সমস্যা ও সমাধান

এখানে আমরা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরবো এবং সমাধানের চেষ্টা করবো। অনেকটা প্রশ্ন উত্তর পর্বের মত। যে কেউ প্রশ্ন করতে পারবেন এবং যে কেউ তার উত্তরও দিতে পারবেন।

১,৪৯৯ Comments on "সমস্যা ও সমাধান"

  1. মেহেদী ভাই,
    সালাম নিবেন আশা করি ভালই আছেন, আমি Sony DVD RW DRU-820A Drive আমার computer a প্লাগইন করেছি আগেরটা কাজ করছে না এটা ও কাজ করছে না এখন আমি কি করতে পারি।

    মল্লিক ।

  2. প্রথমেই দুঃখ প্রকাশ করছি ভিন্ন বিষয়ে জানতে চাওয়ার জন্য। আমি একটি ইন্টারকমের কানেকশন দিতে পারছি না। সার্কিটটাতে লেখা আছে NH 200 TV অন্য একপ্রান্তে লেখা আছে MLBO 8V এটাতে দুইটা রিসিভার সেট কিভাবে সংযোগ দেব? যাতে বাইরে সুইচ টিপলে ভিতরে রিসিভার সেটে রিং বাজে। ইলেকট্রনিক্সে পারদর্শী কেউ থাকলে দয়া করে উত্তর দেবেন, বিশেষভাবে উপকৃত হব।
    সুমন
    Email:- [email protected]

  3. আমি Symphony X110 সেট এবং রবি সিম ব্রবহার করি। এটি কম্পিউটারে Connect করে COM Port Select করলে mt 6235 Modem হিসেবে পাই। এখন এটি দিয়ে কিভাবে কম্পিউটারে Internet ব্যবহার করব জানালে উপকৃত হব।
    Email:- [email protected]

  4. মেহেদী ভাই,
    আমি একটা সমস্যায় আছি সমস্যা হলো…
    আমার ছোট ভাই computer এ বাংলা ওয়েবসাইট খোলে বাংলা তে SEX HISTORY গুলো পরে,
    তাই আমি computer এ বাংলা লেখা দেখা বন্ধ করতে চাই কি ভাবে বন্ধ করব ?
    আমি computer এ windows xp আর একটি তে windows 7 ব্যবহার করি ।

    1. আপনি যদি মজিলা ব্যবহার করেন তাহলে টুলস>অপসন>প্রাইভেসি থেকে সেই সব সাইট গুলো ব্লক করে দিতে পাবেন। অন্যান্য ব্রাইজারেও ব্লক সাইট অপসন টা ইউস করতে পারেন।

  5. আসসালামু-আলাইকুম ,
    যে সকল ভিডিও সাইটে শুধু ভিডিও দেখা যায় ঐ সকল সাইট থেকে ভিডিও ডাউনলোড দেয়ার কোন লিংক / সফটওয়্যার জানালে উপকৃত হব ।

  6. আসসালামু-আলাইকুম ,
    মেহেদী ভাই আশা করি ভালই আছেন।
    আমি sim internet modem use করি। আমার IP address প্রতি connection এ change হয়। আমি PTC সাইটে কাজ করতে চাই,শুনেছি sim internet modem use করলে কাজ হয় না। আমি কি qubee/banglalion use করলে কাজ হবে নাকি broadband connection নিতে হবে জানালে উপকৃত হব

  7. মাইক্রোসফট ওয়াডে টেবিলে কাজ করার সময় পূবের সেলের শেষ অক্ষর পরবতীসেল প্রথমে আপনাআপনি চলে আসে কিভাবে সমাধান করা যাবে।

  8. মেহেদী ভাই, আমার ক্যাসপারস্সি এন্ট্রিভাইরাস এর ১০ বছরের লাইসেন্স থাকে না। ২ দিন কিংবা ৩ দিন পর অটোমেটিক লাইসেন্স করাপ্ট হয়ে যায়। আমি আবারও সেলফ ডেফিনেশন আনচেক করে আবারও ক্র্যাক ফাইলটি ইনষ্টল করে দেই কিন্তু ১/২ দিন পর আবার লাইসেন্স চলে যায়।
    দয়া করে আমাকে সমাধান দিন।

  9. মেহেদী ভাই আসৃালামোআলাইকোম। ভাই দয়া করে একটু সাহার্য করোন। আমাকে MICROSOFT OFFIC 2010 এর PRODUCT KEY টি যদি দিতে পারতেন তাহলে অতন্ত উপকৃত হতাম।

  10. মেহেদী ভাই,
    বিদেশ থেকে আমার ভাই একটি এপ্যাল এর ল্যাপটপ পাঠিয়েছে যেখানে ম্যাক উইন্ডোজ দেয়া আছে। আমি কিভাবে উক্ত ল্যাপটপে ম্যাক বাদ দিয়ে উইন্ডোজ এক্সপি বা সেভেন দিব? আশা করি জানাবেন।

    ধন্যবাদ

  11. ভাই Microsoft Office Word 2010 এর product Key লাগবে না। কারণ আমি MHMH3-6CYTF-8YY27-MBYXR-HRDRV
    VYBBJ-TRJPB-QFQRF-QFT4D-H3GVB
    6BWCH-DPPVF-MYQ3P-FJPCV-Y494Y
    এই key গোলি দিয়ে কাজ চালিয়ে নিচ্ছি।

  12. অফিস থেকে আমাকে যে ল্যাপটপটি দেওয়া হয়েছে তাতে কোন software ইনস্টল করতে গেলে user name & password চাই। user name & password দিলে softwareটি ইনস্টল হয়। এখন এই সিস্টেমটি আমি কিভাবে আমার বাসার কম্পিউটারে সেট করতে পারি যাতে কোন software ইনস্টল করতে গেলে password চাই। ল্যাপটপটিতে একাজের জন্য আলাদা কোন software use করা হয়নি।

    1. ঐ কম্পিউটারের উক্ত ইউজারটি এ্যাডমিনিষ্ট্রেটর নয় তাই কিছু ইনস্টল করতে গেলে পাসওয়ার্ড চাচ্ছে।
      আপনি আপনার ল্যাপটপে কোন ইউজারকে এ্যাডমিনিষ্ট্রেটর থেকে লিমিটেড বা পাওয়ার ইউজার করে দিলেই হবে।

  13. আমি Xboot দিয়ে XP sp2, hirens boot cd এবং win98 এর iso ফাইলের multiboot cd create করেছি। কিন্তু hirens boot cd কাজ করলেও xp এবং win98 বুট হয়না। এখন কিভাবে xboot দিয়ে xp, win98 এবং hirens boot cd এর iso create করতে পারব যাতে সেগুলো কাজ করে।

    multiboot এর অন্য কোন software থাকলে জানাবেন।

  14. আমি Windows 7 ব্যবহার করছি। আমার অনেক লেখা লেখির কাজ করতে হয়। আমি Windows 7 এ বিজয় ২০০৩ support করাতে পারছি না। আমি বিজয় বায়ান্ন setup করে দেখেছি। কিন্তু পারি নাই। আমার Windows 7 এ বিজয় খুব প্রয়োজন। কারণ আমি বিজয় এ লেখা লেখি করতে করতে অভ্যাস হয়ে গেছে। আপনি যদি আমাকে এই ব্যাপারে সাহায্য করেন তাহলে আমি খুবই উপকৃত হব।

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস