidden চেক বক্স এবং Advance বাটন থাকে।

  9. we know that about opera mini show bengali webstie. opera mini recently out their new version ”opera mobile 10”. its very nice version. but i dont know how i m enable bengali font or website in this new version. it has opera:config but where is bitmap system ? if u know that about this version or how i use bengali system …. tell me something.

  10. ভাই আমি ৪ শেয়ার সাইট থেকে একটি রার ফাইল ডাউনলোড করেছি। কিন্তু এতে পসওয়ার্ড দেয়া। তাই খুলতে পারছি না। এমন কোন সফটওয়ার আছে কি রার ফাইল পাসওয়াড খোলা যায়। জানালে উপকৃত হব।

  11. স্যালারি শীট এর জন্য ‍ঃ বাড়িভাড়া ক্যালকুলেশন করতে হবে_
    যাহাদের মূল বেতন ৫০০০ টাকার নীচে তাহারা এর ৫০% পাবে যাহা ২২৫০ টাকার কম হবে না। যাহাদের ৫০০১-১০৮০০ টাকার মধ্যে তাহারা ৪৫% পাবেন যাহা ২৫০০ টাকার কম নয়। যাহারা ১০৮০১-২১৬০০ পর্যন্ত তাহারা ৪০% যাহা ৪৮০০ টাকার কম নয় এবং যাহারা ২১৬০১ টাকার উপরে তাহারা ৩৫% যাহা ৮৫০০ টাকার কম নহে। এই শর্তে এক্সেলের সুত্রটি কি হবে যদি কেহ আমাকে জানান তাহকে কৃতজ্ঞ থাকব।

  12. মেহেদি আকরাম ভাই, অনুগ্রহ করে একটি সমস্যার সমাধান দিবেন; Run এ কোন কিছু লিখে কমান্ড দিলে লেখাটা থেকে যায়। আমি চাচ্ছি কিছু লেখা মুছে ফেলতে। কিভাবে সম্ভব?

  13. আমি কিছু PDF ফাইল থেকে কোন লিখা Copy করতে পারছিনা, Select করে MS Word এ Paste দিলেও তা Paste হয় না।পরে বুঝলাম যে ঐ ফাইলটি Password দেওয়া। আমি কিভাবে ঐ PDF ফাইল থেকে লিখা Copy করতে পারবো?

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস