সমস্যা ও সমাধান

এখানে আমরা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরবো এবং সমাধানের চেষ্টা করবো। অনেকটা প্রশ্ন উত্তর পর্বের মত। যে কেউ প্রশ্ন করতে পারবেন এবং যে কেউ তার উত্তরও দিতে পারবেন।

১,৪৯৯ Comments on "সমস্যা ও সমাধান"

  1. ভাইয়া
    কম্পিউটার সমস্যা টির উত্তর এখনো পাইনি।
    ফটোশপ এবং ইলেষ্ট্রটর ২-৩দিন পর আর কাজ করে না।

    Please>>>>>>>>>>

  2. ১) আমি Windows XP SP3 ব্যবহার করি। নতুন কোন সফটওয়্যার ইনস্টল করলে মাঝপথে Windows-Drive Not ready শিরোনামে মেসেজ আসে। শিরোনামের নিচে লেখা থাকে Exception Processing Message c00000a3 Parameters 75b6bf7c 4 75b6bf7c 75b6bf7c. এর নিচে cancel Try again Continue এই ৩টি option দেয়া থাকে। একারণে আমি কোন নতুন সফটওয়্যার ব্যবহার করতে পারছি না। আবার কোনরকমে সফটওয়্যার ইনস্টল করলেও কিছুক্ষণ পর তা অকার্যকর হয়ে পড়ে।কোন প্রোগ্রামের আইকনে ক্লিক করলে C: Program filesProgram’s name Program’sName.exe শিরোনামের নিচে windows cannot access the specified device, path or file. You may not have the appropriate permissions to access the item. মেসেজ আসে। আমি Unlocker, Winrar, AVG Antivirus install করেছি কিন্তু তা এখন অকার্যকর। এই সুযোগে আমার কম্পিউটারে Windows 32/Tanatos.M ও Windows 32/DH.CAFF820038 ভাইরাস আক্রমণ করেছে। আমি কিভাবে এইসব সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারি?
    ২) System Boot ও System Volume Information-এ বেশকিছু Malware আঘাত করেছে। সব সময় এগুলোকেই আঘাত করে। এগুলোকে নিরাপদ রাখার উপায় যথাশীঘ্র জানালে উপকৃত হব।

  3. মেহেদী ভাইয়া, সালাম নিবেন। আমার একটা ইনটারনাল টিভি টিউনার আছে। ইনটেক্স পিসি টিভি ক্যাপচার, ভারসন ০৪১৩। যার সফ্টওয়ারে সিরিয়াল নাম্বার মিস হয়েছে। যার কারণে ইনস্টল করা যাচ্ছে না। কিভাবে সিরিয়াল নাম্বারটা পেতে পারি জানালে খুশি হবো।

  4. মেহেদী ভাই সালাম নিবেন। আমি নাইজেরিয়াতে একটা কোম্পনীতে কর্মরত আছি। এখান থেকে ফেসবুক সহ আরো কিছু ওয়েব সাইটে ঢুকা যায়না। কোন উপায় আছে কি? জানানেব। ধন্যবাদ।

  5. হঠাত করে আমার পিসির সিপিইউ পাওয়ার অন করার প্রায় ৩০ সেকেন্ডের মধ্যে আবার অফ হয়ে যাচ্ছে। বারবার চেষ্টার পরও একই ফলাফল পাওয়া যাচ্ছে। অনুগ্রহ করে সমাধান দিলে কৃতজ্ঞ থাকবো। আমার কম্পিউটারটি ডুয়াল কোর মানের, আপডেটেড এন্টিাভাইরাস সফটওয়্যার আছে। একদিন আগেও কোনো সমস্যা ছিল না।

  6. একটা পিসিকে প্রিন্ট সার্ভার হিসাবে ব্যাবহার করা হচ্ছে।সমস্যা হচ্ছে যখন পিসি অন করা হয় তখন সব শেয়ার পিসি গুলো প্রিন্টার শেয়ার করতে পারে কিন্তু এক ঘন্টা/দেড় ঘন্টা যাওয়ার পর শেয়ার পিসি গুলো আর প্রিন্টার শেয়ার করতে পারেনা ।প্রিন্ট সার্ভার পিসিকে রিস্টার্ট করার পর আবার শেয়ার করতে পারে। পিসি এবং অপারেটিং পরিবতর্ন করে দেখেছি একই অবস্থা ।কি করতে পারি জানাবেন।

    1. আগে নিম্চিত হন যখন শেয়ার পিসিগুলো প্রিন্ট সার্ভার পাইনা তখন প্রিন্ট সার্ভার ল্যানে একসেস করা যায় কিনা।
      যদি না যায় তাহলে ভাইরাস জনিত কারনে হতে পারে।
      আপনি কোন এন্টিভাইরাস ব্যবহার করছেন?

    2. প্রিন্ট সার্ভার পিসিতে ডস মুডে গিয়ে net session /delete লিখে Enter চাপুন তারপর দুই বারই yes করুন । আমার মনে হয় আপনার প্রবলেম সলভড।

  7. আপনাকে অনেক ধন্যবাদ। পাওয়ার সাপ্লাই পরিবর্তন করে দেখেছি কোনো লাভ হয় নি। একবার পুরোপুরি অন হয়েছিল। কিন্তু ৩/৪ মিনিট পর আবার অফ হয়ে গেছে। আবারো চেষ্টা করলাম এবারো একই অবস্থা। তাহলে কি আমার পাওয়ার সিস্টেম নষ্ট হয়ে গেছে? অনুগ্রহ করে জানাবেন কি?

    1. যদি আপনার পিসি তে লাইন না থাকে তাহলে আপনার পাওয়ার সাপ্লাই এর সমস্যা আর যদি পিসিতে ইলেকট্রিক লাইন থাকে তাহলে আপনার সফটওয়্যার এর সমস্যা। আপনি কম্পিউটার অন করার পর অফ হলে দেখেন যে পিসি/মনিটর এর ইলেকট্রিক লাইন আছে কি না? যদি থাকে তাহলে আপনি আপনার সফটওয়্যার টি পরিক্ষা করে দেখুন। হতে পারে।

  8. Mehedi Bhai, I’ve installed the MS Office 2007. there is a software called Visio Viewer. I can’t use that. I’ve downloaded it separately from MS website too and installed. But still I’m not being able to use it. Could you please tell me how to use this software?

  9. সালাম নিবেন ভাই,
    আমার কিছু প্রশ্ন ছিল আশা করি কষ্ট করে উত্তর দিবেন।
    ১) SYSTEM VOLUME INFORMATION ( C/:)– এই ফোল্ডারের ফাইলসংখ্যা দিনে দিনে
    বেড়েই চলেছে। বর্তমানে প্রায় ১.৫ জিবি(hd-80 gb maxtor). আমি যদি এর ফাইলগুলো ডিলিট করি এতে কোন ক্ষতি আছে কি?
    ২) তাছাড়া এতে ১টা ফাইল থাকে CHANGE LOG এটা ডিলিট হয় না।
    এটা কি ভাইরাস ?
    ৩) SYSTEM RESTORE–এর সাথে এর কোন সম্পর্ক আছে কি?
    (আমি SYSTEM RESTORE–অন রাখি যেন কোন সমস্যায় পড়লে পূর্বের অবস্থায়
    যেতে পারি)
    ৪) তাছাড়া ইদানিং FOUND.000 & FOUND.001 (hidden file—C/:)– দেখা যাচ্ছে
    এটাকি ক্ষতিকর কিছু?

  10. আসসালামু আলাইকুম
    কেমন আছেন আশা রাখি ভাল থাকেন সব সময়।
    আমরা জানি হার্ড ডিস্ক হলো তথ্য জমাদান কারী। একটি কম্পিউটারের অন্যতম ডিভাইসের মধ্যে থেকে হার্ড ডিস্ক হলো অন্যতম।
    আমি জানতে চাই Heard Disk যদি নষ্ট হয়ে যাই তাহলে কম্পিউটারের মধ্যে কি কি সমস্যা দিখা দেয় এবং জানতে চাই Heard Disk এর মধ্যে কোন জিনিসটি নষ্ট হয় বেশী। এবং বেড সেকটর টি কী।
    ভাইয়া সহজ ভাসাই বুঝিয়ে দিলে খুশি হবে।
    আল্লাহ হাফেজ ভাল থাকেন।

  11. Mehdi Vai,
    Salam Niben asa kori valo asen , Amar computer a some problem Computer On korle kisu messege asitese jar karone ami desktop setting korte parsi na and kono sound nai amar computer a . Yesterday Computer On korar por Autometic Anti virus pro 2010 download hoyese and ar por kheke anek messege asitese jar karone ami Internet open korte parsi na

    See My Attachted File , I have LifeCD, Bootable Disk But kono tai diye kaj korte parsi na akhon ami ki korte pari doya kore bolben pls. Ami ak dokan theke computer thik kortam dokanta arek alakai cole gese jar karone thik korte parsi na .

    Mollik
    New York
    USA

  12. জনাব মেহেদী
    আসসালামু আলাইকুম।
    আমার পিসি ৮/১০ বার পাওয়ার বাটন অন অফ করার পর স্টার্ট হয়। প্রথমবার পাওয়ার অন করার পর ৫/৬ সেকেন্ড পর অফ হয়ে যায়। পরের বার সময় কিছুটা বেড়ে আবার অফ হয়। এভাবে প্রতিবার সময় বৃদ্ধি পায় আর অফ হয়। তারপর এক সময় অন হয়। আমার পিসি ডুয়াল কোর, এভিজি এন্টিভাইরাস আছে। সমস্যার সমাধানের জন্য আপনার সানুগ্রহ অপেক্ষায় থাকলাম।
    –মাহবুব খান

  13. Mehedi Bhai,assalamualikum and thnx for your answer. Today I’ve come to u for a different problem. I use NEC e616 mobile and use a djuice connection. I wanna use wap. But I’m not being able to use it. It wants APN Address. But I don’t know the APN Address of GP. By the way djuice is 2.5G. But when I use an AKTEL 2G connection, my mobile automatically gets connected to WAP. But I wanna use GPWAP. Could u plz help me? Thnx

  14. আমরা dv2011 লটারি ছাড়তে চা্ই।িকন্তু ৬নং কলামটা বুঝতে পারছি না।আমি বাংলাদেশী ও বাংলাদেশ এ থাকি ।

  15. সালাম ভাইয়া,আমি ঢাকা শেয়ার বাজার এর কোম্পানির যে মূল্য তালিকার যে লিংক যাওয়া আসা করে।সেই লিংকটি আমার win7 এ desktop background web link এ add কি করে করব।

  16. মেহেদী ভাই,
    সালাম নিবেন, আমার Computer a 80% ok hoyese antivirus pro 2010 delete korsi but destop and sound thik korte parsi na আমি 3 jaiga theke delete koresi but aponar deya antivirus(http://olzenkhaw.googlepages.com/RemoveFakeAntivirus.exe) ata link koresi 10 theke 15 minute por abar new message Active security file autometic download hotese akhon ami ki korte pari doya kore janaben pls.

    And see my attachted file

    Mollik
    USA

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস