সমস্যা ও সমাধান

এখানে আমরা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরবো এবং সমাধানের চেষ্টা করবো। অনেকটা প্রশ্ন উত্তর পর্বের মত। যে কেউ প্রশ্ন করতে পারবেন এবং যে কেউ তার উত্তরও দিতে পারবেন।

১,৪৯৯ Comments on "সমস্যা ও সমাধান"

  1. মেহেদী ভাই ভালো আছেন? আমি একটা সমস্যায় পড়েছি। সেটা হল- সমকাল দর্পন থেকে আমি প্রতিনিয়ত মেইল পাই কিন্ত গত ২৩ সেপ্টেম্বর এর আগে যত মেইল পেয়েছি তা মেইল একাউন্ট এ দেখা যাচ্ছে না। সমকাল দর্পন ছাড়া যে সকল মেইল ছিল তার সবই আছে। এখন উক্ত মেইল ফিরে পেতে আমাকে কি করতে হবে? আর সমস্যাটাই বা কি হল? ভালো থাকবেন আপনি সহ সবাই।

  2. Mehdi vai,

    Salam Niben ,Amar Internet Wed side a problem dekha diyese ami movies drams natok dekhte gele a messege asitese akhon ami ki korte pari janaben vai.

    This website has been reported as unsafe

    We strongly recommend to discontinue the use of this website.
    Activate my Web protection software

    This website has been reported to Microsoft for containing threats that might steal personal or financial information from your computer
    More information

    Mollik

  3. মেহেদী ভাই আমার কম্পিউটার ওপেন করার সময় কিছু মেসেজ আসে আমি চাই এই সকল মেসেজ না আসুক। আমি কি ভাবে এই মেসেজ আসা বন্ধ করতে পারি। তার বিষয়ে কিছু জানাবেন কি?

    1. স্টার্টআপের প্রোগ্রামগুলোর থেকে (যে যে ম্যাসেজ আসছে সেগুলো থাকলে) বাদ দিয়ে দিন।

      Run>msconfig>Startup ট্যাব> যা যা চেক করা আছে সেগুলো কম্পিউটার চালু হবার সময় চালু হয়।

        1. আসসালামুআলাইকুম , আমার কম্পিউটারেও একই সমস্যা আছে। আমি যখন মেহেদি ভাইয়ের কথা মতো Run>msconfig রান করি তার পর এই উন্ডোটা আসে, Windows script Host, script : C:/windows/system32/winjpg.jpg, line: 1, char: 136512, Error: Unterminated string constant, code: 800a0409, source: microsoft VBScript compilation error. এখন আমি কি করতে পারি?

    1. নোটপ্যাডে নিচের কোড লিখে turnoffcheckdisk.reg নামে সেভ করুন এবং রান করুন।

      Windows Registry Editor Version 5.00

      [HKEY_LOCAL_MACHINE\SYSTEM\CurrentControlSet\Control\Session Manager]
      “AutoChkTimeOut”=dword:0000000

      [HKEY_LOCAL_MACHINE\SOFTWARE\Microsoft\Windows NT\CurrentVersion\Winlogon]
      “SFCScan”=dword:00000000

  4. মেহেদী ভাইয়া, আমরা ডিভি লটারী ২০১১ ফরম পুরণ করলে কানেকশন ইনটারেপটেড লেখা আসে। সমস্যা কোথায় জানালে খুশী হবো।

  5. vhaia, amar pc vhulboshoto setup dite gie format hoe gieche ekhon amar kache
    Recover My Files v3.80—-softwareta ache but er activation code—ta nai.
    jodi apnar kache ei soft/vhalo onno kono soft–er activation code thake thahole amake
    email kore janale khub upkrito hobo. karon kicho imporant picture chilo
    please>>>>>>>>>>>>
    [email protected]

  6. প্রিয়,
    মেহেদী ভাই সালাম নিবেন। আশা করি ভাল আছেন? আমার আজকের সমস্যা হল, মন্তব্য যোগ করার জন্য আমি আমার ওয়েবসাইটে এই

    NAME:
    EMAIL:
    COMMENTS:

    কোড ব্যবহার করে কোন মন্তব্য আসছে না। এখানে কি করতে হবে জানাবেন।

    1. http://www.infocomputer-bd.blogspot.com/ সাইটেরতো সবকিছু ঠিকই আছে।
      আমার পোস্টগুলো দেখলাম আপনার উপরোক্ত সাইটে। প্রত্যেকটা পোস্টের নিচে অবশ্যয় যে লিংক থেকে নিয়েছেন তা উল্ল্যেখ করবেন।

  7. আমার Google Earth এ রেজিস্ট্রেশন করা আছে। Google ম্যাপের কোনো নির্দিষ্ট স্থানে কিভাবে ভিডিও ফাইল সংযোজন করবো? জানাবেন কি?

  8. ভাইয়া,

    একটু খারাপ লেগেছে আপনার মেইল টা পড়ে।তাহলে কী আমার সমস্যা সমাধান করতে পারবো না।
    রেজিস্ট্রি এডিটর সম্পর্কে জানতে চাই,প্লিজ,ভাইয়া
    Reference : page_id=633#comment-1829

    নাজমুল

  9. মেহেদী ভাই,
    আমার কম্পিউটারে ভাইরাস এট্যাক করে। তারপর আমি কম্পিউটার সেটাপ দেই।
    কিন্তু সেটাপ দেওয়ার পর থেকে কম্পিউটার স্লো কাজ করে। টিপসটি দিলে বড়ই উপকৃত হব।
    ভাল থাকবেন।

  10. সালাম মেহেদি ভাই
    আশা করি ভালো আছেন।ভাই আমি ছবির backgarun পাল্টাতে চাই ।সহজ কোনো সফট থাকলে দেবেন প্লীজ।আন্য কারো সহজ উপায় জানালে দেবেন প্লীজ?

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস