সমস্যা ও সমাধান

এখানে আমরা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরবো এবং সমাধানের চেষ্টা করবো। অনেকটা প্রশ্ন উত্তর পর্বের মত। যে কেউ প্রশ্ন করতে পারবেন এবং যে কেউ তার উত্তরও দিতে পারবেন।

১,৪৯৯ Comments on "সমস্যা ও সমাধান"

  1. মেহেদী ভাই, কেমন আছেন? আমার একটি প্রশ্ন ছিল। USB অর্থাত পেন ড্রাইভ যেন কেউ ফরমেট করতে না পারে বা পেন ড্রাইভের কোন ফাইল যাতে মুছে ফেলতে না পারে তার কোন উপায় আছে কি?

  2. মেহেদি ভাই ভালো আছেন আশা করি।আমার প্রশ্ন হলো আমি যাকে ওয়েব ক্যাম এ দেখছি তার ভিডিও কিভাবে সেভ করে রাখবো ।

  3. ‍‍‍”আসসালামুআলাইকুম”ভাই আমি Mozilla Firefox 3 Beta 5 ……..Firefox 3.0.13 ব্যবহার করি। কিন্তু ট্রাক্সবারে ছোট করে লেখা আসে ফাইল(F), তারপরের টা বুঝতে পারিনা খুব ছোট করে বাংলাতে লেখা এবং (E), লেখা পূর্বের (v), পুর্বতী তথ্য (S),বুবমার্ক (B), এভারে আরও কিছু অপশন আছে, এই অপশনের ভিতরে ও বাংলাতে লেখা যা এতই ছোট যে বোঝার উপায় নাই। আপনি যে ই-মেইল পাঠিয়েছেন আমি তাহা বুঝিতে পারি নাই। দয়া করিয়া এব্যাপারে বিস্থারিত জানাবেন। আর একটি প্রশ্ন এখন যে আমি আপনাকে মন্তব্য করলাম আপনি কিন্তু আমার ছবি দেখতে পারছেন না। আমি কি করলে বরবর্তি মন্তব্যে আমার ছবি দেখা যাবে, আমি তো এই নামে একবার একাউন করেছি, আবার করতে গেলে দেখায় এই ইমেইলে একাইন আসে। আমি এখন কি করবো ভাই, একটা উপায় বলেদেন ভাই। ‍‍‍”আসসালামুআলাইকুম”
    ইমেইলে সমাধান পাঠায়েন ভাই। আল্লাহাফেজ,

    1. বাংলা ফায়ারফক্সে বাংলা ফন্ট ছোট দেখায় কারল ইংরেজীর তুলনায় বাংলা ফন্ট ছোট।
      আপনি http://www.shamokaldarpon.com/?p=1317 এই পোস্টটি ভাল ভাবে পড়ুন। আপনি gavatar এ যদি ছবি যুক্ত করেন তাহলে এখানে আপনার করা সকল মন্তব্যে ছবি দেখা যাবে।

  4. Hi Mehedi vai,
    I have face a problem with anti virus. Few month ago i was installed “symantec endpoint protection” anti virus. but for few days it has been out of date.But i can’t uninstalled that from computer.During uninstalled windows show a massage “it can’t uninstalled due to fatal error during installed”. How can i solve the problem? please help me.

  5. মেহেদি ভাই সালাম নিবেন আশা করি আল্লাহর রহমতে ভাল আছেন।আপনার আগের সমাধানটি আমার খুব কাজে লেগেছে এর জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।আমি আরেকটা বিষয়ে জানতে চাই সেটা হচ্ছে আমি একজন ইন্টারনেট ব্যবসায়ি।আমার সার্ভারে মাইক্রোটিক ইনস্টল করা।আমার সার্ভার আমি নিজে বানাইনি।।আমার প্রশ্ন হচ্চে মাইক্রোটিক কি ? এটা কি কোন অপারেটিং সিস্টেম নাকি কোন সফ্টওয়ার ? যদি কোন অপারেটিং সিস্টেম বা কোন সফ্টওয়ার হয় তবে এটা কোথায় পাব এবং কিভাবে ইনষ্টল করতে হবে যদি জানাতে পারেন তবে খুব উপকৃত হব।আপনাকে অশেষ ধন্যবাদ।

    1. মাইক্রোটিক বা মিইক্রোটিক বা সম্ভবত mikrotik সম্পর্কে আমার কোন ধারণা নেই।
      তবে নিচের লিংকগুলো দেখতে পারেন।
      http://forum.projanmo.com/viewtopic.php?id=5744
      http://forum.projanmo.com/viewtopic.php?id=5884
      http://www.mikrotik.com
      এটার নিজেই বোঝার চেষ্টা করুন।

  6. ‘আপনার উপর শান্তী ও সকল প্রকার রহমত বর্ষিত হউক’
    আমি নতুন কম্পিউটার কিনেছি । প্রথম থেকে কন্পিউটারের কোন বিষয় গুলো জানতে হবে, কোথায় জানতে পারবো । কি কি শিখতে হবে। প্রথম থেকে সচিত্র টিপস, বই, ভিডিও টিউটোরিয়াল, ইত্যাদি কোথায় পাব?
    প্লিজ প্লিজ জানাবেন ।

  7. মেহেদী ভাই,
    সালাম নিবেন,আশা করি ভাল আছেন।আমি একটা আউটলোকএ মেইল একাউন্ট খুলতে চাই।মেইল একাউন্টটা হবে [email protected] এই রকম। কিভাবে খুলব?

    ইতি
    পারভেজ।

    1. আউটলুক একটি ইমেইল ক্লাইন্ট। এখানে অন্য একাউন্ট (পপ৩) ব্যবহার করা যায়।
      আর [email protected] নামে ইমেইল একাউন্ট চাইলে অবশ্যয় http://www.pervas.com নামে আপনার একটি ডোমেইন (ওয়েবসাইট) থাকতে হবে।

  8. আমি acronis truee image home 2009 দিয়ে ৫ মিনিটের এক্রপি সেটআপ ডিস্ক তৈরি করেছি এটা দিয়ে আমি নতুন হার্ডডিস্ক (পার্টিশন ব্যাতিত) সেটআপ দিতে পারতেছি । কিন্তু পার্টিশন করা হার্ডডিস্ক সেটআপ দিতে পারতেছিনা যে পার্টিশন ছিল তা ভেংগে যায়। আমি চাচ্ছি পার্টিশন করা থাকলে এক্রপি সেটআপ দিতে পারব কিভাবে করলে আমি করতে পারব ।

  9. মেহেদী ভাই,
    সালাম নিবেন। পিসি থেকে যে কোন মোবাইলে ফ্রি SMS করার ভাল কোন সাইট আছে কি।দয়া করে একটু জানাবেন।
    ধন্যবাদ

  10. আকরাম ভাই,
    আপনার সাইটের বাংলা লেখাগুলো পরিস্কার, বড় এবং স্পষ্ট দেখায়। আমার ওয়ার্ডপ্রেসের সাইটে এমনটা দেখায় না। আমার সাইটে কি লেখাগুলো পরিস্কার, বড় এবং স্পষ্ট করে দেখানো যায়? গেলে কিভাবে?

  11. মেহেদী ভাই,
    সালাম নিবেন, আশা করি ভাল আছেন? আমি আমার কম্পিউটারে নতুন করে একটি ড্রাইভ খুলতে চাই, কি ভাবে আমি নতুন ড্রাইব খুলব।
    পারভেজ।

  12. আমি চাচ্ছি কোন সাইজের পার্টিশনে acronis true image home দিয়ে ড্রাইভ ফরমেট করতে পারব এবং ডাটা বেকআপ করতে পারব । যদি সম্ভব হয় তাহলে জানাবেন । কিভাবে করলে ডাটা বেকআপ দিতে পারব।

  13. via amar pc ta avast anti virus silo virus prob hoata ami format kori ar por thaka kano anti virus ar web page dukh ta gala try again msg asa baki all page open hai anti virus oh remove kora dekhachi tao ohh aki prob ami 2 bar format korchi kintu kaj hoch na ke korbo ami akhon kano anti virus ar update dwn korte parchi na kano vaba ke korta pari….. pls pls Help korle valo hoba

    1. আমি আপনার সমষ্যাটা পরিস্কার বুঝতে পারিনি।
      এন্টিভাইরাস ডাউনলোড না হবার কোন কারণ নেই।
      …………. আর বাংলিশ লেখা উচ্চারণ করতে পারিনা। দয়া করে বাংলাতে বা ইংরেজীতে লিখবেন।

  14. আমার কাছে হিরেন বুট সিডি আছে কিভাবে করতে হবে একটু যদি বুজিয়ে বলতনে তাহলে ভাল হত। কিভাবে ডাটা বেকআপ নিব এবং কিভাবে রিস্টোর করব । পার্টিশন করা থাকলে শুধু c ফরমেট দিয়ে বেকআপ দিতে পারব।

  15. মেহেদী ভাই,
    সালাম নিবেন, আমাকে বাচাঁন। আজকে সকালে কম্পিউটার start করে দেখি আমার কম্পিউটারে কিছু ফাইল মিছিং হয়েছে। পরে আমি কম্পিউটার নতুন করে setup দিছি।এখন দেখি আমার কম্পিউটারে কোন ড্রাইভ নাই।এবং সকল তথ্য মুছে গেছে। আমার ড্রাইভ D,E,F,G কিছু নাই। আমি এখন এইগুলি কিভাবে পাব।
    ইতি,
    বিপদমুখি পারভেজ।

    1. আপনি সম্ভবত পার্টিশন মার্জ করে দিয়েছেন ফলে কম্পিউটারে একটি ড্রাইভ হয়ে গেছে। এমতবস্থায় ডাটা রিকভার করা মনে হয় সম্ভব নয়। তবে প্রফেশনালরা উদ্ধার করতে পারে (চার্জ অনেক)।
      উইন্ডোজের সিস্টেম ফাইল মুছলে এক্সটি ইনস্টল না দিয়ে নিচের পদ্ধতি অবলম্বন করতে পারবেন।
      http://www.shamokaldarpon.com/?p=1410

  16. ভাইয়া,
    আমি আপনার ওয়েব সাইটটি ভিজিট করতে পারি কেন?
    আমি ইন্টারনেট এক্সপ্লোয়ার দ্বারা ইন্টারনেট ব্রাইজ করি। আপনার ওয়েব সাইটে ঢুকতে গেলে কিছুক্ষণ পর ডন্ট সেন্ট ডায়ালগ বক্স আসে। ইহার কোন উপায় বলে দিলে খুশি হব।

  17. ভাইয়া আপনি কেমন আছেন?
    ভাইয়া আমি এস.এম.ওয়ার্ড ফাইলে কিভাবে পি.ডি.এফ ফাইল করব। জানাবেন কি?

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস