সমস্যা ও সমাধান

এখানে আমরা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরবো এবং সমাধানের চেষ্টা করবো। অনেকটা প্রশ্ন উত্তর পর্বের মত। যে কেউ প্রশ্ন করতে পারবেন এবং যে কেউ তার উত্তরও দিতে পারবেন।

১,৪৯৯ Comments on "সমস্যা ও সমাধান"

  1. আমার ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ৫.১৯ এর সিরিয়াল নাম্বার দরকার। আমি খূব বিপদে পড়েছি। আমার মেয়াদ আর মাত্র ৭ দিন পরে আর কোন কিছু ডাউণলোড করতে পারবো না। তাই যদি কেউ আমাকে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ৫.১৯ এর সিরিয়াল ন্মাবর প্রদান করে তবে উপকৃত হব। তবে কারো কাছো যদি ডাউনলোড করার সফটওয়্যার থাকে সিরিয়াল নাম্বার সহ তবে আমাকে যদি প্রদান করে তবে উপকৃত হবে।
    আজমল
    ০১৯১৪৭১৮২৯৯

  2. dear bro @ mehdi, ami kono cd dara boot korte chaile, jemon windows xp or hirens cd something jokhon computer on korarar por F2 Press ar moddhome option a gia amar cd room click kore enter press kori, everytime its not working that means its not enter,nothing but i can do that with another lap top, i will be so greatfull, plz help me out why its happening…

  3. মেহেদী ভাই,
    আপনাকে অনেক ধন্যবাদ। কিন্তু আমি আমার সমস্যার সমাধান করতে পারি নাই। তারপরও এরর ম্যাসেস দেখাচ্ছে। প্লিজ আমাকে এ ব্যাপারে বিস্তারিত আমার ই-মেইল [email protected] জানান। আমি আপনার কাছে কৃতজ্ঞ থাকব।

  4. মেহেদী ভাই, সালাম নিবেন্ আপনাকে অষংখ্যা ধণ্যবাদ। আমি আপনার দেয়া ডাউনলোড সফটওয়ার পেয়েছি। কাজ হয়েছে। কিন্তু ভাই আমি আরেকটা সমস্যায় পরেছি তা হলো এডোব ফটোসপ সিএস৩ ভার্সন-১০.০ এর সিডি কিনেছি। কিন্তু সেটাপ করার পর একটিভ করতে পারছিনা। সিএস২ যেভাবে করে থাকি কিন্তু সিএস৩ করতে পারছিনা। আপনি আমাকে এ ব্যপারে সাহায্য করেন। সেটাপ করার পর যে কিগ্যান থাকে তা নেই।তাই আপনার সরনাপন্ন হলাম আশা করি আপনি অথবা অণ্য যে কোন ব্যক্তি আমাকে এ ব্যাপারে সাহায্য করতে পারবেন।
    মোঃ আজমল হুদা খান
    ০১৯১৪৭১৮২৯৯
    [email protected]

  5. মেহেদী ভাই আপনার লেখা আমি ডউনলোড করে। কিন্তু যখন সুতনি এমজি দিলে কিছু বক্স হয়। আমি ওগুলো প্রিন্ট করতে চাই। যাতের করে নোট আকারে আমার কাছে রাখবো। যাদের প্রয়োজন হবে তাদের দেব। কিন্তু কি ভাবে আমি ওই লেখাকে সুতনি এমজি ফন্ট করতে পারি সে ব্যপারে হেল্প করতে পারবেন। কি??????????????????????????????
    মোঃ আজমল হুদা খান
    ০১৯১৪৭১৮২৯৯
    [email protected]

  6. মেহেদী ।ভাই আমি আমার ছবি পরিবর্তন করতে চাই যে ছবি আপনার একাউন্টে দেখা যায়। সেই ছবি আমি পরিবর্তন করতে চাই কিভাবে করতে পারি। বলবেন কি?
    মোঃ আজমল হুদা খান

  7. সালাম,আমি মোবাইল দিয়ে ইন্টানেট কমপিউটার এ ব্যবহার করি।এখন কমপিউটার থেকে রুটার এর মাধ্যমে আমার অন্য কমপিউটার এ কিভাবে ইন্টানেট শেয়ার করব।lan port,wifi,ruter আমার আছে !

  8. মারুফ ভাই আমি ইউলিড মিডিআ স্টুডিও এ ইফেক্ট এর কথা বলেছেণ আপমি Hollywood FX Gold ব্যবহার কররেন। তবে সেট আপ করা পর যেখান থেকৈ ইফেক্ট দেন ঠিক তার নিচে কাস্টম থাকে তার উপরে Hollywood FX Gold লেখা থাকবে। তবে সেটআপ করার পর প্যাচ করতে হয়। এর পরে সমস্যার সমাধান না হলে ই-মেইল কররেন অথভা মোবাইলৈ কল করুন আমি, ইউলিঢ চালিয়ে এডিটিং এর কাজ করেছি ৩ বছর কুষ্টিয়াতে। এছাড়াও বাড়িতে মাঝে মাঝে করি Ulead Media studio 7.0 and 8.0 দুটো ভার্সন এ আমি কাজ করি।
    ধন্যবাদ
    মোঃ আজমল হুদা খান
    ০১৯১৪৭১৮২৯৯
    [email protected]

  9. মেহেদী ভাই,
    আমরা জানি ১টি সিডির ধারনক্ষতা ৭০০ মেগাবাইট কিন্তু ৮০০ বা ৯০০ মেগাবাইটের একটি সফটওয়ারকে কিভাবে ২টি সিডিতে রেকর্ড করা যায়, যদি জানাতেন উপকৃত হতাম।

  10. মেহেদী ভাই,
    আমি Canon ip2772 প্রিন্টার ব্যবহার করি। এতে কার্টিজ রিফিল করতে হয়, যা অত্যন্ত ব্যয়বহুল। আমি চাই কালি রিফিল করতে সম্ভব কি? প্লিজ জানাবেন।

  11. মেহেদী আকরাম ভাই, সালাম নিবেন। আপনার ব্লগ-এ আমি নতুন।’ আমার আমি’ তে আপনার মোবাইল নাম্বার পেলাম না, শেষে login করে আমার এই সমস্সা টা লিখছি।
    আমার pc সিকিউ-40 ,dual core ,windows 7 ইউজ করি, অ্যান্টিভাইরাস হিসেবে Bitdefender internet sec ২০১০ বাবহার করি । এটা use করার আগে kaspersky use করতাম ,সঙ্গে internet download manager বাবহার করতাম। IDM দিয়ে download করতে তখন কোন প্রবলেম হত না , কিন্তু ওটার পর যখন bitdefender use শুরু করলাম, দেখি কী আমার জিপি এর prepaid ব্যালান্স ৩ দিনে শেষ । কিন্তু আমার IDM দিয়ে download progrss হয়না ,৮৫-৯০% হওয়ার পর কিছুতেই download করতে পারি না। এমন কি DAP ইউজ করেও একই ফলাফল।
    আমি জিপি এর modem ইউজ করি , download এর সময় ওটাতে ১২৮kbps ঠিকই show করছে কিন্তু download progress নাই। শেষ পর্যন্ত আইডিএম unstall করে মজিল্যা এর download manager দিয়েই কাজ সার ছি । এক জনের সঙ্গে যোগাযোগ করলাম সে বলল bitdefender এর এই প্রবলেম অনেকের কাছেই শুনেছি, সে আর ও বললো যে ওটা নাকি IDM দিয়ে download করা ফাইল গুলোকে সে trojan virus হিসেবে দেখে। তাই download progress হয়না। আপনার কাছে এর ভালো সমাধান চাই। দর কারে আমাকে ইমেইল করুন।

  12. Hi Mehdi Vhi,
    Ami interested computer solutions & troubleshooting jante.. Please advice which book is good. Micro Certified System Engineer (MCSE) related books and windows server 2003, exchange 2007, active directory related books mane kon book study korle sob kisu sundor kore jante parbo? If you know from where I can buy that book & price please. Urgent.

  13. মেহেদী ভাই,
    আমি ইদানিং সমকাল দর্পনে ঢুকতে গেলে এন্টিভাইরাস আমাকে সর্র্ক করে। আমি avast এন্টিভাইরাস ব্যবহার করি। আর আমার আর একটি সমস্যা হল আমি ইদানিং মাইক্রোসফট ডাউনলোড ম্যানেজার কিংবা ডাউনলোড এক্সিলেটর প্লাস দিয়ে কোন কিছু নামাতে পারি না। বর্তমানে আমি বাধ্য হচ্ছি ফায়ারফক্স ব্যবহার করতে, কিন্তু সমস্যা হল আমার ফায়ারফক্স সফটওয়ারে বাংলা পড়া যায় না। সমাধান জানিয়ে উপকৃত করবেন।

    1. ইন্টারনেট এক্সপ্লোর ৬ এ আমার সাইটে ঢুকতে সমস্যা হয়।
      ফায়ারফক্স খুবই ভাল ব্রাউজার। বাংলা দেখতে সমস্যা হবার কথা না।
      আপনি Tools>Options>Content এ গিয়ে ফন্ট SolaimanLipi করুন। আর Advanced এ গিয়ে Font For: এ Bengali সবগুলো SolaimanLipi ফন্ট এবং Character Encoding এ Unicode (UTF-8) করে সেভ করুন।

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস