সমস্যা ও সমাধান

এখানে আমরা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরবো এবং সমাধানের চেষ্টা করবো। অনেকটা প্রশ্ন উত্তর পর্বের মত। যে কেউ প্রশ্ন করতে পারবেন এবং যে কেউ তার উত্তরও দিতে পারবেন।

১,৪৯৯ Comments on "সমস্যা ও সমাধান"

  1. আমার জানামতে সবাই এই সমস্যা পাতা পরে। সবার কাছে আমার একটা চাওয়া তা হলো আমি এমন একটি সফটওয়ার চাই যা দ্বারা আমি বুটেবল সিডি ৈতরী করতে পারি অনায়েসে অর্থাৎ উইন্ডোজ এক্সপি- উইন্ডোজ ৯৮, হিরেন বুট সডি এর সব মেনু থাকবে শুখু বুট করার পরে আমি যা সিলেক্ট করবো তা কাজ করবে। উইন্ডোজ এক্সপি করলে তা সেটআপ হবে হিরেন বুট সিডি সিলেক্ট করলে তা কাজ করবে আবার উইন্ডোজ ৯৮ সিলেক্ট করেলে তা কাজ করবে। এছাড়াও আমি আরো সব সফটওয়ার থাকবে যাতে করে আমি এক্সপি সেটআপ করার পরে অন্য সব সফটওয়ার সেট করাতে পারি । এবং সব কিছু অটোরান সফটওয়ার যেই ভাবে তৈরি করে পরে রাইট করলে তা কাজ করে আমিও চাই সব কাজ করে রাইট করলে তা বুটেবল হিসেবে কাজ করবে। প্লিজ কোন ব্যক্তি কি পারবে না এমন একটি সফটওয়ার এর সন্ধঅন দিতে যাতে করে আমি এই রকম সিডি তৈরি করতে সক্ষম হই। আজমল-০১৯১৪৭১৮২৯৯

  2. মেহদী ভাইয়া,
    আমার DDR3 2GB KINGSTONE 1033 BUS SPEED –এর RAM আছে।
    আমি আরেক টি DDR3 2GB ZION 1333 BUS SPEED –এর RAM কিনে
    লাগা ইয়। MACHINE টা কাজ করতে করতে বন্ধ হয়ে জাছে। আমার motherboard
    Gigabyte-er. MACHINE টা কি ram লাগানোর পর format করতে হবে।
    Please help!
    রাজা

    1. আপনি এত RAM দিয়ে কি করবেন ভাই! একটা কম্পিউটার RAM এত এর ভার কি সইতে পারে? আপনি নতুন যে RAM টা লাগিয়েছেন সেটি খুলে ফেলুন সব ঠিক হয়ে যাবে। ভিন্ন ভিন্ন বাস স্টিডের RAM এর জন্য আপনার এই সমস্য হচ্ছে। আপনাকে ধন্যবাদ।

    1. আপনার কথা ঠিক বেঝা গেল না। কিসের ওয়েব লিঙ্ক চান আপনি? আপনার দরকার হলে আপনি ওয়েব লিঙ্ক দিয়ে কি করবেন?

  3. আসসালামু আলাইকুম মেহেদী ভাই ,
    যে সকল ওয়েব সাইট প্রতি সেকেন্ডে আপডেট হয় , যেমন শেয়ার ব্যবসার জন্য dse/cse এর সাইটের মত এ জাতীয় সাইটগুলো বারবার রিফ্রেশ না করে কিভাবে সর্বশেষ আপডেট সহ ভিজিট করা যায় ? এমন কোন ফ্রি সফটওয়্যার বা ওয়েব সাইট আছে কি ?

  4. : মেহেদী ভাই, winzip ব্যবহার করছি ঠিক আছে কিন্তু password ব্যাবহারের কোন অপশন খুঁজে পাচ্ছি না। একটু সাহায্য করবেন কি?

    1. সাধারণভাবে কোন ফোল্ডার বা ফাইলকে zip করতে হলে উক্ত ফোল্ডার বা ফাইলের উপরে মাউসের ডান বাটন ক্লিক করে Send To>Compressed (zipped) Folder এ ক্লিক করলেই হয়।
      আর পাসওয়ার্ড সেট করতে উক্ত zip ফাইলের উপরে মাউসের ডান বাটন ক্লিক করে Explore বা Open With>Compressed (zipped) Folder এ ক্লিক করে File মেনু থেকে Add a Password নির্বাচন করে পাসওয়ার্ড সেট করতে হয়।

  5. মেহেদী আকরাম ভাই, আমরা বন্ধুরা মিলে শুধু আমাদরে ব্যবহারের জন্য সোশ্যাল নেটওয়ার্ক পদ্ধতিতে একটা ওয়েব সাইট বানাতে চাই। সেক্ষেত্রে আমদের করনীয় কী হবে? আমরা কিভাবে এবং কোথায় ওয়েবসাইটটি হোস্টিং করাব বা খরচ কি রকম হবে? ওয়েব সাইটটি তৈরির জন্য আমাদের একজন ওয়েব ডিজাইনারও দরকার। অনুগ্রহ করে আপনার সাহায্য চাচ্ছি।

  6. #দ্রুত উত্তর করার জন্য অশেষ ধন্যবাদ।

    #অপ্রাসঙ্গীক একটি বিষয় বলবো ,তবে উত্তর করলে খুশি হবো।

    # আমি একটি হ্যান্ডসেট কিনতে চাই একটু কমদামের মধ্যে (১২,০০/১৫,০০০) এর মধ্যে কিন্তু আমি চাই ,ইন্টারনেট ব্রাউজ ও অনেক আপ্লিকেশন ইনিস্টল করতে, এমনকি micro-soft .net3.5 ও যেন সার্পট করে . সেক্ষত্রে কোন হ্যান্ডসেটটি ক্রয় করলে আমি উপকৃত হতে পারি ।

    প্রিন্স মাহমুদ
    [email protected]

  7. আমি একটি ওয়েব সাইট খুলতে চাই যেটি গুগল এডসেন্স এ আবেদনের যোগ্য হবে। আমি নিজে এটাকে ডিজাইন করতে পারবো। আপনি আমাকে একটু সাহায্য করুন এটা ফ্রি করার জন্য। ০১৯২০৭২৯০৯৩.অনুগ্রহ করে ইমেইল পাঠান।

  8. # মেহেদি ,

    ২০/২৫ দিন হলো আমার কম্পিউটাররে মাউস টি হ্যাক করছে , অর্থা‍‍ত মাঝে মাঝে কিছুক্ষন কাজ করলেই মাউস আটকে যায় ,
    কিছু সময় কম্পিউটার রিষ্টাট করলেই অনেক সময় ঠিক হয়ে যায় , আবার কিছু সময় হয় না মাউস আটকেই থাকে!! যা আমার জন্য খুবই বিরক্তিকর।এই অবস্থা সমাধানের জন্য আমি কম্পিউটার windows সেটাপ করছি , কিন্তু কোন লাভ হয় নি ,ভাইরাস স্ক্যান করছি কিন্তু কোনই লাভ হয় নি , আমার বণ্ধুর মাউস দিয়ে টেস্ট করছি কিন্তু ওর মাউস আমার কম্পিউটারে কোন কাজ করে না। দয়া করে কি করলে আমি উপকার পেতে পারি কেউ জানাবেন কি?????

    প্রিন্স মাহমুদ
    +৮৮০১৭১১-৭১৬৯২৭
    [email protected]

  9. মেহেদী ভাই, সালাম নিবেন

    আমি আমার কম্পিউটারে ব্লূ-টুথ মাউস ব্যবহার করছি , এখন আর কোন সমস্যা হচ্ছে না । খুব শিঘ্রীই উই,এস,বি মাউস কিনবো , আশা করি আর সমস্যা হবে না । আপনার মতামতের জণ্য আন্তরিক ধন্যবাদ।ভালো থাকবেন …

    প্রিন্স মাহমুদ
    [email protected]

  10. ভাইয়া সালাম নিবেন ,

    নতুন একটি সমস্যা ফেস করছি তা হলো pdf ফাইল কমি্পউটার রিড করতে পারছে না , কোন সফট্যয়ার কি ইনিস্টল করতে হবে? প্লিজ সাহাজ্য করবেন. ভালো থাকবেন।

    প্রিন্স মাহমুদ
    [email protected]

  11. মেহেদী ভাই,
    ভাল আছেন নিশ্চয় । আনেক দিন পর লিখতে বসলাম । ভাইয়া Laptop এর বায়োস পার্সওয়ার্ড যদি কোন কারণে ভুলে যায় তাহলে কিভাবে Laptop ওপেন করবো অথবা কিভারে পার্সওয়ার্ড রিমুভ করবো ? জানাবেন নিশ্চয় । ধন্যবাদ ।

    1. ১)
      নিচের সফটওয়্যার দ্বারাও বায়োস পার্সওয়ার্ড মোছা যায়।
      http://www.majorgeeks.com/download2969.html
      http://www.cgsecurity.org/wiki/CmosPwd
      ২)
      কমান্ট প্রোম্ট থেকে নিজের কমান্ডগুলো ব্যবহার করে দেখতে পারেন।
      debug
      o 70 2E
      o 71 FF
      quit
      ৩) হিরেন বুট সিডি থাকলে BIOS Cracker 5.0 দ্বারা বায়োস পার্সওয়ার্ড মুছে ফেলা যায়।

  12. মেহেদী ভাই,
    কেমন আছেন ? আপনার কোন ধরণের মন্তব্য পাচ্ছিনা । সাময়িক ভাবে মন্তব্য কি বন্ধ রেখেছেন ?
    ধন্যবাদ ।

  13. মেহেদী ভাই, আমি উইন্ডোজ সেভেন ব্যবহার করছি। এক মাস পর “এ্যকটিভ উইন্ডো নাউ” মেসেজ দেখায়। এটা কিভাবে বন্ধ কবে আনলিমিটেড ব্যবহার করতে পারব, কিছু টিপস দিলে বড় উপকৃত হতাম।

  14. ২০/০১/২০১১ ইং দিনে
    আমার কমপ্উটার এর হার্ডডিকস কোন কারনে ফরমেট দিয়েছি ।
    কিন্তু আমি এখন আমার আগের ফাইল গুলো ফেরত পেতে চাই ।
    প্লিস আমাকে সাহায্য করুন ।।।।।।।।।।।

মন্তব্য করুন

×
কপিরাইট © ২০০৬-২০২৪ সমকাল দর্পণ. সর্বস্বত্ব সংরক্ষিত।
সার্বিক তত্ত্বাবধানে রয়েল টেকনোলজিস