সমস্যা ও সমাধান

এখানে আমরা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরবো এবং সমাধানের চেষ্টা করবো। অনেকটা প্রশ্ন উত্তর পর্বের মত। যে কেউ প্রশ্ন করতে পারবেন এবং যে কেউ তার উত্তরও দিতে পারবেন।

১,৪৯৯ Comments on "সমস্যা ও সমাধান"

  1. মেহেদী ভাই,
    আস্ সালামু আলাইকুম।

    আচ্ছা এমন কোন পদ্ধতি বা সফ্টওয়্যার আছে কি যার মাধ্যমে একটি সাইটের সব তথ্য ডাউনলোড করে পরে অফ লাইনে দেখা যায়। যেমন আমি আপনার সাইটের সকল টপিক ডাউনলোড করে পরে অফ লাইনে দেখতে চাই।

    দয়া করে পরামর্শ দিন।

  2. মেহিদী ভাই আমার সালাম নিবেন

    MS Word এ লিখার সময় যেমন বানাস ভূল হলে তা সংশোধন করার জন্য বিভিন্ন word আসে ? বাংলা লেখার সময় বানান ভূল হলে তা ঠিক করার জন্য এমন কোন সফটওয়্যার আছে কি তা জানেলে উপকৃত হতাম।

  3. ভাই সালাম নিবেন

    পন্ডিত নামে বাংলা স্পেল চেকার আমি কোথায় থেকে সংগ্রহ করতে পারি, কম্পিউটার মার্কেট থেকে না ইন্টারনেট থেকে ডাউনলোড করতে পারব। ইন্টারনেট থেকে লোড করতে হলে তার ঠিকানা প্লিজ।

    1. সেফ মুডে আমি চেষ্টা করেছিলাম, ডিলিট করা যায়না। আপনি যদি আপনার হার্ডডিস্কটিকে অন্য আর একটি কম্পিউটারে সেকেন্ডারী হার্ডডিস্ক হিসাবে ইন্স্টল করেন তার পর যেই কম্পিউটারে আপনার হার্ডডিস্ক ইনস্টল করেছেন সেটি চালু করুন। এবার আপনার সেকেন্ডারী হার্ডডিস্কের x:\windows\system32 ফোল্ডার থেকে Wgatray.exe ফাইলটি ডিলিট করেতে পারবেন। আশা করি কাজ হবে। আমার লেখা বুঝতে সমস্যা হলে আপনি মেহেদি ভাইএর সাথে যোগাযোগ করুন। তহলে মেহেদি ভাই আপনাকে আরো সহজ ভাবে ব্যপারটি বুঝিয়ে দিতে পারবে। আমি এই লাইনে নতুন তাই সব কিছু গুছিয়ে লিখতে পারিনা।আশা করি মেহেদি ভাই সাহায্য করবে।

  4. আমি অবাক দৃষ্টিতে চেয়ে থাকি আপনার নিত্য নতুন তথ্য প্রযুক্তির চোখের দিকে
    কত জানা অজানা তথ্যের কথা বলে চোখ গুলি…………….
    কিছু চোখ চেয়ে থাকে অপলক,
    আর সেই কারনেই আপনাদের/আপনার কাছে বারবার সাহায্যের দৃষ্টি রাখা…
    আমার একটা Web ID /software প্রয়োজন …….. যেটা English To bangla translations করবো Complete ভাবে ………?

  5. ভাইয়া
    আমি আপনার ওয়েব সাইটের একজন নতুন দর্শক তবে আমি খুব খুশি আপনার এই ওয়েব সাইট দেখে। যা আমাদের মতো নতুন ইউজার দের জন্য অত্যন্ত সাহায্যকারী। প্রথম আলো’তে আপনার লেখাগুলো দেখি এবং ভালো লাগে যে দুনিয়াতে এখনো সাহায্যকারী মানুষ আছে। ধন্যবাদ ভাইয়া আপনার এই সাহায্যর হাত আরো প্রসারিত হোক এবং আল্লাহ আপনাকে আরো হায়াতা দারাজ করুন।
    ভাইয়া আমার একটা বিষয়ে খুব জানার ইচ্ছা আছে কিন্তু কারো কাছ থেকে এখনো পর্যন্ত এটি জানতে পারিনি- যদি আপনি আমাকে এই বিষয়টি সম্পর্কে জানাতেন তাহলে আমার অনেকদিনের জানার ইচ্ছাটা পুরন হতো।
    বিষয়টি হলো – আমি কিভাবে ইন্টারনেটের মাধ্যমে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে কানেক্ট হবো? অর্থাং রিমোট ডেস্কটপ নামের যে সফটওয়্র্যার টি উইন্ডোজ এ আছে তা আমি কিভাবে ব্যবহার করবো যদি এই ব্যাপারে একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করতেন তবে বিশেষ উপকার পেতাম। আমি আশা করি আমার প্রথম অনুরোধটি আপনি রাখবেন।
    আপনাকে আবারো ধন্যবাদ জানিয়ে আজা এইখানেই শেষ করছি।
    খোদা হাফেজ

    তুরান
    অনার্স ফাইনাল ইয়ার পরিক্ষার্থী
    সাতক্ষীরা।
    মোবাইল – ০১৮১৮ ২২২৮১৭
    ই-মেইল – [email protected]

  6. Mehedi vai,
    Salam nibeb Computer tips is very good. My some problem
    I start computer on but veverytime need to seting desktop after half houre autometic desdtop block color. I used XP and my windows media player 11 not open not see the dvd cd I use internet everyting see the movies natok. This time what can i do?

    Mollik
    USA

    1. Mr. Mollik

      Let me understand your problem first,
      Every half an hour or so you get screen saver but when you move your mouse or tap on key board windows screen come back.
      If thats the case, you can do one thing: Right click on your desk top and chose
      properties then look for screen saver tab and click on that in the dialog box.

      Then chose none in the screen saver dialog box from drop down arrow and then chose apply at the bottom.

      That should work.If you need more help just e-mail me i will give my contact number, seems like i live around you.

      Thanks
      Rashed
      [email protected]

  7. সালাম ,মেহেদি ভাই আশা করি ভালো আছেন এবং আপনার ভালোথাটাই কামনা করি।ভাই আমি কিছু ছবি দিয়া একটা ভিডিও তৈইরি বা বানাতে চাই। এর জন্য কি কোনো ব্যবস্থা আছে মানে কোনো সফট আছে কিনা।আমি মুভি মেকার দিয়া টাই কোর ছিলাম সফল হই নাই।

  8. সালাম ভাই আশা করি ভালো আছেন এবং আপনার ভালোথাকাটাই কামনা করি রিয়াদ হইতে।মেহেদি ভাই আমি কিছু ছবি দিয়া একটা ভিডিও বানাতে চাই মানে বিয়া সাদীর সিডি যেভাবে বানানো হয়।আমি মুভি মেকার দিয়া টাই করছি সফল হই নাই।দয়া করে কোনো সমাদান দিন প্লীজ

  9. আসসালামু আলাইকুম ভাইয়া,
    আমার ব্লগ স্পটে একটি সাইট আছে। যেমন: http://www.nadersworld.blogspot.com এখন আমার প্রশ্ন হচ্ছে ব্লগ স্পটে আমি যা কিছূ করি সব কিছূ এক পেজের মধ্যেই করতে হয়। কিন্তু আমি চাচ্ছি যে লিঙ্ক হিসাবে আমার অন্ত্যত ২-৩টি পেজ থাক কিন্তু আমি তা পারছি না। যদি সাহায্য করতেন তাহলে অনেক উপকৃত হতাম। এবং সাথে সাথে আপনাকে অনেক ধন্যবাদ কারন আপনি আমার সকল প্রশ্নের উত্তর দিয়েছেন। অাপনার জন্য আমাদের মত অনেকেই অনেক কিছূ শিখতে পারতেছি।

  10. এক পেজে কত গুলো দেখতে চাই তা আমি ঠিক করতে পারি না যদি একটু হেল্প করতেন প্লিজ?

  11. Can i change or modify windows system file. like changing any default text or picture. Overall i want to personalize a operating system then i want to write as a bootable cd , for my personal use. Can i get any tips for this….please help me

  12. ভাইয়া আমার কম্পিউটার নতুন করে সেটআপ করি।ইন্টারনেট অপেন করে আপডেইট হচ্ছে ।কিন্তু activex contorl ইন্সটল হচ্ছে না যার ফলে flash player ও কাজ করছে না।অনেক পেইজ ও অপেন করছে না।কি করব জানাবেন।

  13. মেহেদী আকরাম ভাই আপনি আমার সাইট ভিজিট করেন।
    আমি আমার সাইটে পুল ব্যাবহার করতে পারছিন না।
    দয়াকরে সাহায্য করুন।

  14. ভাই !আমি কিছুদিন আগে ip shark নামের একটা softwear download করেছিলাম ,পরে আবার এটা unistall করি ! কিনতু>>> এখন যখন computer open করি তখন একটা মেসেজ আমি দেখতে পাই > যে এটা কাজ করছেনা এই pc তে !!! আমার question হল ,এটা কে কি ভাবে আমি remove করবো pc থেকে! please give me a right solution !! thx for your bieng………

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস