সমস্যা ও সমাধান

এখানে আমরা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরবো এবং সমাধানের চেষ্টা করবো। অনেকটা প্রশ্ন উত্তর পর্বের মত। যে কেউ প্রশ্ন করতে পারবেন এবং যে কেউ তার উত্তরও দিতে পারবেন।

১,৪৯৯ Comments on "সমস্যা ও সমাধান"

  1. ধন্যবাদ মেহেদি ভাই। আমি বর্তমানে নাইজেরিয়াতে আছি। আমার কাছে বা আশে পাশে কারো কাছে অন্য ডিভিডি নাই। আপনি ১ নং উত্তরে বলেছেন এমনটা হতে পারে। কিন্তু সে ক্ষেত্রে কি কোন উপায় আছে? যাতে আমি অপারেটিং সিস্টেম চেঞ্জ করতে পারি।
    ধন্যবাদ

  2. MEHEDI BHAI

    Amar computer ta jokohon ON kori tokhon seta on hoy na.WINDOWS BAR ta run hota thake.Arpor screen ta black hoya jai(NORMAL MOOD a -chala).Abar ami jokhon SAFE MOOD a chalai tokhon kishu file dakhai.Kintu tar poro WINDOWS ta on hoy na.Abar amar computer er BIOS ta LOCK hoya gasha kintu ami kono PASSWORD dai nai.
    HOW TO I OPEN MY COMPUTER????

  3. মেহেদী ভাই
    আপনাকে অনেক ধন্যবাদ সমকাল দর্পন সাইটটি তৈরি করার জন্য। এখান থেকে আমি । অনেক কিছু শিখতে পেরেছে ।
    ভাই আপনার ঠিকানা এবং কন্টাক্ট নাম্বার পেলে উপকৃত হতাম।
    মো : জাহিদ
    মোবাইল: ০১৭১৭-৯০১০৪১
    ইমেইল: [email protected]

  4. mahadi vai salam.
    XP te power user group ache & power user group ar member korar por bijoy kaj kore but kichu risk theke jay.

    “”””A member of the Power Users group may be able to gain additional rights and permissions on your computer, and may be able to gain complete administrative credentials. A member of the Power Users group may also be able to expose your computer to other security risks, such as running a virus or running a Trojan horse program.

    By default, the rights and permissions that are granted to the Power Users group include those rights and permissions that are required to allow members of the Power Users group to modify computer-wide settings, to install drivers, and to run (or install) non-certified programs. For example, a member of the Power Users group could install a malicious program or a DLL, and then cause the administrator or a system service to run the malicious program or the DLL. By using this technique or other techniques, the member of the Power Users group may be able to gain additional rights and permissions on your computer, including complete administrative credentials.””””

    mahadi vai power user diaa secuer na holeoo kaj hoy but windows server 2003 active derectore users &computers a kono power user nay akhon ki korbo.

  5. মেহেদী ভাই আমার সালাম নিবেন
    আমি অফিস x p ব্যবহার করি, আমার সসস্যা হল দলিলে প্রিন্ট করার সময় পেজ সাইজ ১৪ / ৮.৫ দিলে লিগেল সাইজ আসেনা ফলে পেজের নিচের দিকে আনেকটা জায়গা ফাকা থাকে, আমি প্রিন্টার লেজার এল.বি.পি-১২১০ ব্যবহার করি।সামাধান জানালে উপকৃত হব।

  6. আপনার এই সাইটটি খুব খুবই ভাল লাগল। এরকম একটি সাইট আশা করছিলাম, পেয়ে গেলাম তাও আবার বাংলাতে! অসংখ্য ধন্যবাদ।
    আমার সমস্যাটি হল টরেন্ট নিয়ে। সম্প্রতি আমি ব্রডব্যান্ড ইন্টারনেট নিয়েছি। আগে zoom ব্যবহার করতাম। তখন টরেন্ট ঠিকই ডাউনলোড হত, কিন্তু এখন ব্রডব্যান্ড লাইনে একদমই হচ্ছেনা। পোর্ট ফরোয়ার্ডিং সহ অনেক কিছুই করে দেখেছি। কাজ হচ্ছেনা। আমি জানতে চাচ্ছি এটি আদৌ ব্রডব্যান্ডের সমস্যা কিনা। না হলে এর সমাধান কি?

  7. আমার কম্পিউটার আপডেইট হওয়ার পর থেকে বলছে not genuine windows ।আমি রিস্টোর করলে তা রিস্টোর করে না। আপনি বলবেন তা থেকে আমি কি করে রখা পাই।

    1. ১. C:\WINDOWS\system32 এ যান (যদি উইন্ডোজ C: ড্রাইভে থাকে)।
      ২. এবার Wgalogon.dll ফাইলটিকে Wgalogon.dll.bak নামে রিনেম করুন।
      ৩. এরপরে নোটপ্যাড চালু করে Wgalogon.dll নামে (খালি রেখে) system32 ফোল্ডারে সেভ করুন।
      ৪. system32 ফোল্ডারে WgaTray.exe ফাইলটি ডিলিট করুন।
      ৬. Windows Update আপাতত বন্ধ রাখুন।
      ৭. কম্পিউটার রিস্টার্ট করুন।
      দেখুন কাজ হয় কি না!

  8. Mehedi vi,
    can i make a image of linux operation system using acronis true image 2009. If yes then, i tryed a lot of time but, after restoring it’s saying “missing operating system” how can i make a exact copy and how should i restore it to new hard drive or the old one. please advice me…

  9. মেহেদী ভাই আমি একটি সমস্যা পরেছি তা হল আমার অফিসে একটি D-Link wireless Router আছে যার মাধ্যমে আমরা ১৫ জন কম্পিউপরে Internet ব্যবহার করি কিন্তু আমাদের পাশের কোম্পানী থেকে একজন Router এ সংযোগ ব্যবহার করছে wireless এর মাধ্যমে। এখন আমাদের অফিসে বসে কি ভাবে তার net (আমাদের Router) ব্যবহার বন্ধ করতে পারি।

    1. Hello Mr. Mizan

      In this case I like to I ask you a question, is your wireless setup secured or encrypted? If not then you need to create a secure network.
      For instance, does your router require user name and password upon connected to the router.
      If you have a secure network environment then no body can not access to your router.
      To create a secure network environment go to d-link website and look for owners Manuel for your d-link router model.

      And follow the step by step procedure, it is very easy.

      Hope it will help you.

      Rashed
      [email protected]

  10. hellooo…..
    প্রথমেই আপনাকে ধন্যবাদ .আমার প্রথম প্রশ্নের দেবার জন্য এর ফলে আপনি আমাকে 2nd প্রশ্ন করার সাহস করলাম আশা করি এবারও আমাকে help করবেন আর সেটা বলি ……..এখন আমি broadband লাইন এর net ব্যবহার করছি but কিছু দিন এর মধ্যে mobile operator এর net লাইন ব্যবহার করতে চায় so কোন operator এর net line ব্যবহার করলে বেশী সুবিধা পাওয়া যাবে এবং speed কত kbps সবচেয়ে ভাল হবে ?? একটু …………একটু বিবরন দিয়ে এই ছোট brother কে বলবার জন্য অনুরধ করলাম………….?

  11. Hello Mr. Mizan

    In this case I like to I ask you a question that is your wireless setup secured or encrypted?
    For instance, does your router ask user name and password upon connected to the router.
    If you have a secure network environment then no body can not access to your router.
    To create a secure network environment go to d-link website and look for owners Manuel for your d-link router.

    And follow the step step by procedure, it is very easy.

    Hope it will help you.

    Rashed
    [email protected]

  12. রয়েল ভাই
    ধন্যবাদ হিরেন বুট সিডি তৈরী করতে আপনার সহযোগিতার জন্য।
    আপনার নির্দেশমত আমি হিরেন বুট সিডি তৈরী করতে সফল হয়েছি। কিন্তু সমস্যা হল আমার ল্যাপটপ হল CQ45 যা স্বাভাবিকভাবে XP Support করে না। আমার সেই ল্যাপটপ তো হিরন বুট সিডি দিয়ে বুট করা গেলেও ড্রাইভ ক্লোন করা যায় না। তবে ডেস্কটপ এর ড্রাইভ ক্লোন করা যায়। এর সমাধান কি? দয়া করে পরামর্শ দিন।

    ————রাকিব

  13. ভাইয়া,আসসালামু আলাইকুম
    দেখুন কন্ট্রল পেনেল এর কোড হচ্চে:Control Panel.{21ec2020-3aea-1069-a2dd-08002b30309d}
    মাই কম্পিউটার – My Computer.{20D04FE0-3AEA-1069-A2D8-08002B30309D}
    এই কোড গুলো আমি অন্য আরেক জনের মাধ্যমে জানতে পেরেছি। এখন আমার প্রশ্ন হচ্চে যে, অন্যান্য কোড যেমন: রিসাইকেল বিন,
    ফোল্ডার অপমন, সার্চ রেজাল্ট ইত্যাদি এর কোড গুলো জানার মূল উতস কি? ধন্যবাদ

  14. মেহেদী ভাই, PDF file edit করার কোনও free software থাকলে download করার link জানাবেন please.

    মহেশ রায়
    কোলকাতা

Leave a Reply to jasim rayhanCancel reply

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস