সমস্যা ও সমাধান

এখানে আমরা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরবো এবং সমাধানের চেষ্টা করবো। অনেকটা প্রশ্ন উত্তর পর্বের মত। যে কেউ প্রশ্ন করতে পারবেন এবং যে কেউ তার উত্তরও দিতে পারবেন।

১,৪৯৯ Comments on "সমস্যা ও সমাধান"

  1. মেহেদী ভাই আমি নতুন 500 GB Hard Disk কিনেছি। আমার আগের Hard Disk থেকে আমি সবকিছু নতুন Hard Disk এ Move করি। কিন্তু উইন্ডোজ দেওয়ার সময় নতুন Hard Disk এর সব Partition Delete হয়ে যায়। ফলে আমার সকল তথ্য, গান, ভিডিও যা কিছু ছিল সব Delete হয়ে গেছে। আমার প্রয়োজনীয় অনেক ফাইল Delete হয়ে যেছে।
    আমি একটি Recovery সফ্টওয়্যার পেয়েছি কিন্তু ওই সফটওয়্যার দিয়ে 1GB এর বেশী Recovery করা যায় না। আমি যে সফ্টওয়্যার পেয়েছি তার নাম EASEUS Data Recovery Wizard Free Edition 5.0.1 । আপনি যদি এখন আমাকে এমন একটি সফ্টওয়্যার এর লিংক দেন যেটা দিয়ে Unlimited Recovery করা যায়। এতে আমি অনেক অনেক অনেক উপকৃত হব।

    1. আপনি যদি আমাদে এই ব্যাপারে সাহায্যে করেন তাহলে আমার বড় ধরনের একটা উপকার হত।
      আমার ই-মেইল : [email protected] যদি আপনি এই ব্যাপারে আমাকে সাহায্যে করেন তাহলে আমার এই ই-মেইল এ পাঠিয়ে দিয়েন।

  2. মেহেদী ভাই, আমি প্রফাইলে কিভাবে ছবি যুক্ত করব??????দয়া করে জানাবেন, আমি আপনাকে কয়েকদিন আগে একটি মেইল পাঠাইছিলাম কিন্তু কোন উত্তর পাইনি।

    1. মেহেদী ভাই, আমি প্রফাইলে ছবি যুক্ত করতে পেরেছি। আর আমি আপনার মেইলের উত্তরও পেয়েছি, আপনাকে অনেক ধন্যবাদ।

  3. মেহেদী ভাই, আপনার সমকাল দর্পনে কিছু পোষ্ট করতে হলে আগে লগ ইন করতে হয়। আর লগইন করতে হলে আপনার দেওয়া পাসওয়ার্ড ব্যবহার করতে হয়, আপনার দেওয়া পাওয়ার্ড আমার কাছে অনেক ঝামেলা মনে হয় আমি কি আমার ইচ্ছা মত পাসওয়ার্ড ব্যবহার করতে পারব না???? পাসওয়ার্ড কি পরিবর্তণ করা যায় না??? দয়া করে জানাবেন। ধন্যবাদ

  4. মেহেদী ভাই সালাম নিবেন,
    ভাই আমি আপনার কাছে টিম ভিউয়ার সফটওয়্যার সম্পর্কে বিস্তারিত জানতে চাই বাংলাতে ১. রিমোট কন্ট্রোল ২. ফাইল শেয়ারিং ৩.ভিপিএন সহ সকল বিষয় । কিভাবে টিম ভিউয়ার ব্যবহার করতে হয়।

    আপনাকে ধন্যবাদ

  5. ভাই, আমি জি.মেইল এর সকল মেইল মাইক্রোসফট আউটলুক এক্সপ্রেস দিয়ে নামাই, মানে আউটলুক কনফিগার করে সেন্ড/রিসিভ করি কিন্তু ইয়াহু মেইল কিভাবে আউটলুকে কনফিগার করব এবং ইয়াহু কি আউটলুকে কনফিগার করা যায় কিনা????দয়া করে জানাবেন।

  6. মেহেদী ভাই, আপনার সমকাল দর্পনে কিছু পোষ্ট করতে হলে আগে লগ ইন করতে হয়। আর লগইন করতে হলে আপনার দেওয়া পাসওয়ার্ড ব্যবহার করতে হয়, আপনার দেওয়া পাওয়ার্ড আমার কাছে অনেক ঝামেলা মনে হয় আমি কি আমার ইচ্ছা মত পাসওয়ার্ড ব্যবহার করতে পারব না? পাসওয়ার্ড কি পরিবর্তণ করা যায় না?দয়া করে জানাবেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ,রহুল আমিন,পদার্থ বিজ্ঞান বিভাগ, (সম্মান৪র্থ বর্ষ) সরকারী বি এল কলেজ,দেীলাতপুর,খুলনা

  7. মেহেদী ভাই, আপনার এই ওয়েবসাইটের নাম আমি অনেক কে জানিয়েছিলাম। তারা আপনার ওয়েবসাইট ভিজিট করেছে এবং বলেছে, খুবই শিক্ষনিয় একটি ওয়েবসাইট এটি। তারা আমার মাধ্যমে আপনাকে ধন্যবাদ জানিয়েছে। আপনি তাদের ধন্যবাদ গ্রহন করুন।

  8. মেহেদী ভাই,
    wordpress blogger এ কোন পেজের ভিতরে,কিছু পোষ্ট করতে হলে কিভাবে করতে হবে।
    জানালে খুশি হবো।
    রহুল আমিন,পদার্থ বিজ্ঞান বিভাগ, (সম্মান৪র্থ বর্ষ) সরকারী বি এল কলেজ,দেীলাতপুর,খুলনা

  9. মেহেদী ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন??, ভাই আমাকে একটা এডভাইস দেন, আমি হাডওয়্যার ও নেটওয়াকিং এর উপর কোর্স করতে চাই অল্প টাকায় এবং ভাল ভাবে কোথায় শেখা যাবে?? আমার মোটামুটি ব্যসিক ধারনা আছে।

  10. মেহেদি ভাই,
    আসসালামু আলাইকুম

    আমার ল্যাপটপে মজিলা দিয়ে বাংলা প্রত্রিকা পড়িতে পারিনা, বাংলা ফ্রন্টে ক্লিক করলেও বাংলা আসেনা। মজিলা ফায়ার ফক্সের সমস্যা ভেবে নতুন করে মজিলা ডাউনলোড দিয়েও সমাধান হচ্ছে না। তাই আমি কি করলে বাংলা পত্রিকা পড়িতে পারিব। জানালে অত্যন্ত খুশি হব।

  11. মেহেদী ভাই সালাম নিবেন, আশা করি ভাল আছেন।
    আপনার এই ওয়েবসাইটের মত স্বাস্থ্য বিষয়ক সমস্যা ও সমাধানের কোন ওয়েবসাইট আপনার জানামতে আছে কি?? জানা থাকলে দয়া করে আমাকে উক্ত সাইটের লিংকটি দিয়ে উপকৃত করবেন।

  12. প্রিয় মেহেদী ভাই,
    আমার কম্পিউটার অন করলে এর কম আসে..
    Checking nvram
    Not enough space runtime area!! SMBIOS data will not available.

    Press f1 to resume

    F1 press করলে চালু হয় ।
    আগে এর কম আসত না Automatic চালু হত ।
    আর কি কি সমস্যার করনে Press f1 to resume এটি আসে
    আমার কয়েক টা কম্পিউটার চালু করার সময় F1 press
    করতে হয় । কেন F1 press করতে হয় ?
    মেহেদী ভাই দয়া করে সমস্যার সমাধান দিবেন ।

  13. মেহেদী ভাই,
    আমি ENGLISH তেমন একটা ভাল বুঝি না বাংলায় হলে ভাল হত ।
    আশা করি বাংলায় একটু সমস্যার সমাধান দিবেন । ধন্যবাদ

  14. মেহেদী ভাই, বাংলা ডট আইটি সাইটে ক্লিক করলে শুধু মাত্র একুশে ই.টি.ভি আসে অন্যান্য চ্যানেল কিভাবে আনতে হবে, দয়া করে জানাবেন প্লিজ……..
    ধন্যবাদ

  15. দাদা
    আমি fire-fox 3.6 use করতাম। কিন্তু সেটা 4.0 এ update হবার পর , এখান দেখছি বেশিরভাগ বাংলা সাইট গুলির font একদম পাল্টে গেছে।একদম টানা টানা font আসছে। ফলে পড়তে খুব অসুবিধা হচ্ছে। আগের মতন সেই সুন্দর বাংলা font এ আর আসছে না। দাদা কি করতে হবে ,? একটু সমাধান টা বলে দিন। আমি ” i-complex bangla” টা install করেছি, কিন্তু তাও হচ্ছে না। প্রথমে সাইট টি সুন্দর খুললেও , পরে যখন সেই site এর অন্য জায়গায় যাই, তখন আগের মতন খারাপ font চলে আসে।

Leave a Reply to Tony SahaCancel reply

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস