সমস্যা ও সমাধান

এখানে আমরা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরবো এবং সমাধানের চেষ্টা করবো। অনেকটা প্রশ্ন উত্তর পর্বের মত। যে কেউ প্রশ্ন করতে পারবেন এবং যে কেউ তার উত্তরও দিতে পারবেন।

১,৪৯৯ Comments on "সমস্যা ও সমাধান"

  1. আসসালামুআলাইকুম, আমার মেসেন্জারে এই ম্যাসেজটা আসে, should I get these glasses? I havent made up my mind yet if I like tham or not. here is a picture of them. http://c2ac-b,myspace-pics.info:881images03/4986051/dvt-picture004.jpg.zip

    এই ম্যাসেজটা আসে আমার এক বড় ভাই এর আইডি থেকে তাই আমি কোন কিছু চিন্তা না করে লিন্ক এ ক্লিক করে, ওপেন করতে চাইলাম এবং ওপেন এ ক্লিক করলাম, তারপর ভাইরাস হতে পারে চিন্তা করে বন্ধ করে দিলাম। এর পর থেকে আমি ম্যাসেন্জার খুললেই আমার contacts এ যারা আছে তাদের সবার কাছে এই ম্যাসেজ টা যাচ্ছে, এবং মাউস কার্সার নিজে নিজে ম্যাসেন্জারের ভিবিন্ন যায়গায় গুরে বেড়ায় এবং কাজ করে। কম্পিউটার ফরমেট ছাড়া এই সমস্যার সামাধান কি ভাবে করতে পারি?

  2. ভাইয়া আমি কিছু দিন আগে আমার মোবাইল থেকে ফোল্ডার কপি করি কম্পিউটার এ।এখন আর সেই ফোল্ডার মুছতে পারছি না।কি করব বলবেন কি?

    1. প্রথমে ফাইল শেয়ারিং বন্ধ করুন (Folder Options এ গিয়ে View ট্যাব থেকে Advanced Settings এর Use simple file sharing (Recommended) আনচেক করে OK করুন)।
      এবার যে ফোল্ডার মুছতে পারছেন না তার উপরে মাউসের ডান বাটন ক্লিক করে Properties.এ যান। এবার Security ট্যাবে গিয়ে বর্তমান ইউজারকে Allow এর Full Control করে দিন।
      তাহলে ডিলিট করা যাবে।

      1. ভাইয়া একটি কথা বলতে ভুলে গিয়েছিলাম ।আমি windows7 ব্যবহার করছি ।
        আপনার নিয়ম মেনে দেখেছিলাম windows7 এ কিন্ত্ু কোন কাজ হয় নাই ।
        আবার কি জানাবেন কি করব ।

  3. মেহেদী ভাই সালাম নিবেন।আমার কম্পিউটারের Turn Off দেওয়া পর এই ম্যাশেজটি সো হয়। It is safe to turn off your computer লাইট অফ হয় না। দয়া করে জানাবেন।

  4. মেহেদী ভাই,
    আমার প্রতিদিন ১০ – ১২ এসএমএস পাঠাতে হয় । অনেক টাকা খরচ হয় ।
    http://www.kuripotxt.net/ এবং
    http://freesms.cloudapp.net/
    সাইট থেকে এখন আর কোন এস,এম,এস সেন্ট হয় না। কারন বুঝতে পারছি না।
    দয়া করে একটু সাহাজ্য করবেন কি?

  5. মেহেদী ভাই,
    কিভাবে উইন্ডোজ এক্সপির কোন Drive এর পটভূমিতে পছন্দের ছবি যোগ করা বা পটভূমির রঙপরিবর্তন করা যায় । এবং যদি পূর্বের অবস্থাতে ফিরে যেতে চাই তাহলে কি করব ।

    1. নোটপ্যাডে নিচের সংকেত লিখুন এবং desktop.ini নামে সেভ করুন। তাহলে ড্রইভে থাকা Background.jpg ছবিটি পটভূমিতে দেখাবে।

      [ExtShellFolderViews]
      {BE098140-A513-11D0-A3A4-00C04FD706EC}={BE098140-A513-11D0-A3A4-00C04FD706EC}

      [{BE098140-A513-11D0-A3A4-00C04FD706EC}]
      Attributes=1
      IconArea_Image=Background.jpg
      IconArea_Text=0x000000ff

  6. মেহেদী ভাই আমার প্রত্যেক দিন কমপক্ষে ১০-১২টি এস,এম,এস করতে হয়। অনেক টাকা খরচ হয়। এই খরচ হইতে উদ্ধার পাওয়ার জন্য কি কোন ফ্রি এস,এম,এস সিস্টেম পাওয়া যায়। যদি পাওয়া যায় তাহলে একটু বলবেন। আমার অনেক উপকার হবে।
    ইতি
    লিটু আনাম।

    1. লিটু আনাম ভাই
      আমার ও একই সমস্যা। আমার ও প্রত্যেক দিন কমপক্ষে ১০-১২টি এস,এম,এস করতে হয়। অনেক টাকা খরচ হয়। এই খরচ হইতে উদ্ধার পাওয়ার জন্য যদি কোন ফ্রি এস,এম,এস সিস্টেম পাওয়া যায় তাহলে একটু বলবেন। আমার অনেক উপকার হবে।

  7. কম্পিউটার এর বা পেনড্রাইভের কোন ফাইল কেউ যেন কপি / ডিলিট করতে না পারে। কি করা যায় ? কেউ কি বলতে পার ?

    1. কম্পিউটার এর বা পেনড্রাইভের কোন ফাইল কেউ যেন কপি / ডিলিট করতে না পারে। কি করা যায় ? কেউ বলতে পার ?

  8. মেহেদী ভাই আমার প্রত্যেক দিন কমপক্ষে ১০-১২টি এস,এম,এস করতে হয়। অনেক টাকা খরচ হয়। এই খরচ হইতে উদ্ধার পাওয়ার জন্য কি কোন ফ্রি এস,এম,এস সিস্টেম পাওয়া যায়। যদি পাওয়া যায় তাহলে একটু বলবেন। আমার অনেক উপকার হবে।
    লিটু আনাম।

    1. আমদের সাহাজ্য করার জন্য কেউ কি নেই ?
      মেহেদী ভাই আমাদের কোন কথা কি শোনেন না।
      মেহেদী ভাই দয়া করে আমাদের উত্তর দেন।

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস