সহজেই টুইটারের ফলোয়িংদের ম্যানেজ করা

জনপ্রিয় মাইক্রোব্লগ টুইটারে সর্বচ্চো ২০০০ জনকে ফলো করা যায়। বিভিন্ন প্রয়োজনে এসকল ফলোয়িংদের (বাদ দেওয়া) আনফলো করার প্রয়োজন হয়। টুইটার থেকে ফলো ফলোয়িংদের একটি একটি আনফলো করা যায়। তবে চাইলে ‘ম্যানেজ ফ্লিটার’ সাইটের মাধ্যমে সহজেই একসাথে একাধিক ফলোয়িংদের আনফলো করা যায়।
এজন্য www.manageflitter.com সাইটে গিয়ে টু্ইটার দ্বারা লগইন করুন।
এবার বাম প্যানেলের Not Following Back, No Profile Image, Non-English, Inactive, Talkative, Quiet, High Ratio High Ratio বা Everyone You Follow এর দ্বারা ফিল্টার করে ফলোয়িংদের বের করুন।
এবার Quick Edit এ ক্লিক করে যাদের কে আনফলো করবেন তাদেরকে নির্বাচন করে ডানের Unfollow * Selected এ ক্লিক কর্বন। তাহলে তাদেরকে আনফলো করা হয়ে যাবে।
প্রাথমিকভাবে প্রতি ২৪ ঘন্টায় ১০০ জনকে আনফলো করার লিমিট পাওয়া যাবে। এই লিমিট বৃদ্ধি করতে চাইলে উপরে Increase your daily unfollow limit to 2000 লিংকে ক্লিক করুন এবং Follow Us, Send Tweet, Subscribe এবং Invites! এর দ্বারা যথাক্রমে ২০০, ২০০, ৩০০, ১২০০ বাড়ানো যাবে।

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস